নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

যোগ্য কে???

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪১

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)



(সকল ছবিই নেট হতে)

পরিবার, প্রতিষ্ঠান, সমাজ, মহল্লা হতে থানা, জেলা, দেশ বা বিশ্বের এমন কাউকে দেখাতে পারবেন যিনি সবার কাছেই সমানভাবে মূল্যায়িত? নিশ্চিত পারবেন না। কারণ, আল্লাহ্'র নবীগণও সবার থেকে সমান মূল্যায়ণ পান নাই। সেখানে কিভাবে আশা করা যায় যেকোনো নেতৃস্থানীয় একজন সবার প্রত্যাশার পাত্র হতে পারবেন?

কথাগুলি এজন্যে বলছি যে, ইদানিং উপদেষ্টা নিয়ে বড্ড লেজে-গোবরে অবস্থা দেখছি। কোনো উপদেষ্টাকেই সবার শতভাগ পছন্দ হচ্ছে বলে মনে হচ্ছে না। বাস্তব হচ্ছে প্রধান উপদেষ্টাও সবার পছন্দের না। বিকল্প না পেয়ে সবাই মেনে নিয়েছেন। তেমনি বিকল্প পেলে তাড়িয়ে দিতেও দেরি করবেন না। কিন্তু এভাবে শুধু বিকল্প অন্বেষণ করলে ঘন্টা বেজে যাবে আর উত্তরপত্র ফাঁকাই থেকে যাবে। যদিও এখন ফেইল করলে আন্দলোন করা যায় পাশের জন্যে।

আর এদিকেতো আরেক বিপত্তি হয়ে রয়েছে স্ক্রিনসট। নতুন কারো নাম আসলেই তার পুরাতন স্ক্রিনসট ঘাটাঘাটি করা শুরু হয়ে যায়। আর সেই স্ক্রিনসট বিচারে কেউই আর শতভাগ যোগ্যতা অর্জন করতে পারেনা। তখনই বুঝতে পারি কেনো একাত্তোরের ডিসেম্বরে স্বাধীনতা লাভ করেই একটা জাতি আবার বায়াত্তোরে জিঞ্জীরাবদ্ধ হয়ে যায়। বন্যেরা যেমনি বনে সুন্দর, এমন জাতি তেমনি জিঞ্জীরে!

এই এক জাতি যে জাতির লোকজন নিজে ছাড়া আর কাউরে মূল্য দিতে জানেনা। নিজের গুণ ছাড়া আর কারো গুণ চোখে পরেনা। আর তাইতো একতার স্বার্থে যুক্ত হওয়া, আর স্বার্থ ফুড়ালে বিযুক্ত হওয়াতে এই জাতির জুরি মেলা ভার। স্বৈরাচারের বিরোধীতাতে এই জাতি সর্বদা অনড় থাকতে থাকতে নিজেই যে স্বৈরাচার হয়ে গেছে তা কি এই জাতি বুঝে?

জাতিতো বহু বড় বিষয়। এই ব্লগের বিষয়েই তাকাই। নিশ্চই মডুকে সবাই শতভাগ ভালো পায় বুকে হাত রেখে বলতে পারবে না। এখন যদি বলা হয় কে মডু হলে ভালো হবে, তখন নিশ্চিত একেকজন একেকটা অপসন দাঁড় করবেন। সবার অপসনের পেছনেই অকাট্য যুক্তি থাকবে নিশ্চিত। কিন্তু আক্ষেপ, কখনও সবাই এক অপসনে মিলিত হতে পারবে না। কারণ একজনের অপসন অন্যের কাছে দূষণ হবে। একজন কাউকে মডু মনোনীত করলে আরেকজনের কাছে সে হয়তো ব্লগারই হবেনা। এই সামান্য ব্লগে যদি এই চলে, তবে সারাদেশ বা বিশ্বে কি না চলতে পারে?

তাই আমাকে এমন একজন দেখান যাকে সবাই বিনাবাক্য মেনে নেবে। আর না হয় এই কি উত্তম নয় যে, “কে কি বা কেমন এর চাইতে গুরুত্বপূর্ণ জাতির জন্য সে কি করতে পারে?”

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫১

সৈয়দ কুতুব বলেছেন: অদ্ভুত উটের পিছে চলছে স্বদেশ!

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

জটিল ভাই বলেছেন:
এ থেকে কি কোনো মুক্তি আছে??? :(

২| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: ঠিক যেন যার নয়নে যারে লাগে ভালো....... তাই না????



আবার যারে দেখতে নারি তার চলন বাঁকা!!!!!!!!!!!!! :)

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

জটিল ভাই বলেছেন:
একদম। তবে এ জাতির দম আছে। উপদেশ পালনে কার্পণ্য থাকলেও, প্রদানে কোনোরূপ কার্পণ্য নেই!!!

৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

কাঁউটাল বলেছেন: ইউনুস সরকার কমপ্রোমাইজড হয়ে গেছে।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

জটিল ভাই বলেছেন:
কোন সরকার কম্প্রোমাইজড হয় নাই?

৪| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২১

সৈয়দ কুতুব বলেছেন: মুক্তি আছে! সাধারণ মানুষের থেকে দল গঠন করতে হবে। কেজরিওয়ালের মতো।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৬

জটিল ভাই বলেছেন:
এদেশে কি সাধারণ মানুষ আছে?
সব মানুষইতো অসাধারণ!!!

৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: তিনটা হাড়ির একটা ভাংফা, একটা ফাটা, আর একটা ফুটা- কোনটা ভালো?

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৩

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা....... এমন হলেওতো ভালো ছিলো প্রিয় ভাই। কিন্তু আমাদের যে, পিংক কালারের মাঝে হালকা কলাপাতা রঙের সাথে ইট ভেজালে যেমন একটা কালার আসে সেই কালারের হাঁড়ি চাই!!! :D

৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:২৬

নান্দাইলের ইউনুছ বলেছেন:




উপদেশ
দাতারা
কাহাদেরকে
উপদেশ
দেন?

এই
দেশের
সবাই
কেবল
উপদেশ
দেয়।
কেউ
উপদেশ
নেয়
না।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

জটিল ভাই বলেছেন:
তাই নাকি?

৭| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫১

নান্দাইলের ইউনুছ বলেছেন:

কাঙালী জাতি হিরু আলমকে প্রধান উপদেশ দাতা হিসাবে দেখতে চায়।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

জটিল ভাই বলেছেন:
আপনার বুঝি ডায়রিয়া করেছে?

৮| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০১

প্রামানিক বলেছেন: হিরো আলমের সাহস আছে

১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

জটিল ভাই বলেছেন:
কথা সত্য। যে যাই বলুক, এর যে দম, তাতে এর থেকে শেখার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.