![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটি ডুয়েল কোর পিসি আছে। মাদার বোর্ড জেটওয়ে আই ৪১এম । মাদারবোর্ডটি সেকেন্ড হ্যান্ড হিসেবে কেনা হয়েছে। বেশ কয়েক মাস ভালই চলার পর ইদানিং পিসি স্টার্ট দেয়ার পর থেকে ১ঘন্টা বা আধা ঘন্টা চালালে কিছুক্ষন পর পিসি হ্যাং হয়ে যায়। একদম ফ্রিজ হয়ে যায়। কিবোর্ড মাউস কোন কিছুই কাজ করে না। শুধু কুলিং ফ্যানটা ঘুরতে থাকে। সাট ডাউন দেয়ারও কোন উপায় থাকেনা। বাধ্য হয়ে পাওয়ার সুইস চেপে ধরে বন্ধ করতে হয়। তাই এক্সপার্ট ভাইদের কাছে সাহায্য চাইছি। সারা দিলে উপকৃত হব।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এম ই জাভেদ বলেছেন: আমার ল্যাপটপ শাট ডাউন করে যদি মনিটর ভাঁজ করে ফেলি, তাহলে পুনরায় উহা অন করলে স্ক্রিন তিন ভাগ হয়ে যায়। এ থেকে উত্তরণের উপায় কি?
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মন মরা বলেছেন: পিসি টা খুলে র্যাম টা খুলুন আর পরিস্কার করে লাগান।