![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন! হা- স্বপ্ন- আমাদের স্বপ্ন নিয়েই লিখছি -
প্রতিটি মানুষের জীবন যাপনের জন্য একটি থিম থাকে, মনের কিছু আখাংকা থাকে,
সেই থিম বা মনের আখাংকা কে নিজের মত সুন্দর পরিকল্পনাতে রুপ দেয়াকেই স্বপ্ন বলে,
সেটা একেকজনের একেক রকমের হতে পারে, যেমন আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো,
আমি শিক্ষক হবো, আমি অনেক সম্পদের মালিক হবো, আমার অনেক প্রতিপত্তি থাকবে,
আমার বিশাল শিক্ষার সনদ থাকবে, সমাজের সবচেয়ে ক্ষমতাধর মানুষ হবো আমি ।
এটাই স্বাভাবিক ।
আর তাঁর জন্য যা যা করা দরকার আমি তাই করবো ।
যত রকম চেষ্টা এবং পরিশ্রম প্রয়োজন হয় আমি করে যাবো - কারন পরিশ্রম না করলে আমার সে স্বপ্ন পুরন হবে না ।
শুধু ভাগ্যের উপর ভরষা করেই আমার বসে থাকলে হবেনা, ভাগ্যের নিয়ন্ত্রন আমার হাতে কারন সিধান্ত নেওয়ার ক্ষমতা আমার-
আমি কোন দিকে যাবো ,কি করবো কি করবো না, তাঁর সিধান্ত শুধু আমিই নিতে পারি !
যারা ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে তারা ভীতু ।
জীবনটাকে আরামদায়ক ও রিলাক্স করতে হলে চাই শিক্ষা, টাকা আর সম্পদ ।
সেটা পরিশ্রম ছাড়া হবে না । পৃথিবীর সমস্ত বিলিনিয়র ,যেমন বিল গেটস,স্টিব জবস,টাটা গ্রুপ,আরো অনেকেই
আমাদের এ সময়ের আইকন । আর আমাদের প্রতিটি মানুষেরই সুন্দর কিছু স্বপ্ন থাকে ।
প্রিয় স্বপ্ন গুলোকে বাস্তবে রুপ দিতে হলে সেই সব পরিশ্রমী মানুষদের অনুসরণ করতে হবে ।
এদের আদর্শ ধারন করে তা থেকে থেকে শিক্ষা নিতে হবে! নিজেকে নিতে হবে সবার উপরে- !
এটাই স্বপ্নবান আর স্বপ্নবাজদের একমাত্র স্বপ্ন থাকে।
( অথচ আল্লাহ্ পাক বলেছেন ,দুনিয়াতে সম্পদ, নারী, সন্তান সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা ছাড়া আর কিছুই না)
কিন্তু আমরা প্রতি মুহূর্তে সেই স্বপ্ন বুনে বুনে, সেই স্বপ্ন সাফল্যবান মানুষদের গল্প শোনে শোনে জীবন পার করি,
সমাজে এমন অনেক স্বপ্নবান মানুষ রয়েছে ।
আর সেই স্বপ্নবান মানুষদের স্বপ্ন কে আরো স্বপ্নীল করে দেয় কিছু প্রফেশনাল ফেরিওয়ালা স্বপ্নবাজ সুকৌশলী বক্তা ।
কিন্তু তারপরেও আমরা স্বপ্ন পুরন করতে পারিনা কেন পারিনা জানেন -
পবিত্র কোরআনে আল্লাহ্ পাক বলেছেন-
আমি যা জানি তোমরা তা জাননা- আমি শ্রেষ্ট কৌশলী, আমি সব কিছুর নিয়ন্ত্রনকারী ।
আরো বলেছেন- আল্লাহ্ ইচ্ছা করলে রিযিক বৃদ্ধি করেন-ইচ্ছা করলে কমিয়ে দেন । একমাত্র আল্লাহই সব কিছুর মালিক ।
একটি ছোট্ট উদাহারন- আপনি সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরলেন গোসল করে ফ্রেস হয়ে
