নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা,সহজ সত্য আমার মতামত । প্রচার করুন যদি একটি মাত্র আয়াতও হয়....লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । ৫ ওয়াক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দেয় ইসলামিক বিধান মেনে একটি সুন্দর জীবন চায়।আল্লাহ্‌ আপনি সব কিছুর মালিক ।

আর বি এম টুটুল

সহজ মানুষ,সহজ মন,সহজ কথা

আর বি এম টুটুল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা একান্তই নিজের, ভালবাসা এ পৃথিবীর জিনিস ! তাই মন খুলে ভালবাসুন আপনজনদের ♥

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩

মৃত্যুপথ যাত্রী ব্যাক্তিটি তাঁর শেষ অপূরণীয় যে বিষয়টি প্রকাশ করে তা হল ,
শেষ বারের মত যদি তাঁর কাছের মানুষদের আরো একটু ভালবেসে যেতে পারতো !

এক গভেষনায় দেখা গেছে-
মৃত্যু পথ্যযাত্রী ব্যাক্তি কিসের জন্য বেশী আফসোস করেন,
পৃথিবীটা কিসের জন্য তার কাছে সবচেয়ে অপূরণীয় মনে হয়।
জবাবে,বলেছেন, কাছের মানুষদের ঠিকমত ভালবাসতে না পারা।
কি আশ্চর্য! এক জন মৃত্যু পথ যাত্রী যে তার মৃত্যুর কথা না ভেবে,
মৃত্যুর আগেও ভেবে চলেছেন কিভাবে কাছের মানুষদের আরো ভালবাসা যায়। অথচ আমরা আজ কি করছি !
একে অপরের কাছ থেকে কত দূরে চলে যাচ্ছি !
অবহেলায় কিংবা ব্যস্ততায় , কারনে কিংবা অকারনে এতো মধুর সম্পর্ক গুলোকে হারিয়ে ফেলেছি অবলীলায় ।

আপনজন ====
এই শব্দটা অনেক দামী একটা শব্দ।
পৃথিবীর আয়তন কত? সত্যি বলতে আমাদের কাছে পৃথিবীটা ততটুকুই বড় যতটুকুতে
ছড়িয়ে আছে আমার আপনজনেরা।
আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে দেশ কয়টা আমি বলব
আমার বাবা ,আমার মা ,আমার ভাই ,আমার ভালোবাসার মানুষ ,
আমার বন্ধু। আমার কাছে দেশ এ কয়টাই।
আমাদের পৃথিবীর আয়তন ততটুকু আমাদের আপনজন আছে যতজন। এরাই আমাদের পৃথিবী।
এ কারণে মরার আগে আপনজনদের যা ভালোবাসার বেসে নেন।
আপনার আজকে বাবাকে বলতে ইচ্ছে করছে মিস ইউ বাবা তখনি বলে দেন।
মা কে বলতে ইচ্ছে করছে ভালোবাসি মা তখনি বলে দেন।
ভালোবাসার মানুষটাকে নিয়ে খালি পায়ে সমুদ্র সৈকতে হাটতে ইচ্ছে করছে। হেটে নেন।
কালকের জন্য ফেলে রাখবেন না
এই আধুনিক যুগে আমরা কাজটাকে আগে রাখি ,ভালবাসাকে পরে রাখি।
সেটা বাবার জন্য হোক ,মায়ের জন্য হোক কিংবা প্রেমিক ,প্রেমিকার জন্য। আজ ব্যাস্ত কাল ভালোবাসব।
আর যদি মাঝরাতেই মারা যান?
এই আফসোস নিয়ে মরবেন ,আহারে ওদেরকে কত ভালোবাসার ছিল ভালোবাসা হলনা।

আজকে আপনি মারা গেলে এইটা ফ্যাক্ট হবেনা যে আপনি আর বিরিয়ানি খাইতে পারবেন না ,
গাড়ি চালাইতে পারবেন না ,টাকা উড়াইতে পারবেন না,আড্ডা দিতে পারবেন না,
অফিসের কাজ শেষ করতে পারলেন না ।।
আপনি আজ মারা গেলে ফ্যাক্ট হবে এইটা ,
আপনি আর আপনজনদের সাথে সময় কাটাতে পারবেন না।
এক টেবিলে বসে রাতের খাবার খেতে পারবেন না।
আপনার ছোট্ট মা মনিকে বুকে নিয়ে ঘুম পাড়ানির গল্প শোনাতে পারবেন না !
ভালোবাসা এ পৃথিবীর জিনিস। ভালবাসা একান্ত নিজের জিনিস !
মরে গেলে ভালোবাসতে পারবেন না। পাবেন না ভালবাসার সেই মধুর স্বাদ নিতে !
তাই বেঁচে থাকতেই যা ভালোবাসার বেসে নেন।
পৃথিবীর অনেক মানুষ আজ স্বার্থময় ভালবাসা নিয়ে ব্যস্ত !
তারা না হয় থাকুক তাদের মতই !
আপনি আজ থেকে হয়ে যান একটু ব্যতিক্রম ! তাতে ক্ষতি হবেনা !
ঘড়ির কাটাটাকে থামিয়ে রেখে আপনজনদের নিজের পৃথিবী বানান। দেখবেন পৃথিবীটা আসলেই সুন্দর ।

একটি কথা দৃঢ় সত্য -
থাকতে জিনিসের মর্ম বুঝেনা যে জন
হারিয়ে খুজে যে বোকা সেই জন ।

তাই যতই বিপদ আসুক- যতই মান অভিমান থাকুক !
নিজের সর্বশেষ ভালবাসা টুকু দিয়ে ভালবেসে যান আপনজনকে !

কাছের প্রতিটি মানুষকে ভালবাসুন মন প্রান খুলে উজাড় করে !
কারন সুখ এটাই ! অন্য কিছুতে নয় !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০

মানুষ বলেছেন: হুমমম

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদম সত্যি কথা। ভালো লাগলো আপনার প্রতিটি স্তবক।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪

আর বি এম টুটুল বলেছেন: ধন্যবাদ- দোয়া করবেন ভাই আমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.