নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

বুঝতে চাই.....

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

আজ বাসে ওয়াজ চলছিলো। সাউন্ডবক্সটা আমার মাথার উপরেই। একজন সুরেলা বক্তার ওয়াজ। প্রথমে সেভাবে কানে না আসলেও, যখন শুনলাম পীর নাকি বলেছেন আসরের নামাজ না পরতে, তখনই কান খাড়া হলো! আমরাতো নামাজ না পরার ফতোয়াই খুঁজি। তো বক্তা বলছেন, আসরের নামাজ পড়া শরীয়াত। কিন্তু পীরগণ হচ্ছেন মারিফতের খেলোয়ার। সাধারণ বিধানতো আর উনাদের জন্য প্রযোজ্য নয়। এর থেকে আমার মাথায় বিশাল এক চিন্তার দ্বার উন্মুক্ত হয়ে গেলো। শরীয়ত আর মারিফতের সম্পর্ক বুঝার সঙ্গে সঙ্গে সমাজ সংসারের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সেইসঙ্গে নিজের চিন্তা-ভাবনার অনেক সীমালঙ্ঘন আবিষ্কার করে লজ্জিত হলাম।

বক্তার ভাষ্য মতে, শরীয়াত সকল সাধারণ মুসলমানের জন্যে অবশ্য পালনীয় বিষয়। কিন্তু মারিফত হচ্ছে পীর-মাশায়েখগণের জন্যে বিশেষ নিয়ম-কানুন। শরীয়াতের বিচারে এখানে বিচার করা গোস্তাকি হবে।

তখন দেশ নিয়ে ভেবে বুঝলাম, আইন যা আছে তা সাধারণ জনগণের জন্যে। কিন্তু দেশের হর্তা-কর্তাগণকে সেই আইনের আওতায় বিবেচনা করা গোস্তাকি হবে। কারণ তিনারা দেশের মারফতি খেলোয়ার। আর তিনাদের সঙ্গে বিশেষ লাইন-ঘাটের মাধ্যমে অনেক অসাধারণ জনগণ যা অর্জন করেন তা হচ্ছে কারামত। আর এই পুরো বিষয়টাই হাকিকত।

আরেকটু সহজ করে বললে, ব্লগের নিয়ম-কানুন হচ্ছে শরীয়াত। মডু তথা ব্লগটিমের কার্যক্রম হচ্ছে মারিফত। ছায়ামডু হিসেবে শ্যামাপি’র যে ক্ষমতা আছে বলে অনেকেই মনে করি, সেটাই হচ্ছে কারামত। এই পুরো বিষয়টাই সামুর হকিকত।

পরিবারের দিকে তাকালে, বাবার মুখের উপর কিছু বলা যাবে না। বাবার কোনো ভুল ধরা যাবে না। কারণ, বাবার কার্যক্রম হচ্ছে মারিফত। বাবা নিজে না মানলেও পরিবারের সবার জন্য যে আইন জারি করেন সেটাই হচ্ছে শরীয়াত। বাবার সঙ্গে মায়ের স্প্যাশাল লিংক আপের জন্যে মা যে বাড়তি সুবিধা ভোগ করেন, সেটাই হচ্ছে কারামত। আর এটাই একটা পরিবারের হাকিকত। আর মা’কে হাত করে বাবার থেকে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টার নামই হলো তরিকত।

আমার ক্ষুদ্র জ্ঞাণে যা বুঝলাম, তাতে যে ভুল রয়েছে, তা ধরিয়ে দিয়ে সঠিকভাবে মারিফত, শরীয়ত, কারামত, তরিকত, হাকিকত বুঝতে সহায়তা করুন।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৪

শায়মা বলেছেন: হা হা তাইলে আমি কি ব্লগের আম্মা হয়ে গেলাম নাকি!!!!!!!!!!!! :P


হা হা হা হা হা হাসতে হাসতে মরলাম!!!!!!!!!


