নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

আলোচনার বাহিরের খবর

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

রসুল ( স: )-কে অবমাননা করে পোস্ট যেমন ব্লগে আসে, তেমনি ঊনাকে সম্মান করা পোস্টগুলোও আসা উচিৎ। কিন্তু এক্ষেত্রে আমাদের বড্ড কার্পণ্যতা। সম্প্রতি তেমনি একটি খবর হিন্দুস্থান টাইমস্-এ এসেছে যা নিয়ে মনে হয় আলোচনা হওয়া দরকার। আলোচনার স্বার্থে পুরো খবর নিম্নে যুক্ত করছি। এই বিষয়ে আপনাদের মতামত কি?

=স্বরা ভাস্কর বরাবরই বিজেপি বিরোধী। মাঝে মধ্যেই তাঁকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে দেখা যায়। এদিন ফাহাদ আহমেদের হয়ে প্রচারে বেরিয়ে আবারও তিনি সুর চড়ালেন মোদীর সরকার এবং দলের বিরুদ্ধে। একই সঙ্গে সম্প্রতি হিজাব পরে মৌলানার সঙ্গে দেখা করা নিয়ে যে বিতর্ক ছড়িয়েছে সেটারও জবাব দেন।

এতদিন সকলেই জানতেন স্বরা একেবারেই গোড়া নন। বরং পুরুষতান্ত্রিকতা, ধার্মিক বিষয়কে কটাক্ষ করেছেন। সেখানে তাঁর এই রূপ দেখে অনেকেই অবাক হয়েছেন। ফলে কটাক্ষের শিকার হতেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, 'এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চায় যে কোন ধর্ম বা জাতের আপনি সেটা কখনই বাধা হয়ে দাঁড়াতে পারে না নবী মহম্মদকে সম্মান জানানোর জন্য।'


স্বরা এদিন একই সঙ্গে বিজেপিকেও একহাত নেন। বলেন, 'যাঁরা বারবার আমার এবং আমার স্বামীর বিশ্বাস, ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের জিজ্ঞেস করতে চাই আপনাদের সেই বিশ্বাস, ধর্ম কোথায় ছিল যখন অনিল রাঠোর নীতেশ রানের জন্য এখানে একটা মিটিংয়ের আয়োজন করে আর আপনাদের নবীকে অসম্মান করেছিল। আপনাদের বিশ্বাস তখন কোথায় ছিল যখন বিলকিস বানোর ধর্ষণকারীদের বিজেপি নেতারা মালা পরিয়ে বরণ করেছিল?’=

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: উত্তম বিচার করেছেন স্বরা! আপনাকে ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৯

জটিল ভাই বলেছেন:
আপনাকেও মতামতের জন্য আন্তরিক জটিলবাদ :)

২| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৭

জ্যাকেল বলেছেন: বিজেপির জন্য এ এক মহা দুঃচিন্তা। হিন্দু মেয়েরা মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি করে ফেলতেছে।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩০

জটিল ভাই বলেছেন:
ভেতরে কি চলছে, আল্লাহ্ জানেন। মন্তব্যের জন্যে জটিলবাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১০

সৈয়দ কুতুব বলেছেন: জ্যাকেল সাহেব, কারণ হচ্ছে পণপ্রথা! মুসলিম ছেলেরা বিনা পণে বিয়ে করছে। মেয়ের বাবারা আর্থিক সমস্যা ফেইস করছে না।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩১

জটিল ভাই বলেছেন:
আবারও জটিলবাদ জানাই :)

৪| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি মনে হচ্ছে স্পষ্টভাষী এবং সাহসী। তবে সঠিক পথের কাছে এসেও সঠিক পথ চিনতে ভুল করছেন। স্রষ্টার বিধান একটাই।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৯

জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ আমাদের সহায় হোন। মতামতের জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় ভাই :)

৫| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৩

মেঘনা বলেছেন: নাম ফাটানোর চেষ্টা।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

জটিল ভাই বলেছেন:
মতামতের জন্য ধন্যবাদ। ব্লগেও অনেকেই এমন করছে।

৬| ২২ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২২

অগ্নিবেশ বলেছেন: বাংলায় কোরান হাদিস পড়ার আগ পর্যন্ত মহম্মদকে শ্রদ্ধা করতাম, এগুলো বুঝে পড়ার পর শ্রদ্ধা হারিয়ে গেল। একজন ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে কেমনে শিশু বিবাহ, বহু বিবাহ, বিবাহ না করেই যুদ্ধবন্দী নারীদের সাথে সহবত, দাসী সহবত, অতর্কিত হামলা করে হত্যা, সমালোচনা করে কবিতা লেখার জন্য গুপ্তহত্যা হালাল করে দেয়? এই তালিকা অনেক লম্বা। কোরান হাদিসের যদি আপডেট করে এগুলো যদি গোপন করা না হয়, কয়েকশত বছর পর ইসলামের কোনো গ্রহন যোগ্যতা থাকবে না। যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি কোরান হাদিস সিরাত থেকে এখানে কপি পেস্ট করে দেবো।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪০

