![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চন্দ্রাবতীর রামায়ণের অংশবিশেষ...
শিরেতে হানিল বাজ বাক্য নাহি সরে।
চলিয়া গেলেন রাম গো আপন মন্দিরে।।
বিষবাণ বিন্ধিল গো শ্রীরামের পরাণে।
সর্ব্বনাশের কথা সীতা গো কিছুই না জানে।।
বনেতে আগুন জ্বলে গো সায়রে ছোটে বান।
উন্মত্ত পাগলপ্রায় গো বসিলেন রাম।।
রাঙ্গা জবা আঁখি রামের গো শিরে রক্ত উঠে।
নাসিকায় অগ্নিশ্বাস ব্রহ্মরন্ধ্র ফুটে।।
যে আগুন জ্বালাইল আজ গো কুকুয়া ননদিনী।
সে আগুনে পুড়িবে সীতা গো সহিত রঘুমনি।।
পুড়িবে অযোধ্যাপুরী গো কিছু দিন পরে।
লক্ষ্মীশুন্য হইয়া রাজ্য গো যাবে ছারখারে।।
পরের কথা কাণে লইলে গো নিজের সর্ব্বনাশ।
চন্দ্রাবতী কহে রামের গো বুদ্ধি হইল নাশ।।
©somewhere in net ltd.