নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

রক্ত সৃষ্টিগত ভাবেই স্বার্থপর !!

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮

চরম সত্য কথা :
রক্ত সৃষ্টিগত ভাবেই স্বার্থপর !!
রক্ত ! যদিও আপন সম্পর্ক তৈরির প্রধান মাধ্যম।
তবু সেই রক্তের রক্তেই তৈরি হয় এতো বিভেদ আর ব্যবদান।
অদ্ভুত ! বাবা মায়ের গ্রুপ এক না, সন্তানের গ্রুপ এক না স্বামী, স্রীর রক্তের গ্রুপ এক না
তবু পৃথিবীর সবচেয়ে আপন মানুষ কাছের মানুষ ,সবচেয়ে দৃর বন্ধন, শ্রেষ্ট সম্পর্ক এদেরকেই বলা হয়ে থাকে।
তবে সবার রক্ত এক নয় কেন ? কেন আলাদা আলাদা ভাগ হয় ।
আর আলাদা ভাগ হয় বলেই এদের চিন্তা চেতনা আলাদা, সব কিছুতেই আলাদা ।
তাই সময়ের সাথে সাথে প্রতিটি মানুষ বদলে যেতে বাধ্য হয় ।
কারন এটাই তার বৈশিষ্ট্য ।
রক্ত যদি A B C + দিয়ে তার আলাদা নিজেস্ব পরিচয় দাড় করাতে পারে।
তবে প্রতিটি সম্পর্কই তার রক্তের পরিচয়ের মতই আলাদাভাবে নিজেকে গড়ে তুলতেই পারে।
এক রক্ত কখনো তার নিজের মত করে আরো একটি রক্ত সৃষ্টির গ্যারেন্টি দিতে পারেনা।
তার সৃষ্টিতে রক্তের ভিন্নতা আসবেই।
আর সেই রক্তের মানুষতো বহুরূপী হবেই।
কেননা রক্তের নিজেস্বতায়,
শিখিয়ে দেয় কিভাবে শিখতে হয় স্বার্থপরতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.