নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

♥ এতঃপর ভালবাসা ♥

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

"আধ খোলা জানালায়,বড্ড অবেলায়
ভুল বাতাসে তোমার চুল উড়ায়।
মেঘলা আকাশের,দলছুট ভাবনায়
ফেরারি বৃষ্টিতে তোমায় পরশ মাখায়।
ক্ষতি কি তাতে !!
বেলী ফুলে ভাব জমেছে আজ তোমার চুলে।

দক্ষিণের ব্যলকনি,মিছে স্বপ্ন বুনি,
আড়ালে চেয়ে দেখি,এই তুমি নেই আগের সেই তুমি।
জোনাকীর আলো জ্বলে, সময়ের পথ ভুলে,
ক্ষতি কি তাতে !!!
বাগানের ফুল সব ফুটেছে তোমার শাড়ির আঁচলে।

রাতের জোছনায়, আলতা রাংগা পায়,
লাল শাড়িতে,অচেনা হাতে,
হাত রেখে হেটে যায় ললনা !
চেনা চেনা তবু যেন বড্ড অচেনা।
ক্ষতি কি তাতে !!
তবু তো তুমি আছো মধ্যরাতে যুবকের এক চিলতে ভাবনায় ।


https://www.facebook.com/shibly.afsary?fref=photo

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.