নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

বার্মা নয়,সব কিছুতেই আজ তরুনের ভয় [ তেজহীন নব্য লাল ঘোড়া = প্রতিবাদে ভয় পায় তারা ]

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

* বন্ধ হউক মিয়ানমার মুসলিম হত্যা-বন্ধ হউক সারা বিশ্বের মুসলিম হত্যা - জেগে উঠুক মানবতা ----
------------++++++-----------+++++

জীব হত্যা মহাপাপ' কিন্তু মুসলমান হত্যা -!!
এই যে শুনছেন মানবতার সনদ দাতারা !?

সারা বিশ্বে যেমন চলছে এই নিষ্ঠুর খেলা -
আজ চলছে বার্মায় (মিয়ানমারে) কিন্তু মানবতাবাদী দেশী- বিদেশী মানব ব্যবসায়ীরা আজ চুপ !
চুপ থাকার কারন, ওই সুশীল মানবতা ব্যবসায়ীরা পশ্চিমা এজেন্ট যদি মুসলিমের পক্ষে কথা বলে
তবে তাদের ডোনেশন বন্ধ হয়ে যাবে। তাই মুসলমান হত্যার বেলায় মানবতা চুপ থাকতে হয় ।
না হলে বিবেকের কষ্ট হয় । বিশ্ব বিবেকবানরা অখুশী হন ।

ছিঃ-ছিঃ- ছিঃ- ওরে সুশীল তোদের আর বলবো কি ?

আর একটা প্রশ্ন বাম,জাসদ,বাসদ,কমিউনিস্ট- ওদের মাঝে কি মুসলমান নেই-ইসলাম নেই , মানবতা নেই !
তবে মুসলমানের পাশে ওদের কেন পাওয়া যায়না- !
ওদের মানবতা শুধু কি সুযোগে সময়ে জেগে উঠে !?

@@ তেজহীন নব্য লাল ঘোড়া, প্রতিবাদে ভয় পায় তারা @@

কি ? ভাবলেন এমন শিরোনাম কেন ! হা এমন শিরোনাম কারন যারা নতুন দিনের আশায়
তেজহীন কিছু নতুন লাল টকটকে চামড়ার ম্মামি,ড্যাডি মার্কা হাফ পুরুষের হাতে আগামীর পথ ছেড়ে দিয়ে নতুন ,
সুন্দর আগামীর আশায় বসে আছেন । তারা জানেনা ওই লাল টকটকে তেজহীন ঘোড়া গুলো পথ চলতে কতটা অক্ষম ।
ওদের কে কতটুকু হতাশা আকড়ে ধরেছে । নতুন দিন আর নতুন স্বপ্ন দেখাতে ওরা ভুলে গেছে ।

আমি একা প্রতিবাদ করে কি হবে, অযথা জানটা হারাইতাম।
মা বাবার খাইয়া আরেক জনের ঝামেলা কিনে আনবো নাকি।
এই যুক্তি গুলো সেই সব মহান হাফলেডি পুরুষদের।
যারা শীলাকা যোয়ানি গান শোনে আর সানি লিওনের ছবি দেখে
দিন রাত নিজেরে স্মার্ট বলে ওয়াও মারকা ইস্ট্যাটাস মারে।
এদের বাসার কেনাকাটা করতে বললে বউরে বলে না না তুমি যাও আমার লজ্জা লাগে।
দেশ জাতী ঘর সংসার ধংস হয়ে গেলেও কয় আমার সেল্ফিডাত কয়ডা লাইক মারছে।
এদের যদি জিগাই কি ব্যপার ঘটনা কিছু জানো নাকি, এরা বলে কোনটা আজকে সুপারমুনের ঘটনা,
আরে কি জোস। একটা সুপারমুনের ছবি এরা নিজেদের আবার সাইন্টিস্ট ভাবে।
------
ওদের বেশী কিছু বললে, বলে
আমি প্রতিবাদ করলে কি কেউ শুনবে।
কিছু বেইট্টা মার্কা বেডা আছে, এই হাফ মহিলা মারকা বেডারা অন্যায় দেখলেই চুপ তাকে,
প্রতিবাদ করতে বললেই নানান যুক্তি দেখায়।
আর এদের যুক্তি শুনলে মনে চায় কানের লতিত লেম্বুর কাটা দিয়া গুতাইতাম।
এই হাফলেডিসরা আজাইরা জিনিস নিয়া ফাল্লাই।
এরা তার চারপাশে কি ঘটে যাচ্ছে না দেখে না বুঝে সানি আর নাওমিতে ডুবে তাকে।
এরা ফেইসবুকে কিউট প্রেম মার্কা চেহারা লইয়া ছবি পোস্ট মারে।
আবার কই ফিলিংস ওয়াও '-'

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



মুসলিম হত্যা বন্ধ কর, শুধু অন্যদের হত্যা কর!

২| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: মুসলিম না বলে , মানুষ বলতে শিখুন। সবকিছুতে ধর্ম টেনে আনলে , মানবতার বুলি আউড়িয়ে লাভ নেই।

৩| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কানিজ রিনা বলেছেন: হিন্দু মুসলিম বৈধ্য খৃষ্টান সাওঁতাল, সব হত্যা
দাঙ্গা বন্ধ হোক বন্ধ হোক, মাননবতা লঙ্ঘন
নিপাত যাক, জাতী সঙ্ঘ একপেশে নীতি
বাদ দিয়ে সর্ব স্তরে সমান নীতি চালু হোক।

৪| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

কলাবাগান১ বলেছেন: বার্মা তো 'রেন্ডিয়া' না....তাই মাথা ব্যাথা নাই।

৫| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

নোমান প্রধান বলেছেন: শান্তি নাই

৬| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

আর বি এম টুটুল বলেছেন: চাদগাজী @ ভাই- আপনি অনেক ভাল মানুষ । ভাই এগিয়ে যান-------
ধন্যবাদ -----

৭| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

আর বি এম টুটুল বলেছেন: অগ্নিঝড়া @ মানুষ তো অবশ্যই, সব লালন মার্কা কথা দিয়ে যাচাই করলে হবেনা । মুসলিম শব্দটিতে সবার খুব জ্বালা, আজ সমস্ত পৃথিবীর অমানুষ এক হয়েছে মুসলিম হত্যায় ।

৮| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

কলাবাগান১ বলেছেন: "আজ সমস্ত পৃথিবীর অমানুষ এক হয়েছে মুসলিম হত্যায় ।"

আজও আফগানিস্হানে শিয়া মসজিদে সুইসাইড বোমায় প্রায় ৩০ জন মুসলিমকে হত্যা করা হয়েছে। কোন অমুসলিম এই কাজ করল???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.