শারিয়াৎ মারিয়াৎ কারিয়াৎ কত্ত কিছুরে বাবা......

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১১

জটিল ভাই বলেছেন:
এমন একটা সিরিয়াস বিষয়ে আপনারা হাসছেন? একবার ভাবতে পারেন এর জন্যে পাপ হতে পারে? :(
অনেকে মনে করে। এখন যদি আপনি আম্মা হয়ে আনন্দিত হোন, তবে কি আমি না করবো? তবে তখন নানিশাশুড়ির সম্পর্কটা ঠিক থাকবেতো? =p~

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঐ হুজুর থেকে দূরে থাকা প্রয়োজন। তিনি গোপনীয়তার নীতি লঙ্ঘন করেছেন।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৩

জটিল ভাই বলেছেন:
"গোপনীয়তার নীতি" বলতে আসলে কি বুঝালেন ঠিক বুঝতে পারিনি। একটু বুঝিয়ে দেবেন কি?

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্ট ভালো হইছে আংকেল।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৪

জটিল ভাই বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম আংকল। জটিলবাদ জানবেন ♥♥♥

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

জিকোব্লগ বলেছেন: আপনি ভালো মিল খুঁজে পেয়েছেন। এইজন্যেই আপনি আসলেই জটিল।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৫

জটিল ভাই বলেছেন:
আপনাকেও আন্তরিক জটিলবাদ জানাই প্রিয় ভাই ♥♥♥

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমরা সবাই জানি যে, ইসলামের মূল গ্রন্থ হলো কুরআন। কিন্তু কখনো কখনো মারিফাত, তরিকত, হাকিকত, কারামতের মতো বিভিন্ন ধারণার জটিলতায় সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয়ে পড়েন। এই ধারণাগুলো নিয়ে অনেক বিতর্ক ও মতভেদ রয়েছে। আমার মতে, সবচেয়ে সহজ ও সঠিক পথ হলো কুরআন এর আলোকে ইসলামকে অনুসরণ করা। এই মৌলিক শিক্ষাগুলোকে ভালোভাবে বুঝলে আমাদের জন্য ইসলামকে আরও সহজে অনুসরণ করা সম্ভব হবে।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২১

জটিল ভাই বলেছেন:
আপনার মত শতভাগ সঠিক। এটাই মূলত ইসলাম। এটাই সীরাতুল মোস্তাকিম। আল্লাহ্ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।
আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় ভাই ♥♥♥

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১

জিকোব্লগ বলেছেন:



ট্যাক্স দেয় শুধু মধ্যবিত্তরা। উচ্চবিত্ত ও নিন্মবিত্তরা ট্যাক্স দেয় না।
মানে দাঁড়াল কী! ট্যাক্সের আইন খাতা কলমে সবার জন্যে করা
হলেও, প্রকৃতপক্ষে শুধুমাত্র একটি দেশের মধ্যবিত্তরাই ট্যাক্স দেয়।

শরীয়াতও খাতা কলমে সবার জন্যেই প্রযোজ্য। কিন্তু প্রকৃতপক্ষে
শুধুমাত্র মধ্যম শ্রেণীর মুসলিম ধার্মিকরাই এটি মেনে চলেন।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯

জটিল ভাই বলেছেন:
আপনার উদাহরণটাও জটিল হয়েছে ♥♥♥
জটিলবাদ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৮

মায়াস্পর্শ বলেছেন: যদিও এসব মারি তরি হাকি সবগুলোই ভন্ডামি ছাড়া কিছুই নয়, তারপরও আপনার লেখা পরে অনেক্ক্ষণ হাসলাম। জটিলবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৭

জটিল ভাই বলেছেন:
বুঝলাম না এমন একটা সিরিয়াস বিষয়ে আপনারা এমন হাসছেন কেনো! =p~

ধান্দাবাজের ধোঁকায় পরে আন্দাজি করলে সাধন,
কোন সাধনায় মিলবে সেই পরম ধন?
:(

আপনাকেও আন্তরিক জটিলবাদ জানাই :)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: ওয়াজের মারাত্মক প্রয়োগ করেছেন সমাজ জীবনে! =p~

