নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটে হেরে গেলেই- বাংলাদেশ হেরে যায় না !! যখন জেগে জেগে বিবেক ঘুমায়, তখনি বাংলাদেশ হেরে যায় !!

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

3 বলে ২ রান চিরপ্রতিদ্বন্দ্বী চিরশুত্রু ইন্ডিয়া বলেই কষ্টটা একটু বেশী পেয়েছি।
তবে এই ইন্ডিয়ার সাথে আমাদের টিম হেরে যাওয়ায় যারা বাংলাদেশ হেরে গেছে
ভাবছেন বা বাংলাদেশ ১ রানে হেরে গেল এই বলে স্ট্যাটাস দিচ্ছেন তাদের বলছি, থামেন ভাই !
রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবেনা তার জন্য কি কোন ইস আস করেছেন !
একবার ভেবেছেন আমাদের নিরবতায় ইসলামের পরাজয় হয়ে যদি মুনাফিকদের বিজয় হয়
তখন আমাদের মুসলমানদের অস্তীত্ব কোথায় গিয়ে আছড়ে পড়বে !
তনুর জন্য কি করেছেন !

ক্রিকেট খেলায় হারলেই আপনারা ভাবেন বাংলাদেশ হেরে গেল,
আপনারা কষ্ট পান.! কিন্তু ক্রিকেটে হারলে বাংলাদেশ হারে না,
হারে বাংলাদেশের ক্রিকেট টিম..! বাংলাদেশ তখন হারে----

যখন ফেলানিরা কাটা তারে ঝুলন্ত অবস্থায় মানবতাকে ধিক্কার দেয়। যখন বিশ্বজিৎ রা প্রকাশ্যে নির্মম ভাবে খুন হয়..
যখন হাজার কোটি টাকা লোট হওয়ার পরো মন্ত্রীরা বলে এটা বেশী কিছুনা...
যখন স্বাধীন দেশের গণতন্ত্র গুম হয়ে যায়..!
যখন পেটের ভেতর সন্তান গুলিবিদ্ধ হয় !
যখন রাস্তায় ক্লান্ত শ্রমিক শখের পিস্তলের গুলিতে নিহত হয় ।
যখন পুলিশের হাতে নিরিহ জনগনকে নির্মম ভাবে মরতে হয়..!
যখন জানার মধ্যেই রিজার্ভের টাকা চুরি হয় !
যখন শাপলা চত্তরে হাজারো মুসলিম ভাই রক্তাক্ত হয় !
যখন রাজন,সামিউল বিবেকহীন মানুষের নির্মমতায় মারা যায়।
যখন ৯০% মুসলিম রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলামের উপর মামলা করা হয়..
যখন ৯০% মুসলিম রাষ্ট্রে বোরকা হিজাব নিষিধ্য হয়..!
যখন কেন্টার্মেন্টের মত যায়গায় তনুর মতো মেয়েরা ধর্ষিত হয়...
.
আর এত কিছুর পরেও দেশের জনগন চুপ থাকে, তখন বাংলাদেশ হেরে যায়..!
.
ক্রিকেট একটা খেলা এটা কোনো যুদ্ধ নয়, খেলায় হারজিত থাকবেই, এক দল জিতলে অন্য দলকে হারতে হবেই,
এটাকে আমরা দেশ প্রেম দেখানোর এক মাত্র উপায় ভেবেনিয়েছি..!
.
আরে যেই ইন্ডিয়াকে আমরা এত ঘৃণা করি, ওরাও আমাদের চেয়ে শত গুনে ভাল, মনে আছে সেই চলন্ত বাসে ধর্ষনের ঘটনা?
যেটা মিডিয়াতে আসার পর অল ইন্ডিয়া পথে নেমে এসেছিল প্রতিবাদ করে..!(আমরাও এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছিলাম ফেসবুকে)যার জন্য তাদের সরকার ২৪ ঘন্টার ভিতর অপরাধিকে ধরে ছিল..!
.
কিন্তু তার কিছুদিন পর সেইম ঘটনা আমাদের দেশেও ঘটে ছিল, কেউ কিছু বলেনি,
শুধু ফেসবুকে কত গুলো স্ট্যাটাস এসেছিল..!
তাই দেশ প্রেমের ক্ষেত্রে ইন্ডিয়া আমাদের চেয়েও অনেক ভাল..!
.
ফাইজলামির ও সীমা থাকে- তোমার দেশের কোটি টাকা লুট হয়ে গেল,
তোমার ৯০% মুসলিম রাষ্ট্রে সংবিধান থেকে ইসলাম উঠে যাচ্ছে, তাতে তোমার কিছু যায় আসে না,
আর ICC কাকে নিষিদ্ধ করল তাতে তোমার সব পেটে ব্যাথা..!
আরে ছাগলের দল যেই দেশ বাঁচলেইনা ক্রিকেট থাকবে, দেশই যদি না বাচে ক্রিকেট দিয়ে কি হবে..!
.
আজ যদি বাংলাদেশ টিম জিতে যেত, রিজাভের চুরি হয়ে যাওয়া টাকা টা কি ফিরে আসত?
তনুর পরিবারের মুখে কি হাসি ফিরে আসতো?
সবাই বোমা আতসবাজী করে আনন্দ করতা,
কিন্তু ঐ পরিবারটার কথা ভাব.?
ও যদি তোমার পরিবারের বোন খালা কেউ হত, তো.. তুমি কি করতা...??

