![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা আমার জীবন, বাংলা আমার মরণ
চিকিৎসার জন্য বৃদ্ধা মাকে মাথায় নিয়ে ১০ মাইল অতিক্রম করা এ ছবিটি দেখার পর আর কী বলা যেতে পারে ? ফকির আলমগীরের গাওয়া গানটি বেশি মনে পরছে নিশ্চয়ই। ‘মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না আমার মা...’। আসলেই মাতৃদুগ্ধ-ঋণ কখনোই শোধ হবার নয়। পৃথিবীতে যুগে যুগে এমন ছেলেরা আসে বলেই মা’কে বন্দনা করা এসব অমর গানগুলোর সৃষ্টি হয়।
মায়ের জন্য এমন ত্যাগের নজির বিভিন্ন ধর্মীয় কাহিনীতে আমরা শুনেছি। পূন্যের আশায় মাকে মাথায় নিয়ে বা গলায় ঝুলিয়ে অনেক সন্তান দীর্ঘপথ ঘুরে বেড়িয়েছেন। ইসলাম ধর্মের হযরত বায়েজিদ বোস্তামি (র.) তৃষ্ণার্ত মায়ের পাশে সারারাত পানি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হযরত ওয়ায়েজ কুরনি মাকে পিঠে বহন করেছেন দীর্ঘ দিন। হিন্দু ধর্মের শ্রবণ কুমার অন্ধ মা বাবাকে কাঁধে বহন করে গয়া কাশির উদ্দেশে গিয়েছিলেন।
বিস্তারিত
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
নাসরীন খান বলেছেন: সত্যি বিরল,তবুপ্রতিটি সন্তান যদি হতো তেমনটি!
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ‘মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না আমার মা...’। আসলেই মাতৃদুগ্ধ-ঋণ কখনোই শোধ হবার নয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
অপরিচিত অতিথি বলেছেন: স্যালুট।