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৮

জটিল ভাই বলেছেন:
বুঝার জন্যে মিলাতে চেষ্টা করলাম। কিন্তু সবাই হাসছে কেনো? =p~

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

জিকোব্লগ বলেছেন:



সবাই হাসতেছে এই জন্যে যে দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার পোস্টটি অসাধারণ ভাবে মিলে যায়।
এই ধরেন বাটপার আসিফ নজরুল খুনি হাসিনার সংবিধান ভঙ্গ করে উপদেষ্টা হতে পারে , কিন্তু উহা
দেশের জনগণকে খুনি হাসিনার সংবিধান ভঙ্গ করতে দিবে না। মানে উহার জন্যে খুনি হাসিনার
সংবিধান প্রযোজ্য নয় , কিন্তু জনগণের জন্যে এখনো খুনি হাসিনার সংবিধান প্রযোজ্য। হা হা হা B:-/

জনগণ এখন এটা ধীরে ধীরে বুঝতে পারছে। কিন্তু সাময়িকের জন্যে হলেও জনগণ বঙ্গবল্টু থুক্কু বঙ্গবন্ধু
ও উহার মনিব ভারত প্রেমী আসিফ নজরুলের হাতে বন্দি হয়ে গেছে।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

জটিল ভাই বলেছেন:
আমি নিজেওতো বিষয়টাকে অমনভাবে ভেবে দেখিনি! কিন্তু নতুন সংবিধান প্রণয়ন করাওতো সহজ নয়। এখন উপায় সংবিধান ছাড়া সবাই চলা। এভাবে কি একটা দেশ চলবে? তাই আমরা সত্যিই এক আজব গ্যাঁড়াকলে ফেঁসে আছি। এ থেকে মুক্তির পথ কি? বেশির ভাগই বলছে ইলেকসন। আপনার কি মনে হয় ইলেকসনের মাধ্যমে সাধারণ জনগণের মুক্তি হবে? নাকি নতুন মারিফতের খেলোয়ারের হাতে আবার জিম্মি হতে হবে?

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৭

জিকোব্লগ বলেছেন:



১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪০

লেখক বলেছেন:
আমি নিজেওতো বিষয়টাকে অমনভাবে ভেবে দেখিনি! কিন্তু নতুন সংবিধান প্রণয়ন করাওতো সহজ নয়। এখন উপায় সংবিধান ছাড়া সবাই চলা। এভাবে কি একটা দেশ চলবে? তাই আমরা সত্যিই এক আজব গ্যাঁড়াকলে ফেঁসে আছি। এ থেকে মুক্তির পথ কি? বেশির ভাগই বলছে ইলেকসন। আপনার কি মনে হয় ইলেকসনের মাধ্যমে সাধারণ জনগণের মুক্তি হবে? নাকি নতুন মারিফতের খেলোয়ারের হাতে আবার জিম্মি হতে হবে?

-পৃথিবীর অনেক দেশেই তো সংবিধান নাই। যেমনঃ যুক্তরাজ্য , চীন , নিউজিল্যান্ড ইত্যাদি অনেক দেশে।
এইসব দেশ যদি সংবিধান ছাড়াই চলে , বাংলাদেশ কেন চলবে না। জুলাই বিপ্লব শেষে অন্তর্বর্তী সরকার
গঠনের প্রথম দিনই খুনি হাসিনার সংবিধান কে ডাস্টবিনে ছুড়ে ফেলা উচিত ছিল। মুক্তির এটাও ছিল একটা
অংশ। কিন্তু তা এখনো করা হয় নি।