জটিল ভাই বলেছেন:
আমি এখানে প্রকাশিত খবর সম্পর্কে মতামত চেয়েছি, ইসলাম সম্পর্কে না। চুলকানি থাকলে অন্য কোথাও গিয়ে চুলকান। :# :# নির্বোধের মন্তব্য কাম্য নয়। :# মন্তব্য সড়ালাম না কর্তৃপক্ষ এবং সহব্লগারগণের দৃষ্টিআকর্ষণে।

৭| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২১

জুল ভার্ন বলেছেন: শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য যেমন কোনো সীমাবদ্ধতা থাকা উচিৎ না, তেমনি মহা নবী সঃ মানবশ্রেষ্ঠ, তাকেও যে কেউ সম্মান করতে পারেন, তবে কাউকে অসম্মান করার অধিকার কারোর নাই।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪২

জটিল ভাই বলেছেন:
মতামতের জন্যে আন্তরিক জটিলবাদ রইলো। ৬নং মন্তব্যের সম্পর্কে মতামত চাচ্ছি। জটিলবাদ।

৮| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৩

অগ্নিবেশ বলেছেন: চাইলে ব্লক মেরে দেন, অনেকেই মারছে। ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭

জটিল ভাই বলেছেন:
চিন্তা করবেন না। আমি ভালো ব্লক মারতে পারি।

৯| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭

অগ্নিবেশ বলেছেন: আমাকে ব্লক দেওয়ার সাথে সাথে, নিজের চিন্তা ভাবনাকেও ব্লক করে দেন। সত্য জানার চেষ্টা করবেন না, সত্য আপনারা সহ্য করতে পারবেন না। যদি সত্য জানার চেষ্টা করতেন তাহলে কোরান হাদিস দিয়ে আমাকে মিথ্যা প্রতিপন্ন করে দিতেন। ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭

জটিল ভাই বলেছেন:
সুন্দর বলেছেন। অবশ্যই সেটা করতাম যদি প্রাসঙ্গিক হতো। কিন্তু পোস্টের সঙ্গে মন্তব্যের কোনো প্রাসঙ্গিকতা পাইনি। ধান বানতে শিবের গীত গাওয়ার অভ্যেস সবার না। এই সামান্য কমনসেন্স যদি কারো না থাকে তখন কি আপনি তাকে যুক্তিতর্ক বুঝাতে যাবেন? ভালো থাকুন।

১০| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬

অগ্নিবেশ বলেছেন: পোস্ট দিয়েছেন ইসলামী পোস্ট, তারপর মুশ্রিকদের কাছ থেকে আপনি নবীর চরিত্রের সার্টিফিকেট নিচ্ছেন, তাই কিছু কথা না বলে পারলাম না। এদিকে আপনি নবীর উপর আরোপিত অভিযোগ খন্ডন করবেন, মুমিনের এর চেয়ে জরুরী কাজ আর কিছু থাকতে পারে? যাই হোক আপনি এখনো নাকে দড়ি বাঁধা উটের মত মুমিন হতে পারেন নি, ইসলামের গভীরে যাওয়ার আগ্রহ আপনার কম,
তবে মানুষ হিসাবে মনে হচ্ছে আপনি খুব ভদ্র, গালি গালাজ দিচ্ছেন না, তাই আপনার সম্মানার্থে আমি অফ গেলাম। ধন্যবাদ।

১১| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬

জাদিদ বলেছেন: @অগ্নিবেশঃ হা হা হা। আপনার মন্তব্যটি পড়ে বেশ হাসি পেলো। আমি আগে ভাবতাম আপনি বুঝি মোটামুটি পড়াশোনা জানা লোক। আপনি নবী মোহাম্মদ সাঃ সম্পর্কে যে সকল অভিযোগ করেছেন, এই গুলো খুবই প্রাইমারী লেভেলের বা সদ্য যারা ধর্ম সম্পর্কে বিদ্বেষ ধারনা পোষন করে তারা এই সকল বলে। নাস্তিকতা আর ধর্ম সম্পর্কে বিদ্বেষ এক জিনিস নয়।

