নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

কুকুরের মুখে রক্তাক্ত নবজাতক এবং আমার কিছু কথা !

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

হে মানুষ ১ মিনিটের কামনার সুখে তোমার ছিলনা কোন হুশ ।
কামনার মোহে কুকুরের মত হয়ে গেছো তুমি বেহুশ
উন্মাদ হয়েছো, মাতাল হয়েছো,
অবৈধ মিলন সুখে একটুও করনি তখন আপসোস!
বল হে নির্লজ্জ মানুষ ! বলো দয়াময় বিধাতা !
তাতে আমার কি ছিল দোষ ? আমিও তো মানুষ !!!

পৃথিবীর মানুষের কাছে একটি প্রশ্ন আমার,
আমি তো সদ্য জন্ম নেওয়া নবজাতক তোমার ।
তবে কেন সুস্থ সুন্দর ভাবে বেচে থাকার পাইনা একটু অধিকার,
হে নিষ্ঠুর আমার মা,বাবা,হে বিবেকহীন পৃথিবীর মানুষ !
জানতে পারি জন্ম নেওয়াই কি ছিল আমার দোষ ?
তোমাদের একটু কামনার তৃপ্তিতে আমি কেন আজ হব বেওয়ারিশ ।
সবাই শুধু করে ফিসফিস, তবু নেয়না কেউ আমার হদিস ।
বেচে থাকার জন্য কেউ দেয়না আমায় একটুও ওয়ারিশ ।
কারন আমি বেওয়ারিশ !!!
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/RBMTutul/RBMTutul-1458018331-d7d6df6_xlarge.jpg

ছবিটা দেখে ভাবছেন কি বলবেন ! বিবেকহীন ! নিষ্ঠুর ! নাকি বর্বর ?

কি দিবেন আজ বিশেষন ! নাকি ভাবছেন এমন এক দুইটা ঘটনা ঘটতেই পারে মানুষ জাত তো কামুক ভাব একটু বেশী তাই যেখানে সেখানেই সুখ নেয় আর কি ! নাকি বলবেন এমন কত ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন,কে আর খবর রাখে ,আর এক দুইটা ঘটনা আমরা জানতে পারি তা আর এমন কি ?
নাকি বলবেন এটা মানুষের জন্ম দোষ ,যৌনতা তার রক্তে মিশে আছে,তাই তার আর কি বা করার আছে !
নাকি বলবেন এগুলি শুধুই ভুল ! সেই ভুলেই নির্লজ্জ মানুষ ফুটিয়েছে কামনার ফুল !
ছিঃ ছিঃ মানুষ ! ছিঃ ! এতোটাই বাঝে হয়ে গেছে এই মানুষের রুচিবোধ ,
এতোটা নিচু ,বর্বর, আর নিষ্ঠুর হয়ে গেছে এই মানুষের মন মানবতা ।
একটা কুকুরও চাই তাদের কামনার সুখ মেটাতে তবে নিজের লজ্জাটা বজায় রেখে,
আমরা শুনেছি কুকুরের মিলন হয় যেখানে সেখানে,কুকুরের জন্ম হয় যেখানে সেখানে । কিন্তু মানুষ ! মানুষের বাচ্চা আজ যেখানে সেখানে কেন পড়ে থাকবে ? তার মানে কি ওরা মানুষ না ? কুকুর থেকেও নিষ্ঠুর ,নির্লজ্জ ! যারা কুকুরের মতই নিজের কামনাকে যেখানে সেখানেই বাস্তবে রুপ দিচ্ছে ! একটু সুখ! একটু তৃপ্তি ! পরিনামে জন্ম দিচ্ছে ভয়াবহ বেওয়ারিস এক ব্রুনের। যার ভার বহন করে যাচ্ছে এই সুন্দর পৃথিবী । কে দিবে এর জবাব ?
আজ যে নবজাতক রাস্তার পাশে, ময়লার স্তুপে, পরিত্যাক্ত ঘরের কোনে পরে কুকুরের,সাপের,কিংবা বিষাক্ত কোন প্রাণীর কামড়ে তার এই নিষ্পাপ কোমল দেহটাকে ক্ষত বিক্ষত হতে দেখছে।আর সেই কামরের যন্ত্রনার আত্বচিৎকারে মানবতাকে চরম ঘৃনা জানাচ্ছে ধিক্কার দিচ্ছে এই পশু নামের মানুষকে । এই অবৈধ্য মিলনের নষ্ট মানসিকতার মা বাবা অধিকারী কে ? ছিঃ ছিঃ জানাচ্ছে সেই সব মা বাবাকে যাদের যৌন কামনা এতোটাই উন্মাদ ছিল ! এতোটাই প্রয়োজন ছিল কামনার তৃপ্তির ! যার পরিনামে একটা বেওয়ারিশ বাচ্চার জন্ম দিবে আর তাকে মহান মা বাবা নামক শব্দটার অধিকার দিতে পারবেনা । মা বাবা নামক মহান শব্দটা কে ময়লার স্তুপে রেখে আসতেও একটু ভাববেনা তাদের পাষন্ড হৃদয়। নির্লজ্জ আর বর্বরতা তাদের এতোটাই হিংস্র বানিয়েছে যে তাদের মনে পৌছাইনি তাদেরই উরসে জন্ম নেয়া শিশুর কান্নার চিৎকার । কারন একটাই সে শিশু অবৈধ্য মিলনের শিশু,এক মিনিটের যৌন কামনায় জন্ম নেওয়া শিশু ।
আর এ রকম নির্মম এক বা দুইটি ঘটনায় আমাদের মানবতা আর বিবেক কে ,ধিক্কার দিলেও,আমাদের চরম লজ্জা দিলেও ,লজ্জিত করেনা তার জন্মদানকারীকে!
এ সমাজের আড়ালে আবডালে সেই সব যৌন কামনা মেতে উঠা উন্মাদদের কে ভাবায় না একটুকুও ! সেই অবৈধ্য কামনায় লিপ্তরত উন্মাতাল কুকুর গুলোর চোখে ভেসে উঠেনা তার কামনার বিষে জন্ম নেয়া সেই নিষ্পাপ অবুঝ শিশুর মুখ ।
তাই সে শিশুর চিৎকারে আকাশ বাতাস লজ্জায় অপমানে কেপে উঠলেও তার কুকুরের মত মা বাবার বুক কাপেনি, সেই মা বাবা কানে পৌছেনি অবুঝ শিশুর যন্ত্রনাময় কান্নার আওয়াজ । সেই সব মা বাবাকে জানাই ধিক,জানাই সব টুকু ঘৃণা । আল্লাহ আপনি ওদের বিচার করুন ।
আর এই বাচ্চাটার সঠিক হেফাজত করুন ।

আল্লাহ তায়ালা বলেন,
“তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ”। (সূরা বনী ইসরাঈল -৩২)

“ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক’শ ঘা করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে। যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাক। ঈমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে”। (সূরা আন নূর ২)

বলনা হে নির্লজ্জ মানুষ ! বলনা দয়াময় বিধাতা ! তাতে আমার কি ছিল দোষ ? আমিও তো মানুষ !!!

বিঃদ্রঃ আমার এ ব্যতিক্রমী লিখাতে ভুল হলে গঠন মুলক সমালোচনা করবেন । আপনাদের উৎসাহ আর সহযোগিতায় আমার পথ চলা >
R BM Tutul

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.