নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যা > বিচারহীন নিষ্ঠুর ধর্ষক জন্ম দেয়, নির্লজ্জ ধর্ষকের বাচ্চা !

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫

বোন আমার, তুই তো বাংলাদেশের মানচিত্র।

বাংলার আকাশে আজ শুধুই লাশের গন্ধ !

কেন আমরা এতোটা নিষ্ঠুর হয়ে যাচ্ছি !
কেন আমরা এতো নির্লজ্জ হয়ে যাচ্ছি !
চারপাশে হাজার নিষ্ঠুর ঘটনা ঘটে চলেছে,
কিন্তু সব ঘটনার প্রতিবাদ আমরা করতে পারিনি,
আজ সময় নতুন এক ইতিহাসের ,
আজ সেই ইতিহাস লিখা হবে বাংলার এক ধর্ষিতা বোন তনুর জন্য।
তনুর জন্য শু্কুনের নিষ্ঠুর সন্তানেরা আজ ফাসির দড়িতে ঝুলবে !
আর যদি এই তনু ধর্ষণ হত্যার বিচার না হয়
তবে ধর্ষকের বাচ্চা জন্ম দিবে আরেক ধর্ষক।
বাংলার ইতিহাসে লিখা হবে নরুন এক কলংকের ইতিহাস ।
লিখা হবে বাংলার ইতিহাসে নতুন এক ইতিহাস।

আমরা জানি-
সাঁওতাল ধর্ষিতা হলে সিনেমা হয়,
পাহাড়ি ধর্ষিতা হলে আন্দোলন হয়,
সংখ্যালঘু ধর্ষিতা হলে তুফান ওঠে মানবতাকর্মিদের ঠোটে...
.
তনু বোন,
তোর মত বাংলাদেশী ধর্ষিত হলে আমরা নীরব থাকি,
কারণ তুই আমাদের কেউ না..
তুই গরিব অসহায় !
তুই কষ্ট করে টিউশনি করে
সুন্দর করে বাচার জন্য চেষ্টা করেছিলি ।
হে বোন আমরা আজ লজ্জিত, যদি পারো ক্ষমা করো ।
বিচার আগেও হয়নি, কোনদিনও হবে না।
আজ সামনে নিজের বোনের মুখ দেখতে লজ্জা করে,
নিজেকে বড় অসহায় লাগে,কেননা নিজের বোনের মুখে তোর মুখ দেখি ।
ভাই হিসাবে আমর আজ বড্ড অসহায়।
.
ধর্ষক জন্মদাতা এই সমাজের ধ্বংস চাই,
আমরা এর পরিবর্তন চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.