মুক্তির প্রথম উপায় ফ্যাসিস্টদের সব শৃঙ্খল গুলো ভেঙে ফেলা। এরপরে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠ হলে, পরিবার তন্ত্র ভেঙে ফেললে ও এক ব্যক্তি সর্বোচ দুইবারের
বেশি রাষ্টপ্রধান হতে পারবে না এই রকম আইন প্রতিষ্ঠ ও প্রয়োগ হলে, মুক্তি মিলবে বলেই আশা করা যায় ।
নতুবা মারিফতের খেলোয়ারের হাতে আবার জিম্মি হতে হবে।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৪

জটিল ভাই বলেছেন:
ভাইরে, যতো সহজভাবে বলছেন, আসলেই কি বিষয়টা ততো সহজ?
আচ্ছা, আপনার কথা মতো ধরে নিলাম স্বৈরাচারদের সব বাদ। সে হিসেবে প্রশাসন হতে শুরু করে সব। এখন যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে কোথায় বা কার কাছে যাবেন? থানা, মেম্বার, চেয়ারম্যান সবতো বাতিল। এমন হলে দেশে রক্ত গঙ্গা বইবে। কারণ, আমরা সুযোগ সন্ধানী জাতি। এমনিতেই আইন বা সংবিধান থাকতে ১০ টাকার জন্য দুই গ্রামে মারামারি করে লাশ পরে। আর না থাকলে তখন কি হবে ভেবে দেখুন। তাই এজন্যে দরকার একটি সভ্য জাতির, যার ক্ষুদ্রতম অংশ আপনি-আমি। আমরা ঠিক না হলে দেশ কখনো ঠিক হবেনা। গল্পের গরুই গাছে চড়ে। আর একজন ২ বারের বেশি রাষ্ট্রচালক না থাকা অন্যদের বা অন্যকে কপি করে কেনো? ১ বারের বেশি না থাকতে পারলেই ক্ষতি কি? আমাদের এই কপি কালচার হতে বের হয়ে আশা জরুরী। কিন্তু এটা হবেনা। তাই নতুন সংবিধান এলেও সেটা পুরাতনটার আলোকেই লিখা হবে। ফলে যুগে যুগে শুধু নামই পাল্টাবে। মারফতি খেলোয়াররা আসনেই থাকবে :(

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগে মারেফাত, শরিয়ত, কারামত আর হাকিকাত ভালো করে বুঝতাম না। আপনার এই পোস্ট পড়ার পরে সব পানির মত পরিষ্কার হয়ে গেছে। :)

উপরে দেখলাম আপনার নানী শাশুড়ি নিজেকে ব্লগের আম্মা মনে করছেন। আপনার নানী শাশুড়ি ব্লগের আম্মা হলে আপনি ব্লগের ঘর জামাই হন সম্ভবত। নাকি ভুল বললাম। :)

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৬

জটিল ভাই বলেছেন:
যাক্, অবশেষে আপনি মন্তব্য করেছেন। আমিতো আতংকে ছিলাম, কি ব্যাপর! কি ভুল করছি! ইদানিং আপনি + দিচ্ছেন, কিন্তু মন্তব্য দিচ্ছেন না, ব্যাপার কি!

আপনার নানী শাশুড়ি ব্লগের আম্মা হলে আপনি ব্লগের ঘর জামাই হন সম্ভবত। পড়ে ভাই হেসে কুল পাচ্ছি না! হিসেবে তিনি ব্লগের আম্মা হলে ব্লগ আমার বউয়ের মা হবার কথা। সে হিসেবে আমি ব্লগের না, ব্লগের মেয়ের ঘরজামাই হবো, নাকি বলেন? =p~

আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ প্রিয় ভাই ♥♥♥

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৮

নিমো বলেছেন: মহামহাজাগতিক চিন্তক হয়েছেন দেখা যায়।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫২

জটিল ভাই বলেছেন:
আপনি এতে অখুশি নাকি??? =p~

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৭

জিকোব্লগ বলেছেন:



