নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কি সংবিধান নাকি পাঠশালা???

০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:২৯

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

এটা কোনো দিকনির্দেশনা বা জ্ঞাণ দান করা নয়। কেবলই নিজস্ব মতামত।

আমার মনে হয় না ব্লগ কোনো পাঠশালা বা জ্ঞাণ দানের জায়গা। এটা নিছক একটা খেলার জায়গা বলেই আমার মনে হয় যেখানে শব্দ দিয়ে মনের ভাব প্রকাশের খেলা চলে। আর মন এবং মননের দিক থেকে নিশ্চই সবাই এক হবে না। কেননা, আমরা সবাই ভিন্ন। সবার মত এবং পথ ভিন্ন হবে এটাই স্বাভাবিক। তাই সবার নিকট হতে একই ধারার মতামত আশা করা বাতুলতা ভিন্ন অন্যকিছু হতে পারেনা।

এই ব্লগে অনেক প্রবাসী আছেন যারা সারাবেলার ক্লান্তি নাশ করতে একমুহুর্তের জন্যে ব্লগে আসেন দেশের ছোঁয়া পেতে। জানতে চান দেশের অবস্থা এবং মানুষের ভাবনা। বুঝতে চান মানুষের মনের অবস্থা। চান এমন কিছু পড়তে যা মনকে পরিতৃপ্ত করে। যা মনকে আনন্দিত করে। নিশ্চই কেউ ব্লগ হতে এই জ্ঞাণ নিতে আসেন না যে তিনি কি ভাববেন, কি করবেন, কি পড়বেন, কি খাবেন ইত্যাদি ইত্যাদি। আর দেশ বা বিশ্বের খবরা-খবর? তাতো মোটেই না। কারণ সেজন্য অসংখ্য নিউজ পোর্টাল আছে। শুনতে খারাপ লাগলেও আমার মনে হয় ব্লগে খবর বা রাজনীতির চর্বিত-চর্বন নিয়ে তারাই বেশি লিখেন যারা নিজে থেকে তেমন কিছু লিখতে জানেন না। মুখস্ত বিদ্যা যেমন করে নকলেরই আরেকটা রূপ, তেমনি চর্বিত রাজনীতি চর্বন কপি-পেস্টেরই একটা ভিন্নরূপ বটে।

আর দেশের ব্যস্ত নাগরিকগণও দিন শেষে একটু স্বস্তির নিঃশ্বাসগুলো ফেলতে আর না বলা কথাগুলো বলতেই ব্লগে আসেন। তারাও চান নিজের ভাবনাগুলোকে অন্যের সঙ্গে মিলিয়ে এই দেখতে যে আমার মতো করে কয়জন জীবন-যাপন করছেন। এরমানে এটা নয় যে কেউ চাইছেন নিজের জীবনধারা অন্যকে শিক্ষা দিতে। জানতে চান প্রবাসীগণ কেমন জীবন-যাপন করছেন। দেশে ছেড়ে থাকার অনুভূতিগুলোর ভাগ নিতে চান। তার মানে এটা নয় যে বিদেশী জীবনধারা শিখতে চান। মোটকথা, ব্লগে লিখার উদ্দেশ্য এমন যে, সারাবেলার ক্লান্তিতে যখন নিজেকে বড্ড দুর্বল আর একা মনে হয় তখন কেউ একজন অন্তত এমন একটা মন্তব্য দিক যার অর্থ বুঝায় যে, “পাশে আছি।” এর বেশি কিছু মনে হয় না কারো আশা থাকে। যেখানে এতো-এতো শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সমাজে পরিবর্তন আসে না তখন সামান্য ব্লগে লিখে সমাজ পরিবর্তন করার চিন্তাকে কোনো ধারার চিন্তাধারার মাঝে ঠাঁই দেওয়া যায় বলেই মনে হয় না। এটা স্রেফ পাগলামি।

তাই আসুন ব্লগকে পাঠ্যপুস্তক না বানাই। ছোটবেলা হতে জ্ঞাণ নেওয়া পাঠ্যপুস্তকের গন্ডি হতে বেরিয়ে আসি। সবার ভাবনা আর মতকে সমান সম্মান এবং শ্রদ্ধা করি। সব জায়গাতে জ্ঞাণ ফলিয়ে জ্ঞাণপাপী না হই। দিন শেষে ব্লগ কোনো সংবিধান নয় যে এখানে সবার একইভাবে ভাব প্রকাশ করতে হবে। বরং এটি নানান মতের বর্ণালি মিশ্রণ হবে সেটাই স্বাভাবিক। কারণ প্রায় সবার কাছেই ব্লগ খেরো খাতা যেখানে মনের মাধুরী মিশিয়ে অনুভূতিগুলোকে প্রকাশ করা যায়। দেখা যায় সেই অনুভূতি কতোটা অন্যকে ভেজায়। তারমানে এই নয় যে, কিভাবে বা কোন শব্দে নিজের অনুভূতি প্রকাশ করবে তার শিক্ষা নিতে কেউ ব্লগে আসে।

ব্লগে দিকনির্দেশনামূলক মন্তব্য করা হিউমার নয়, কমসেন্সের(নট কমনসেন্স) বিষয়। বর্তমান চলমান বিষয়ে অনেক লিখায় খুবই বিরক্তিকর কিছু মন্তব্য দেখে এই কথাগুলো লিখতে বাধ্য হলাম বলে দুঃখিত। এখানে কেউ কারো শিক্ষার্থী নয়। কেউ ওয়ান-টু এর বাচ্চা নয় যে তাকে শেখাতে কিংবা শিক্ষা দিতে হবে। ব্লগে সবাই নিজস্ব মতামতই তুলে ধরে। আর সকল মতামতকে সমান সম্মান করা ব্লগের একটি অপরিহার্য নিয়ম। তাই কারো মতামত নিজের মতো না হলেই তাকে দিকনির্দেশনা দেওয়া কিংবা হিউমার প্রকাশের চেষ্টা করা শুধু সীমিত আকারের পাগলামি নয়, বৃহৎ আকারের ছাগলামি বটে। তাই যারা ছাগুমুক্ত ব্লগ চান বলে চিল্লাচিল্লি করেন, তারা আশা করি নিজেরা ছাগলামির ভেতর দিয়ে এটা বুঝাবেন না যে ছাগুর স্থান পূরণে আপনার প্রস্তুতি কতটুকু।

আবারো বলি, ব্লগ কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংবিধান না। সবাই এক রকম ভাববে বা ভাবতে হবে এমন চিন্তা যারা মনে ধারণ করেন তাদের ব্লগিং-এ ইস্তফা দেওয়াই উত্তম। তা হোক বয়সের কারণে, অথবা মানসিক কারণে, অথবা অন্যকিছু।

মন্তব্য ২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথাগুলো সইত্য। নিজের জ্ঞানের ঠেলায় বাঁচি না। মাইনষের জ্ঞান নিমু কোনসময় কনছেন দেহি

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১২:০৫

জটিল ভাই বলেছেন:
মাইনষে যদি এইডা বুঝতো.........
মন্তব্যে জটিলবাদ আভী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.