নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

অপরাধী তুমি কার -ছাত্রলীগ নাকি বাংলার ! ?

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬



ঢাকার বিশ্বজিৎ থেকে সিলেটের মামুন বখত সব শেষে এম সি কলেজের ছাত্রী খাদিজা =
কে করেছে তা কোন বিষয় নয় ,(!!!)====

সিলেটের খাদিজাকে প্রেম ঘটিত বিষয়ে হামলা করেছে খুনী !
কিন্তু সিলেটের মামুন বখত তার কি অপরাধ ছিল ?
হা অবশ্যই অপরাধ ছিল-সে ছাত্রলীগের দাম্ভিকতার অন্যায়ের প্রতিবাদ করেছিল ।
সেই অপরাধেই নিরিহ সদ্য তরুন একটা প্রাণ এক মিনিটেই ঝরে গেল । হায়রে ক্ষমতা !
আজও অপরাধীর কিছুই হয়নি ।

এগুলি কোন বিষয় নয় --! ?

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উন্মাদ কুলাঙ্গার ছেলেটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ও মামুন বখতের খুনীরা ছাত্রলীগের বর্তমান কমিটির নেতা ।
এমন উন্মাদের রাবিসের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ নিবে না বা নিতে পারে না ।
তাই ছেলেটিকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি (!)
কারন ছাত্রলীগ শিক্ষিত , ভদ্র, ভাল ও বিনয়ী ছেলেদের সংগঠন
এই সংগঠনের নাম নিয়ে যারাই চুরি,ছিনতাই, ধর্ষণ, খুন, রাহাজানি, টেন্ডারবাজি করে
তারা আর যায় হউক বাংলার প্রতিটি মানুষের প্রানের সংগঠন ছাত্রলীগ হতে পারেনা । অবশ্যই না ।
আর যদি কোনদিন,কোন সময়, কোন খারাপ মানুষের প্ররোচনায় ভদ্র ছেলে গুলি এমন কাজ করেও থাকে
সাথে সাথে বহিষ্কার করে কঠোর শাস্তির মুখোমুখি করার দাবী জানাচ্ছি ।

-----ঘটনার ভেতরে ঘটনা ------
[নেত্রকোনার স্কুলে ঢুকে ছাত্রীকে মারধর]
লাঞ্ছিত ছাত্রীকে শান্তনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে
ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেনের নেতৃত্বে বখাটেরা স্কুলের ভিতরে ঢুকে শিক্ষকের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

এ খবর ছড়িয়ে পড়লে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়ক অবরোধ ও পরীক্ষা বর্জনের ডাক দিয়ে আন্দোলনে নামে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী।

শাহাদাত হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেনের ভাতিজা ও আমজাত হোসেনের ছেলে।

খবর পেয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে শাহাদত হোসেনের নেতৃত্বে ওই ছাত্রীর বাবা মিজানুর রহমানকেও পিটিয়ে গুরুত্বর আহত করে বখাটেরা। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ আবুল খায়ের নামে একজনকে গ্রেফতার করেছে।http://www.jugantor.com/online/country-news/2016/10/04/26823

বদরুল তুমি কার ! চাই দ্রুত শাহাদাতের বহিষ্কার -----
বহিষ্কার তাড়াতাড়ি করুইনযে!!

আমরা ছাত্রলীগ না ! আমাদের ইতিহাস জাতি জানে,
জানে, ওরে জানে রে , জাতি জানে !

ছিঃ- ওদের কি বলার আছে- দেশটা কার ? দেশে হচ্ছেটা কি !
ওদের কি বলার আছে ! একটি ঘটনা শেষ না হতেই আরেকটি ঘটনার জন্ম দিচ্ছে ।
ইদানীং ওদের নিকৃষ্ট ঘটনার জনক উপাধী দেওয়া দরকার ।

আর তাদের কি বলবেন !!
সোনার ছেলে কুপাইলো, আর সোনার মেয়েরা সেল্ফি তুললো। সাব্বাস বাংলা !
কিতা কইতাম >
আল্লাহ তুমি কেয়ামত দিয়ালাওনা কেরে! হেতেরা কোন দলের কইনচেইন >
দেখুনই চে কি পরিমাণ লিপিষ্টিক মারছে।
হেতেরে আপনেরা কিছু কইনযে!!!!!

ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিইউ গাউন। পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম।
Prothom Alo
11 hrs ·

'আইসিইউ এর মতো স্পর্শকাতর জায়গায় জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে থাকা এক নারীর পাশে সরকার দলীয় নারী নেত্রীদের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খাদিজার ওপর নৃশংসতায় ক্ষুব্ধ মানুষ তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন...
খাদিজার পাশে দাঁড়িয়ে নেত্রীদের সেলফি
ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিউইউ গাউন। পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম।
খাদিজাকে দেখতে গিয়ে তোলা ছবি (সেলফি) আজ সন্ধ্যে ৭টার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সাংসদ সাবিনা আক্তার তুহিন। সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক…
prothom-alo.com


কি মিস্টার ছাত্রলীগ --?
কে খারাপ? খুনী বদরুল না সংগঠন ছাত্রলীগ?
এই সংগঠনে যে মানুষ গুলিই যোগদান করে তারা খারাপ না,
খারাপ এই সংগঠনের দাম্ভিকতা,অহমিকা,
কারন প্রতিটা কর্মীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ছাত্রলীগ করলে কেউ কিছু করতে পারবেনা ।
আপনাদের কি ঘৃনা আসেনা নিজেদের প্রতি।
ছি: ছি: দিতে ইচ্ছে করেনা নিজেকে।
বহিস্কার করেই খুনী কে এই সেই বলে দায় এড়ালে কি মানবতার জয় হয়ে গেল।
বহিস্কারের যে একটা গতানুগতিক নিয়ম বাদ দিয়ে সংগঠনে রেখে বিচার করে কি সবার জন্য দৃষ্টান্ত তৈরি করা যায়না।
প্রতিটি নির্লজ্জ ঘটনার জড়িত নাম আপনাদের সংগঠনের কেন।
এই ২০১০ থেকে আজ অব্দি কতগুলি সহজ সরল মানুষ মেরে নিকৃষ্ট ঘটনার জনক আপনারা!
একবার নিজের বিবেককে প্রশ্ন করুনতো?

অবাক হই, প্রতিটি ঘটনা ঘটার পরেই সেই ঘটনার অপরাধীকে তাদের কেউ না ,তাকে বহিষ্কার করা হল , এগুলি যেন অভ্যাসে পরিনত হয়ে গেছে । কর্মীর রক্ত দেওয়া মেনে বীর উপাধি দেওয়া যায় কিন্তু কর্মীর অপরাধ মেনে নেওয়া যায় না। এই হল সঙ্গঠনের আদর্শ ।

প্রিয় ভাই বন্ধুরা,কষ্ট নিবেন না,জানি অনেকেই এই সংগঠনে জড়িত, তাই বলে এই সব ঘটনার প্রতিবাদ না করে শুধু ছাত্রলীগের দায় মুক্তির চিন্তা করলে কি হবে !? সবাই আশা রাখতেই পারি, এরপর এমন ঘটনার সাক্ষী এ দেশ দেশের জনগন হবেনা।

ঢাকার বিশ্বজিত থেকে সিলেটের খাদিজা!
এর শেষ কি হবেনা!

অবশেষে জীবন মৃত্যুর খেলায় আজ এম সি কলেজে সন্ত্রাসী হামলার শিকার বোন খাদিজা আক্তার নাগির্স।
হে আল্লাহ সাহায্য করুন। মাফ করে দিস বোন আমাদের।

বিঃদ্রঃ= যে ছেলেটি খাদিজাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল- সেই ইমরান নিজে বলেছেন সে কোন রাজনীতি করেন না ।ঢাকার বিশ্বজিৎ থেকে সিলেটের মামুন বখত সব শেষে এম সি কলেজের ছাত্রী খাদিজা =
কে করেছে তা কোন বিষয় নয় ,(!!!)====

সিলেটের খাদিজাকে প্রেম ঘটিত বিষয়ে হামলা করেছে খুনী !
কিন্তু সিলেটের মামুন বখত তার কি অপরাধ ছিল ?
হা অবশ্যই অপরাধ ছিল-সে ছাত্রলীগের দাম্ভিকতার অন্যায়ের প্রতিবাদ করেছিল ।
সেই অপরাধেই নিরিহ সদ্য তরুন একটা প্রাণ এক মিনিটেই ঝরে গেল । হায়রে ক্ষমতা !
আজও অপরাধীর কিছুই হয়নি ।

এগুলি কোন বিষয় নয় --! ?

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উন্মাদ কুলাঙ্গার ছেলেটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ও মামুন বখতের খুনীরা ছাত্রলীগের বর্তমান কমিটির নেতা ।
এমন উন্মাদের রাবিসের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ নিবে না বা নিতে পারে না ।
তাই ছেলেটিকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি (!)
কারন ছাত্রলীগ শিক্ষিত , ভদ্র, ভাল ও বিনয়ী ছেলেদের সংগঠন
এই সংগঠনের নাম নিয়ে যারাই চুরি,ছিনতাই, ধর্ষণ, খুন, রাহাজানি, টেন্ডারবাজি করে
তারা আর যায় হউক বাংলার প্রতিটি মানুষের প্রানের সংগঠন ছাত্রলীগ হতে পারেনা । অবশ্যই না ।
আর যদি কোনদিন,কোন সময়, কোন খারাপ মানুষের প্ররোচনায় ভদ্র ছেলে গুলি এমন কাজ করেও থাকে
সাথে সাথে বহিষ্কার করে কঠোর শাস্তির মুখোমুখি করার দাবী জানাচ্ছি ।

