![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি মুক্তির গান গেয়ে তরুনেরা আসে।
আমার প্রিয় বাংলাদেশে।
আওয়াজ তুলো সব এক সাথে।
মুক্তি চাই,মুক্তি চাই,
গনত্রন্ত্রের মুক্তি চাই।
মুক্তি চাই,মুক্তি চাই,
স্বাধীনতার মুক্তি চাই ।
আজি মুক্তির সুরে সুরে চিৎকার করে।
সব কটি প্রান এক সাথে ,
পিছনে ঠেলে দেবনা আর,
প্রিয় এই দেশটারে।
সবাই হাতে হাত রেখে,
এগিয়ে যাবো এক সাথে।
ক্ষমতার সব দাম্ভিকতা ভেংগে ছুড়ে।
মুক্তি চাই,মুক্তি চাই
আমার ভাইয়ের মুক্তি চাই,
মুক্তি চাই, মুক্তি চাই,
আমার বোনের মুক্তি চাই ।
চল,চল, এগিয়ে চল,
মুক্তির গান গেয়ে চল।
মানবনা আর কোন বাধা।
আনবো কেড়ে আমার অধিকার ।
দেখবো এবার নতুন দিনের স্বাধীনতা।
মুক্তি চাই,মুক্তি চাই,
গনতন্ত্রের মুক্তি চাই।
মুক্তি চাই, মুক্তি চাই,
স্বাধীনতার মুক্তি চাই ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮
আর বি এম টুটুল বলেছেন: ধন্যবাদ <<
৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬
ফাহিম আবু বলেছেন: "মুক্তি চাই,মুক্তি চাই,
গনতন্ত্রের মুক্তি চাই।
মুক্তি চাই, মুক্তি চাই,
স্বাধীনতার মুক্তি চাই ।"++্ মনের কথাটাই বলেছেন । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
সোজোন বাদিয়া বলেছেন:
"মুক্তি চাই,মুক্তি চাই,
গনতন্ত্রের মুক্তি চাই।
মুক্তি চাই, মুক্তি চাই,
স্বাধীনতার মুক্তি চাই । " - সবার অন্তরের কথা! ভাল থাকুন।