নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

পার্ভাট মন

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৭

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে স্ক্রিনসট)

কি যে করি হায়,
অবেলায় মন যে হারায়।
ঘরে আছে স্বাস্থ্যবতী বউ,
সন্তান আছে, আছে আরও কেউ।
তারপর আজও মন উদাসী,
ললনা দেখিলে মনে বাজে বাঁশি।

তাইতো আজ হইয়া কবি,
সাইটে সাইটে খুঁজি স্বপ্ন প্রেমিকার ছবি।
মনে যাহা আসে, তাতে জুড়ি প্রেম,
তা নিয়াই লিখি, নাই যে কোনো শেম!
শিরি খুঁজে ফিরি হইয়া ফরহাদ,
চরিত্র যে মোর হইয়াছে বরবাদ।

ঘরের বউ আজ লাগেনা ভালো,
পরনারী যেনো নিয়নের আলো।
তাই পথে ঘাটে দেখিলে ললনা,
পাগল হইয়া করি প্রেম কামনা।
ভাবী কিবা বোন, কিবা ভাগনি,
সবাই যে আজ মোর প্রেমের কামিনী!

প্রেমের দাউ দাউ শিখা জ্বলছে বুকে,
সেই দহনে আজ মরছি ধুকে ধুকে।
হারাইয়াছি জ্ঞাণ, মস্তিষ্ক বিকৃত,
যদিও এসব আজ ভীষণ স্বীকৃত।
লোকে বলে এসব বয়সের ভীমরতি,
বাট আমিতো জানি ইহা কিযে দুর্নীতি।

আমার মতো এমন বুইড়া খাটাস,
কব্বরে গিয়া ভাবি বয়স আটাশ!
নয় আজ নিরাপদ মা কিবা বোন,
চারপাশে শুধু আমাদের স্পন্দন।
তাইতো নারী আজ বড্ড ভয়ে,
আমাদের কারণে রয় জিম্মি হয়ে।

পত্রিকা খুলে দেখি ধর্ষনের খবর,
কবে এই ধর্ষকদের হইবে কবর?
ভাবি আর তাই নিয়া করি সমাবেশ,
সমাবেশে নারী দেখে, বলি “মালটা বেশ!”
এসব করে ফিরে আসি বাড়িতে,
এসে খুঁজি কাজের মেয়ে কই এই রাতে?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৬

সামিয়া বলেছেন: ইস ! কি করি! না পড়েই প্রথম লাইক দিয়েছি তারপর দেখছি স্যাটায়ার , ছবি সহ স্যাটায়ার না করাই উত্তম।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৮

জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ ভুল ধরিয়ে দেবার জন্যে।♥♥♥
এডিট করছি। এবার ঠিক আছে?

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৯

সামিয়া বলেছেন: হ্যাঁ ঠিক আছে :)

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২১

জটিল ভাই বলেছেন:
আপনার এ্যাটেম্পটা ভীষণ ভালো লাগলো ♥♥♥
আন্তরিক জটিলবাদ :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৫

সামিয়া বলেছেন: তো কি করবো, লাইক করার পর কি যে লজ্জায় পড়ে গিয়েছিলাম আন লাইকের বাটন খুজতেছিলাম, যাই হোক এডিট করে রক্ষা করলেন। ভাল থাকেন। ভাল ভাল পোস্ট কইরেন, তবে আমি আর না পড়ে আপনার পোস্টে লাইক দিচ্ছি না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৯

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা...... না পড়ে লাইক আমাদের কারো দেওয়া উচিৎ না। কিন্তু পোস্টেতো নেগেটিভ কিছু ছিলোনা। আপনার হয়তো কোথাও বুঝতে সমস্যা হয়েছে :(

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

জনারণ্যে একজন বলেছেন: মিড লাইফ ক্রাইসিস।

এই মানসিক রোগে আক্রান্ত এখানেও আছেন দু'একজন।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪২

জটিল ভাই বলেছেন:
এ থেকে মুক্তির পথ খোঁজা দরকার.......
পথ কি?

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

জনারণ্যে একজন বলেছেন: এই প্রশ্নের সরাসরি উত্তর দেয়া যাবে না।

মাগার শুনেছি, চিকন বেত থেরাপি নাকি কাজ করে অনেক সময়।

এনিওয়েজ, শোনা কথায় কান দিতে নেই।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

জটিল ভাই বলেছেন:
তবে কোন কথায় কান দেবো?
দেওয়ালেরওতো কান আছে!

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬

আমি সাজিদ বলেছেন: ওরা ইন্টারনেট সামলাতে পারে না। তাই অপকর্ম করে ফেলে। আমাদের দেশের ওই বয়সীদের স্মার্টফোন বা টিভি দেখতে দেওয়া উচিত না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০

জটিল ভাই বলেছেন:
যথার্থ বলেছেন প্রিয় ভাই। বাচ্চা বা বুড়ো, উভয়ের হাত হতেই স্মার্ট ডিভাইস দূরে রাখা উচিৎ :)
জটিলবাদ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৬

আমি সাজিদ বলেছেন: একজন বুড়োর ( আমি শুধু একজনকেই ইঙ্গিত করছি, অন্য সিনিয়রদের কাছে ক্ষমাপ্রার্থী) কাছে স্মার্ট ডিভাইস আর অফুরন্ত সময় আছে। উনি ব্লগে গার্বেজ লিখেন বা যাই লিখেন, মডুর কাছে ব্যান না খাওয়ার জন্য কান্নাকাটি করছেন। =p~

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... আপনিতো দেখছি ভাই সংঙ্গাসহ উদাহরণ দিয়ে দিলেন =p~
সাব্বাস :)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৭

কালো যাদুকর বলেছেন: আপনার কবিতা খানি ভাল একটি wrap হয়ে গেছে। এবং আপনার কবিতার বক্তব্য কিন্তু মারাত্বক ধারালো।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৩

জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ প্রিয় ভাই।
আপনার কম্লিমেন্ট পেয়ে ধন্য হলাম ♥♥♥

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৭

আজব লিংকন বলেছেন: একজন লুচ্ছার চরিত্র দারুণ ভাবে ব্যক্ত করছেন।
সেম সেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.