যেমন ধরেন ছ্যাচড়া টাইপের নাস্তিক বা ধর্ম বিদ্বেষীরা প্রায় বলেন শ্রীকৃষ্ণের ১৬০০০ বা ১৭০০০ স্ত্রী ছিলেন। উনি তো বিশাল ভোগ দখলে ব্যস্ত ছিলো। অথচ বাস্তবতা ভিন্ন। এটা একটি মিথ্যে ফেব্রিকেটেড তথ্য যা অনলাইনে টুকটাক দুই এক লাইন পড়ে ধর্ম বিদ্বেষী ও সাম্প্রদায়িক ব্যক্তিগুলো বলে থাকেন। আপনি আশা করি এই গল্পটা আমার চাইতে ভালো জানেন বা অন্তত আপনার জানা উচিত বা ছোট বেলায় নিশ্চয় জানতে হয়েছে। অবশ্য মাঝে মাঝে অনেক পন্ডিত ও ইচ্ছাকৃতভাবে ভুল করেন। যেমন ডঃ জাকির নায়েকও একবার এই ধরনের কথা বলে ধরা খেয়েছিলেন। অবশ্য উনি শুধু একটা ধর্মেরই মার্কেটিং করেন, ফলে তিনি বলবেনই।

মুল ঘটনা সহজ ভাবে বললে - কৃষ্ণ একটি বন্দীশালা বা হারেম খানা থেকে বিপুল সংখ্যক বন্দী ও যৌণ নিপিড়িত নারীদের উদ্ধার করেন তাদের সম্মান ফিরিয়ে দিতে এই ধরনের একটি বক্তব্য দেন। এই বন্দিশালা বা হারেমের লোকেশন ছিলো আসামের দিকে কোন এক স্থানে।

আগের দিনে রাজা মহারাজারা এই ধরনের হারেম খানা বানাতেন। এটা তৎকালীন একটি প্রচলিত কালচার ছিলো। আপনি তুরুষ্কের টপকাপী প্রাসাদ, ভারতের বিভিন্ন মোঘল সম্রাট এমনকি আমাদের বাংলার সর্বশেষ নওয়াব সিরাজ উদ দৌলারও ছোট খাটো হারেম খানা ছিলো সেখানে এত হাজার হাজার নারী না থাকলেও দুই চারজন তো অবশ্যই ছিলো। এদের কোন বৈবাহিক পরিচয় ছিলো না।

আপনি, যা বলেছেন, সেইগুলোর বিরুদ্ধে প্রচুর যৌক্তিক বিশ্লেষন আছে। ইতিহাসের প্রেক্ষিতে, ধর্মের প্রেক্ষিতে না। যারা বিভিন্ন ধর্ম সম্পর্কে আগ্রহী বা পড়াশোনা করেন তারা এই সব নিয়ে জানার চেষ্টা করে। আপনাকে বেশি কষ্ট দিবো না বা আপনার উপর বেশি প্রেসার পড়ে এমন কোন টাস্ক দিবো না - আপনি অনুগ্রহ করে ইন্টারনেট থেকেই একটু জানার চেষ্টা করবেন যুদ্ধবন্দী নারীদের সাথে আজ থেকে ২০০০ ৩০০০ বছর আগে কি করা হত?

তারপর আপনার সাথে গণীমত বা দাসী সহবত ইত্যদি নিয়ে আলোচনা করব।

১২| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২

অগ্নিবেশ বলেছেন: এটা খুবই সত্য বলেছেন, কৃষ্ণ একজন লুচ্চা, মেয়েরা নগ্ন হয়ে পুকুরে গোসল করতে গেলে, লুচ্চা কৃষ্ণ এই সব মেয়েদের কাপড় চুরি করে গাছে বসে মেয়েদের নগ্ন শরীর উপভোগ করত। হিন্দুরা এগুলো লুকায় না, এগুলোকে বলে লীলা। মানে, আমি করলে লুচ্চামি আর কৃষ্ণ করলে লী্লা। হা হা।
কিন্তু আপনারা মডারেটরা নবীর লীলা চেপে যান। কেন? যুদ্ধবন্দী নারীদের সাথে আজ থেকে ২০০০ ৩০০০ বছর আগে খারাপ হত, নবীও তাই করছে। এটা কি আপনার যুক্তি? চমতকার।

১৩| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৬

জাদিদ বলেছেন: আপনি সকলের জন্য এত ঘৃণা পুষে আনন্দে থাকতে পারবেন না। আমি কৃষ্ণ সম্পর্কে জানার জন্য বিষ্ণুপুরাণ, ভাগবত পুরাণ এবং হরিবংশ পড়ার চেষ্টা করেছি। সব খানেই ফেব্রিকেটেড তথ্যের জয় জয়কার। সেটা নিয়ে আপনাদের মত কিছু মানুষের লাফালাফি!