একটা জম্মেস ঘুম দিবেন- কিন্তু বাসায় ফিরে দেখলেন পানি নেই- বিদ্যুৎও নেই- আপনার কাছে আর কোন অপশনও নেই-
আপনি কি করবেন- বুঝুন তো আপনার ক্ষমতা কতটুকু !! কাল আপনি জীবনের খুব গুরুত্বপূর্ণ পরিক্ষা দিতে যাবেন,
কিন্তু প্রচন্ড ঝড়, কি করার আছে আপনার! হে বৎস আফসোস ছাড়া! ( এক মুহূর্তের জন্য বিষয় গুলো অনুধাবন করুন মন থেকে)
পবিত্র কোরআন শরিফে আল্লাহ্ বলেছেন-
একটি মাছি যদি তোমার সামনে থেকে খাবার ছিনিয়ে নেয় তবু তোমার কোন ক্ষমতা নেই সেই মাছি কে আটকানো
( ভেবে দেখুন কি ক্ষমতা আমাদের )
যে স্বপ্নবাজরা অন্য মানুষের সাফল্যের স্বপ্নের গল্প শোনায়- যারা মাইকে বড় অডিওনসে শ্রুতি মধুর বক্তব্যে পেশ করে সবার মন জয় করে - বাহবা পাই- তারা কি কখন নবী করিম (সঃ) এর গল্প শুনিয়েছেন,
তারা কি বলেছেন আমার প্রিয় নবী(সঃ) কত ক্ষমতার আর সম্পদের মালিক ছিলেন,
তারা কি ইউসুফ নবীর গল্প শুনিয়েছেন ,তারা কি ওসমান (রাঃ) গল্প শুনিয়েছেন,
তারা আলেকজেন্ডারের গল্প শুনিয়েছেন ।
না শুনাইনি কারন এতে তাদের নিজের স্বপ্ন বেচার ফেরিওয়ালার স্লোগান বেশী দূর এগোবেনা ।
ভাগ্যের সিধান্ত যদি নিজের হাতেই থাকে, তাহলে আমরা কেন ভাগ্য বদলাতে পারিনা,
আমরা কেন ধুঁকে ধুঁকে জীবন পার করি, স্বপ্নের পূরণের সিধান্ত যদি নিজেই নিতে পারতাম তবে কেন এতো কষ্ট করছি,
আমরা ভুলে যাই স্বপ্ন দেখা আমাদের কাজ , পূরনের মালিক আল্লাহর !
যদি স্বপ্ন নিজেই পুরন করা যেত তবে বাদশা সাদ্দাত কেন তাঁর গড়া জান্নাত দেখার শেষ ইচ্ছা পূরণ করতে পারেনি।
কেন একজন স্বপ্নবান মানুষ তার সব স্বপ্নের পুরু ক্যানভাস নিয়ে তরুনেই পৃথিবী থেকে হারিয়ে যায়।
স্বপ্নবাজ ফেরিওয়ালারা বলে, গরিব হয়ে জন্মানোটা অপরাধ না, গরিব হয়ে মরে যাওয়াটা অপরাধ । বাহ ! বাহ! কি ডায়ালগ !
আমরা আল্লাহর সিধান্তের উরধে যাওয়ার ক্ষমতা রাখিনা কেননা জন্ম,মৃত্যু, আর রিযিক আল্লাহ্ আমাদের নির্দিষ্ট করে দেন ।
সো আমরা স্বপ্নবানদের যত টুকু পাওয়া দরকার আল্লাহর কাছ থেকে ঠিক ততটুকুই পাবো-এর চেয়ে একটুও বেশী নয় !
" পবিত্র কোরআনে আল্লাহ্ পাক বলেছেন,নিশ্চয়ই আমি ওয়াদা ভংগ করিনা।
আরো বলেছেন- আমি বান্দাকে বিপদগ্রস্ত করিনা, বান্দা নিজেকে নিজেই বিপদগ্রস্ত করে "।
আর আমাদের জীবনে বিপদ তখনই আসে যখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে পারিনা,
যা পাই তাতে সন্তুষ্ট হতে পারিনা,কারন মানুষ জন্য অল্পে তুষ্ট থাকা খুব কঠিন,
কেননা নানান রকম স্বপ্নবাজ ফেরিওয়ালারা আমাদের চার পাশে স্বপ্ন বিক্রিতে প্রতিনিয়ত ব্যস্ত !