তনুর কথা বলে নাহয় স্ট্যাটাসটা বড় করলাম না, এটা নিয়ে সবাই বলছে আমি না হয় নাই বল্লাম..!

একটা ৯০% মুসলমানের দেশে যদি ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম না হয় তবে এমন % মার্কা মুসলমানের কি বা দরকার আছে ।
এটা তো আমাদের গর্ব, আমাদের ধর্ম ইসলাম,আমাদের রাষ্ট্র ইসলামী,আমাদের প্রধান ধর্ম ইসলাম ।
কিন্তু সেই প্রধান বিষয়গুলি নিয়ে যদি কেউ কেউ খেলা করতে চায় তবে কি আমরা মুসলমানরা শুধু হায় হায় করেই যাবো !
যদি সত্যি ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্র ধর্ম না থাকে আমরা কি আমাদের বিবেকের কাছে পরাজিত হয়ে গেলাম না ।
তাই এখনই সব এক হয়ে তার প্রতিবাদ করা খুব দরকার,
যদি হেলামি করে কাফের মুনাফিকদের বিজয়ী করে দেয় তবে এর জন্য আমাদের সারা মুসলিম জাতীকে সারা জনম পস্তাতে হবে।
আর আল্লাহর দরবারে এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতেই হবে ।
তাই সবাই আজ প্রতিবাদ করুন
.
আর সব শেষে যেটা বলব- দেশ প্রেমের বা নিজের ভালবাসার মনের ইমোশনটা যেখানে দেখানোর সেখানে দেখান,যেখানে দেখালে কাজে দিবে, ক্রিকেট খেলায় না..!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

ফাহিম আবু বলেছেন: একমত, সরকার এখন ক্রিকেট দিয়ে জনগনের দৃষ্টি ভিন্ন দিকে নিতে চাই !!

২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

অগ্নিবেশ বলেছেন: চিরশুত্রু ??????

৩| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ওরা আমাদের একটা ম্যাচের জয় এনে দেয় নাই তো কি হয়েছে, মাশরাফিরা বুঝিয়েছে ওদের মিনর বলার দিন শেষ। ওদের মাঠের খেলা দিয়া হারানো কঠিন।
[link|DJ দের অবৈধ শব্দধ্বনি যখন পরাজয়ের নিয়ামক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.