-----ঘটনার ভেতরে ঘটনা ------
[নেত্রকোনার স্কুলে ঢুকে ছাত্রীকে মারধর]
লাঞ্ছিত ছাত্রীকে শান্তনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে
ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেনের নেতৃত্বে বখাটেরা স্কুলের ভিতরে ঢুকে শিক্ষকের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

এ খবর ছড়িয়ে পড়লে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়ক অবরোধ ও পরীক্ষা বর্জনের ডাক দিয়ে আন্দোলনে নামে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী।

শাহাদাত হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেনের ভাতিজা ও আমজাত হোসেনের ছেলে।

খবর পেয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে শাহাদত হোসেনের নেতৃত্বে ওই ছাত্রীর বাবা মিজানুর রহমানকেও পিটিয়ে গুরুত্বর আহত করে বখাটেরা। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ আবুল খায়ের নামে একজনকে গ্রেফতার করেছে।http://www.jugantor.com/online/country-news/2016/10/04/26823

বদরুল তুমি কার ! চাই দ্রুত শাহাদাতের বহিষ্কার -----
বহিষ্কার তাড়াতাড়ি করুইনযে!!

আমরা ছাত্রলীগ না ! আমাদের ইতিহাস জাতি জানে,
জানে, ওরে জানে রে , জাতি জানে !

ছিঃ- ওদের কি বলার আছে- দেশটা কার ? দেশে হচ্ছেটা কি !
ওদের কি বলার আছে ! একটি ঘটনা শেষ না হতেই আরেকটি ঘটনার জন্ম দিচ্ছে ।
ইদানীং ওদের নিকৃষ্ট ঘটনার জনক উপাধী দেওয়া দরকার ।

কি মিস্টার ছাত্রলীগ --?
কে খারাপ? খুনী বদরুল না সংগঠন ছাত্রলীগ?
এই সংগঠনে যে মানুষ গুলিই যোগদান করে তারা খারাপ না,
খারাপ এই সংগঠনের দাম্ভিকতা,অহমিকা,
কারন প্রতিটা কর্মীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ছাত্রলীগ করলে কেউ কিছু করতে পারবেনা ।
আপনাদের কি ঘৃনা আসেনা নিজেদের প্রতি।
ছি: ছি: দিতে ইচ্ছে করেনা নিজেকে।
বহিস্কার করেই খুনী কে এই সেই বলে দায় এড়ালে কি মানবতার জয় হয়ে গেল।
বহিস্কারের যে একটা গতানুগতিক নিয়ম বাদ দিয়ে সংগঠনে রেখে বিচার করে কি সবার জন্য দৃষ্টান্ত তৈরি করা যায়না।
প্রতিটি নির্লজ্জ ঘটনার জড়িত নাম আপনাদের সংগঠনের কেন।
এই ২০১০ থেকে আজ অব্দি কতগুলি সহজ সরল মানুষ মেরে নিকৃষ্ট ঘটনার জনক আপনারা!
একবার নিজের বিবেককে প্রশ্ন করুনতো?

অবাক হই, প্রতিটি ঘটনা ঘটার পরেই সেই ঘটনার অপরাধীকে তাদের কেউ না ,তাকে বহিষ্কার করা হল , এগুলি যেন অভ্যাসে পরিনত হয়ে গেছে । কর্মীর রক্ত দেওয়া মেনে বীর উপাধি দেওয়া যায় কিন্তু কর্মীর অপরাধ মেনে নেওয়া যায় না। এই হল সঙ্গঠনের আদর্শ ।

প্রিয় ভাই বন্ধুরা,কষ্ট নিবেন না,জানি অনেকেই এই সংগঠনে জড়িত, তাই বলে এই সব ঘটনার প্রতিবাদ না করে শুধু ছাত্রলীগের দায় মুক্তির চিন্তা করলে কি হবে !? সবাই আশা রাখতেই পারি, এরপর এমন ঘটনার সাক্ষী এ দেশ দেশের জনগন হবেনা।

ঢাকার বিশ্বজিত থেকে সিলেটের খাদিজা!
এর শেষ কি হবেনা!

অবশেষে জীবন মৃত্যুর খেলায় আজ এম সি কলেজে সন্ত্রাসী হামলার শিকার বোন খাদিজা আক্তার নাগির্স।
হে আল্লাহ সাহায্য করুন। মাফ করে দিস বোন আমাদের।

বিঃদ্রঃ= যে ছেলেটি খাদিজাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল- সেই ইমরান নিজে বলেছেন সে কোন রাজনীতি করেন না ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩

কৃষিসংবাদ বলেছেন: আমরা এর তীব্র নিন্দা জানাই ও বদরুলের ফাসি দাবী করছি। http://www.krishisongbad.com

২| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

কৃষিসংবাদ বলেছেন: [link|http://krishisongbad.com/|রাসয়নিক সার প্রয়োগের মাধ্যমে একই পাহাড়ে প্রতি বছর জুম চাষের সম্ভাবনা
আমরা এর তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্ত মূলক ফাসি চাই

৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭

রায়হানুল এফ রাজ বলেছেন: সোনার ছেলেরা কোন অন্যায় করতেই পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.