আর সেই স্বপ্নে সবাই হাবুডুবু খাচ্ছি !
সে স্বপ্নবাজদের ফেরিতে আজ আমরা পা রাখতে বড্ড তাড়াহুড়া করে যাচ্ছি !
আমরা বুঝতে পারিনি- এই স্বপ্নবাজ ফেরিওয়ালাদের কোন ক্ষমতা নেই স্বপ্ন দেখানোর বা স্বপ্ন পূরন করার ।
আমরা বুঝিনা স্বপ্ন কোন ১০/২০ টাকার আলু,পটল না,যে চাইলেই ফেরি করে বিক্রি করা যাবে!
স্বপ্ন একান্ত নিজের মনের সম্পদ। আর একারনেই আল্লাহ্ পাক আমাদের উপর চরম অসন্তুস্ট হন।
আর আল্লাহ্ অসন্তুষ্ট হলে তখনই আমাদের চারপাশে বিপদ এসে আঘাত করে ।
আমি কাউকে স্বপ্ন না দেখতে বলছিনা, কাউকে স্বপ্ন বুনতে না করছিনা !
কিন্তু সেই স্বপ্নের মাঝে আমার প্রিয় নবীজির জীবন আদর্শ রাখতে বলছি,
সেই স্বপ্নে আল্লাহর বিধান রাখতে বলছি , সেই স্বপ্নে আল-কোরআনের আলোর শিখা রাখতে বলছি,
যে স্বপ্নে ইসলামীক বরেণ্য ব্যাক্তিদের জীবন আদর্শ রাখতে বলছি। সে স্বপ্ন যেন নিজের বাস্তবতার ছোয়া থাকে,
সেই স্বপ্নে যেন ভারসাম্য থাকে ।
কেননা, স্টিব জবস, বিল গেটস,আলেকজান্ডার আর রতন টাটারা মরে যাওয়ার আগে বুঝতে পারেনি তারা জীবনে কি ভুল করেছেন !
কারন জীবিত যতক্ষন ছিলেন বা আছেন ততক্ষন তারা ক্ষমতা আর সম্পদের মোহেই সময় পার করে দেন,
কিভাবে সম্পদের ভান্ডার আরো মজবুত করা যায় সেই অংক কষেই সময় শেষ হয়ে যায়।
যদি বুঝতেন তবে তাদের যে সম্পদের পরিমাণ তা দিয়ে পৃথিবীর অর্ধেক গরিব মানুষের জীবন ধারনের ব্যবস্থা হয়ে যেত !
যদি তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতেন কৃতজ্ঞ থাকতেন তবে অবশ্যই আল্লাহর পথে জীবন গড়ে তুলতেন ।
আমরা যে সম্পদশালী ব্যাক্তিদের আইকন ভাবছি- আল্লাহ্ পাক সেই ব্যাক্তিদের কে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন,
আমাদের কে পরীক্ষা করছেন !
আমরা বুঝতে পারছিনা- আমাদের স্বপ্নটা কত বড় ভুল পথে এগিয়ে যাচ্ছে !
হয়তো বলবেন, তাদের জীবন কেন এতো রংগিন,কিভাবে তারা আজ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী মানুষ হলেন,
হুম তারা সেরা সম্পদশালী মানুষ হয়েছেন,সেটা কিছু মানুষের হিসেবে, কিন্তু আল্লাহর হিসেবে নয়।
কারন সেরা সম্পদশালী মানুষ হলেও সেরা আদর্শবান মানুষ হতে পারেনি।
তার কারন তাদের আদর্চ্যুত জীবন।
তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেনি।
আমরা কত বোকা- আমরা জানি এই পৃথিবীতে আসছি একা , যাবো একা-
কিন্তু নিজেকে অনেক সম্পদশালী, অনেক ক্ষমতাধর মানুষ বানাতে অস্থির হয়ে আছি।
অথচ আমার স্বপ্নের প্রসাধের কাজ শেষ না হতেই, আমার সন্তানের সাধের শিক্ষা সনদটা হাতে নেওয়ার আগেই
আমার মৃত্যু হয়ে গেল !