১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৪০

লেখক বলেছেন:
ভাইরে, যতো সহজভাবে বলছেন, আসলেই কি বিষয়টা ততো সহজ?
আচ্ছা, আপনার কথা মতো ধরে নিলাম স্বৈরাচারদের সব বাদ। সে হিসেবে প্রশাসন হতে শুরু করে সব। এখন যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে কোথায় বা কার কাছে যাবেন? থানা, মেম্বার, চেয়ারম্যান সবতো বাতিল। এমন হলে দেশে রক্ত গঙ্গা বইবে। কারণ, আমরা সুযোগ সন্ধানী জাতি। এমনিতেই আইন বা সংবিধান থাকতে ১০ টাকার জন্য দুই গ্রামে মারামারি করে লাশ পরে। আর না থাকলে তখন কি হবে ভেবে দেখুন। তাই এজন্যে দরকার একটি সভ্য জাতির, যার ক্ষুদ্রতম অংশ আপনি-আমি। আমরা ঠিক না হলে দেশ কখনো ঠিক হবেনা। গল্পের গরুই গাছে চড়ে। আর একজন ২ বারের বেশি রাষ্ট্রচালক না থাকা অন্যদের বা অন্যকে কপি করে কেনো? ১ বারের বেশি না থাকতে পারলেই ক্ষতি কি? আমাদের এই কপি কালচার হতে বের হয়ে আশা জরুরী। কিন্তু এটা হবেনা। তাই নতুন সংবিধান এলেও সেটা পুরাতনটার আলোকেই লিখা হবে। ফলে যুগে যুগে শুধু নামই পাল্টাবে। মারফতি খেলোয়াররা আসনেই থাকবে :(

- থানা, মেম্বার, চেয়ারম্যান সবতো বাতিল না। বরং ঐসব জায়গায় থাকা খুনি হাসিনার
লস্পেন্সারদের বাতিল করে ঐ সব জায়গায় দেশপ্রেমিকদের বসানো। আর এটা করা
রাষ্ট্রপ্রধানের জন্য খুব একটা কঠিন কাজ না।

এটার জন্যে আন্দোলন করে আরো মানুষ মরার কোনো মানে হয় না। বরং যারা মানুষ মারে
তাদের হাত ভেঙে দিতে হবে। দেশের জনগণের তুলনায়, মানুষ মারা খুনিদের সংখ্যা খুবই কম।

সংক্ষেপে দেশে দায়িত্বে দেশপ্রেমিকরা থাকবে, কোনো ভাদা পাদা রাদা আদা চাদা
থাকবে না। তাহলে দেশ উন্নতি করবে।উদহারণ হিসেবে মালেশিয়াকে দেখেন , কত দ্রুত উন্নতি
করে ফেলেছে।

আর দেশের মানুষের মাইন্ড সেট যদি হয় আন্দোলন করবো আর লাখে লাখে মরবো।
তাহলে দিন শেষে মানুষই মরবে, ফলাফলে মারফতি খেলোয়াড়রাই আসনেই থাকবে।
-
যাক আপনার এই পোস্টে খুনি হাসিনার লস্পেন্সার এসে গেছে। এখন আর এদের সাথে দার্শনিক
আলাপ নয়। এদের জন্যে দরকার মাইর। মাইরের উপরে কোনো ঔষুধ নাই। =p~

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৫

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা...... দেশের মানুষের মাইন্ড সেট যদি হয় আন্দোলন করবো আর লাখে লাখে মরবো। বলার পরোক্ষণেই আমার মতো সর্ট টেম্পার্ড হয়ে এদের জন্যে দরকার মাইর। মাইরের উপরে কোনো ঔষুধ নাই। :D
এখানেই আমাদের বড্ড মিল :)
মাইরের উপরে কোনো ঔষুধ নাই। এটাই আমাদের জাতীয় চেতনা =p~

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘরজামাই তো বউয়ের হয় না। ঘরজামাই হয় শ্বশুরবাড়ির লোকদের। এই জামাই মানে স্বামী না এই জামাই মানে কন্যার হাজবেন্ড মানে 'সান ইন ল'। :)