যাইহোক, আমরা নবী সাঃ এর কোন লীলা চাপতে চাই না বরং আপনাদের কাছ থেকে যৌক্তিক আলোচনা চাই।
আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন করেছি যা খুবই সহজ এবং একটু কষ্ট করে ইন্টারনেটে ঘাটলে আপনি বিস্তারিত পাবেন।
আমি চাই আপনি এই পোস্টে নবীর আসল চরিত্র উম্মোচন করুন। যেমন ধরুন গনীমত কি বা যুদ্ধাপরাধী নারীদের সাথে কি হতো, মুহাম্মদ সাঃ এসে কি কি নতুন করেছেন কিভাবে ভোগ দখল করেছে নারীদের সেই ব্যাপারে ইতিহাসের আলোকে আলোচনায় আসুন উইথ রেফারেন্স।

আলোচনা হতে তো দোষের কিছু নেই। আপনি যদি সময় চান, তাহলে সেটাও সম্ভব। আমি আপনার সাথে তর্কে জিততে চাইছি না, আমি শুধু সঠিক তথ্য নিয়ে আলোচনা করতে চাই।

১৪| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

আলামিন১০৪ বলেছেন: সনাতন ধর্ম এক কালে এক স্রষ্ঠার উপাসনার তাগিদ দিত..এ ধর্ম পূর্বের কোন এক নবী কর্তৃক প্রচারিত...পরবর্তীতে আরব পৌত্তলিকদের মতোই..নানা ফেরেস্তা-বুযুর্গদের পুজা অর্চনা শুরু করে আজকের হিন্দু ধর্মে রূপ নিয়েছে। আমার মনে হয়, আব্রাহাম<আব্রাম<থেকে রাম নামের উৎপত্তি। রামায়নের সীতার অপহরণের সাথে সারার বন্দীত্বের ঘটনার যোগসূত্র আছে। লোকমুখে নানা রটনা-বানর হনুমান সহযোগে উপাদেয় রামায়নের ঘটনার উদ্ভব। যেমনটা- আমাদের বিবি ফাতেমা (রাঃ) আর কুলসুম এর জারিগান নেচে গেয়ে কল্পনা্র রং মিশিয়ে গাওয়া হয়... রং চং না মেশালে সেটা উপাদেয় হয় না আর শ্রোতাও শুনতে আগ্রহী হয় না..
আল্লাহ বলেন, এমন কোন জনগোষ্ঠী নেই যেখানে নবী রাসুল প্রেরণ করেন নি।

ভারতীয় ইতিহাস ঘাটলে বুঝা যায়, সনাতন ধর্মালম্বীরা ‍ছিল জাতে আর্য আর এদের ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তগর্ত আর তা এদেশের আদি ভাষা (দ্রাবিড়দের) থেকে আলাদা। বর্তমানে ভাষাগত কিংবা জেনিটিক্ম ঊভয় মতেই Arian Migration theory প্রমাণিত

সনাতন ধর্ম এক কালে এক স্রষ্ঠার উপাসনার তাগিদ দিত..এ ধর্ম পূর্বের কোন এক নবী কর্তৃক প্রচারিত...পরবর্তীতে আরব পৌত্তলিকদের মতোই..নানা ফেরেস্তা-বুযুর্গদের পুজা অর্চনা শুরু করে আজকের হিন্দু ধর্মে রূপ নিয়েছে। আমার মনে হয়, আব্রাহাম<আব্রাম<থেকে রাম নামের উৎপত্তি। রামায়নের সীতার অপহরণের সাথে সারার বন্দীত্বের ঘটনার যোগসূত্র আছে। লোকমুখে নানা রটনা-বানর হনুমান সহযোগে উপাদেয় রামায়নের ঘটনার উদ্ভব। যেমনটা- আমাদের বিবি ফাতেমা (রাঃ) আর কুলসুম এর জারিগান নেচে গেয়ে কল্পনা্র রং মিশিয়ে গাওয়া হয়... রং চং না মেশালে সেটা উপাদেয় হয় না আর শ্রোতাও শুনতে আগ্রহী হয় না..
আল্লাহ বলেন, এমন কোন জনগোষ্ঠী নেই যেখানে নবী রাসুল প্রেরণ করেন নি।

ভারতীয় ইতিহাস ঘাটলে বুঝা যায়, সনাতন ধর্মালম্বীরা ‍ছিল জাতে আর্য আর এদের ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তগর্ত আর তা এদেশের আদি ভাষা (দ্রাবিড়দের) থেকে আলাদা। বর্তমানে ভাষাগত কিংবা জেনিটিক্ম ঊভয় মতেই Arian Migration theory প্রমাণিত। মাফ করবেন, ধান ভানতে শিবের গীত গাইলাম। আসলে হিন্দুরা আহলে কিতা্ব, তারা আলাদো কেউ নয়।




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.