কি অদ্ভুত আমাদের স্বপ্নগুলো !
অনেকেই বলবেন- তাহলে মানুষ কি সারা জীবন গরিব থাকবে,
মানুষের কি স্বপ্ন থাকবেনা, হুম অবশ্যই থাকবে, তবে সেটা যেন হয় আল্লাহকে খুশী করে,আল্লাহ্র নিয়মের মধ্যে,
যেমন স্বপ্নটা হতে পারে আমার সুন্দর ইসলামিক একটি জীবন ও পরিবার হবে( সেটাও অনেক কালারফুল হতে পারে),
আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো, আমি কোরআন মুখস্ত করবো এবং জানবো । আমি জান্নাতের অধিকারী হবো ।
আমার জীবন ধারনের জন্য যত টুকু প্রয়োজন ততটুকু বৈধ সম্পদ দরকার । বৈধ ভাবে ব্যবসা করে যাবো,
আমি মানুষের সেবা করে যাবো, আমি মসজিদ, মাদ্রাসা কিংবা সেবা মূলক প্রতিষ্ঠান করবো ।
ইসলামীক জীবনও রংগিন হতে পারে যদি ইসলামীক রংগে রাংগাতে পারি,
যদি তাতে সত্যের ছোয়া থাকে,আল্লাহর রহমত থাকে।
কারন দুনিয়াবি জীবন আর কত দিন- কাল হাশরে-হিসাব দিতে হবে করাইগন্ডাই !
মুসলমান হিসেবে আমাদের দায়িত্বটাকে আমাদেরকেই বুঝে নিতে হবে !
আল্লাহ্ আমাদের সহজ সুন্দর রাস্তা দিয়েছেন- সুন্দর জীবন যাপনের জন্য সব ধরনের পথ দেখিয়ে দিয়েছেন !
আমাদের দায়িত্বটাকে পালন করা আমাদেরই কর্তব্য !তাই অন্যের বিলাসী জীবন দেখে আমাদের আফসোস করার কিছুই নেই !
নিজের কি আছে তা নিয়েই বাস্তব সম্মত স্বপ্ন বুনা আমাদের উচিৎ !
কেননা আল্লাহ্ আমাদের জন্য এই সুন্দর আর স্বপ্নময় পৃথিবী দিয়েছেন-
দিয়েছেন সুন্দর জীবন ব্যবস্থা- আর শয়তান সেই ব্যবস্থাকে বিঘ্ন করার প্রচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত ।
আমরা সবাই আমাদের প্রথম মানব মানবী আদম(আঃ) হাওয়া (আঃ) কাহিনী জানি !
ঠিক আজো কিছু স্বপ্নবাজ ফেরিওয়ালা আমাদের স্বপ্ন নিয়ে এভাবেই খেলায় ব্যস্ত!
তা থেকে আমরা সাবধান থাকি।
আর স্বপ্ন দেখি আল্লাহর পথে।
আল্লাহ কে খুশী করার জন্য।
যদি নিজেকে সঠিক পথে রেখে ,সৎ রেখে সুন্দর বাস্তবময় স্বপ্ন দেখে ,
আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়তে পারি ।
তবেই দেখবেন আল্লাহর দয়ায়, রহমত ও বরকতে
আমাদের স্বপ্নের জান্নাতের দরজায় অবলীলায় প্রবেশ করতে পারবো ! ইনশা আল্লাহ্ ।
কারন আল্লাহ্ সবচেয়ে সেরা দয়াময়,সেরা ক্ষমতাবান, আল্লাহ্ সেরা কৌশলী।
আল্লাহ্ সবাইকে সেই তাওফিক ও বরকত দান করুন ।
আল্লাহ্ সবাইকে সু পথ প্রাপ্ত করুন - আমিন
** আর বি এম টুটুল **
©somewhere in net ltd.