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৮

জটিল ভাই বলেছেন:
জ্বী ভাই। উত্তর করার পর বিষয়টা আমার মাথায়ও এসেছে। জামাই মানে স্বামী ধরে হিসেব করছিলাম বলে সব গুলিয়ে যাচ্ছিলো। এখন মনে হচ্ছে, না সব ঠিকই আছে। আমার নানিশাশুড়ির হিসাব বলে কথা। ভুল কি হতে পারে? =p~
দেখি নানিশাশুড়ি কি বয়ান পেশ করেন..... :P

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৩

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনার রসিকতার তারিফ করতেই হয় :)

১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

জটিল ভাই বলেছেন:
ভুল না করলে আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য এটা। আপনাকে আন্তরিক জটিলবাদসহ স্বাগতম জানাচ্ছি ♥♥♥
মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ :)

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উনি মারেফাতের কথা ভরা মজলিসে বলেছেন, আসলে, মারেফাত সবার জন্যে নয়।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

জটিল ভাই বলেছেন:
ভরা মজলিসে বললে কি ধরণের সমস্যা হতে পারে?

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আসলে মারেফাত সম্পর্কে উক্ত হুজুরের ঘোড়ার ডিমের অভিজ্ঞতা আছে। :)

১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

জটিল ভাই বলেছেন:
এক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞতাসম্পন্ন হুজুরের নাম বলুনতো।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৪৬

জিকোব্লগ বলেছেন:



এখন বাংলাদেশী অনলাইন এক্টিভিস্টদের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়েছে। তাদের মাইন্ডসেট ভিন্ন
হয়ে গেছে। তারমানে জুলাই বিপ্লবের ফলাফলেও মারফতি খেলোয়াররা-ই আসনেই থাকবে :(

যাই হোক, শেষ পর্যন্ত বুঝতে চাই- এর একটা সমাধান হলঃ
বুঝতে পারলাম, মাইরের উপরে কোনো ঔষুধ নাই। এটাই আমাদের জাতীয় চেতনা =p~

এই পোস্টটি ড্রাফটে নিবেন না, বছর খানিক পরে মিলিয়ে নেওয়া যাবে , যা আপনি -আমি
এই পোস্টে ধারণা করেছিলাম, তা কতখানি সত্য হল। এই জন্যে পোস্টটি প্রিয়তে রাখলাম।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... আচ্ছা ড্রাফ্ট করছি না। প্রিয়তে নেয়ার জন্যে আন্তরিক জটিলবাদ জানাই প্রিয় :)

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৮

জুল ভার্ন বলেছেন: মুরব্বি মুরব্বি উহু উহু.....

১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা.... আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই :D

২০| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসব বলে সাধারণ মানুষকে বিপদে নিয়ে যায় কিছু লেবাসধারী হুজুর/পীড়। কিন্তু ইসলামের মূল কথা হলো নামাজ সকল মুসলমানের জন্য ফরয। সো নামাজ বাদ দিয়ে কেউ পীড়/কামেল/দরবেশ হতে পারেনা।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

জটিল ভাই বলেছেন:
নামাজ বাদ দিয়ে কেউ পীড়/কামেল/দরবেশ হতে পারেনা। শতভাগ সহমত জানাই প্রিয় ভাই :)

আন্তরিক জটিলবাদ জানবেন ♥♥♥

২১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
ভরা মজলিসে বললে কি ধরণের সমস্যা হতে পারে?
===============================

সবার সব জ্ঞান থাকে না। জ্ঞান ধীর ধীরে দেওয়া লাগে।

আপনি নিশ্চয় ক্লাস ওয়ানের বাচ্চাকে মাস্টার্স লেভেলের নলেজ দিবেন না!

৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

জটিল ভাই বলেছেন:
জ্বী জ্বী। তাতো অবশ্যই। কিন্তু বিষয়টা বড্ড জটিল ঠ্যাকছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.