নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে নিয়ে এডিট কর)
সবস্থানেই সালতামামির ছড়াছড়ি। তবে ব্লগ আর বাদ যাবে কেন? তাই ভাবলাম ব্লগের ২০২৪ সাল আমার চোখে কেমন ছিলো তা বয়ান করি। যদিও সবকিছু মনে নেই। তাই যতোটা মনে আছে ততোটাই লিখলাম। বাকিগুলো হতে আপনাদের মনে এলে মন্তব্যে জানাবেন আশা রাখি।
ব্লগটিমের আগমন
২০২৪ সালে ব্লগটিম নামে ব্লগকর্তৃপক্ষের দায়িত্ব পালন নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এক্ষেত্রে আমার একটা শোনা ঘটনা খুব মনে পরে। শুনতে পাই আগে নাকি রোগ-বালাই ছিলোনা। যার যখন হায়াৎ শেষ হয়ে যেতো, তখন হযরত আজরাঈল (আ.) এসে তার জান কবজ করতো। এজন্যে লোকে হযরত আজরাঈল (আ.)-কে নিয়ে নানান কথা বলতো। এতে দুঃখ পেয়ে তিনি নাকি আল্লাহ্'র কাছে অভিযোগ করেছিলেন। এরপরই নাকি আল্লাহ্ রোগ-বালাই পাঠিয়েছেন। ফলে সবাই এখন বলে অমুকে তমুক রোগে মারা গেছে। কেউ আর হযরত আজরাঈল (আ.)-কে নিয়ে কিছু বলেনা। তেমন ব্লগটিমের নামে আইডি আসার পর আশা করি কেউ এখন আর জাদিদ বা কাভাকে নিয়ে কিছু বলবেন না।
ব্লগের গ্রুপের হাইপ
অন্য বছরের চেয়ে মনে হয় এবার ব্লগের ফেইসবুক গ্রুপের হাইপটা একটু বেশিই ছিলো। অনেক দেন-দরবার ব্লগকে জর্জরিত না করে সেখানেই ইস্তফা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো প্রাক্টিস্। আশা করা যায় যারা অনেকদিন ধরে শুধু বলছেন ফেইসবুকে চলে যাবেন, তাদের জন্যে এটি আশা জাগানিয়া হবে।
সৈয়দ কুতুবের আগমন
এই সময়ে ব্লগের অন্যতম আবিষ্কার সৈয়দ কুতুব। যদিও অনেকের মনে জল্পনা-কল্পনা রয়েছে ইনি কোন কুতুব! অনেকে ভাবছেন হয়তো পুরাতনরূপে নতুন কেউ। তবে যাই হোক আর না হোক, এই বছরের কুতুব সাহেবের উপস্থিতি ছিলো দেখার মতো। আশা করা যায়, সামনের বছরগুলোতেও তিনি এমনি সরব থাকবেন। যদিও শেষদিকে মনে হচ্ছে, ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড!
অপু তানভীরের ইন্টারভিউ
এ বছরে অন্যতম পড়ার আর দেখার মতো বিষয় ছিলো অপু তানভীরের ইন্টারভিউ। এই ধারাবাহিকটি ব্লগকে অনেকাংশে জমজমাট করে রেখেছে। আশা করা যাচ্ছে সামনের বছরগুলোও এভাবে জমজমাট রাখবেন অপু। যদি ব্লগার খুঁজে না পান, তখন সিক্যুয়াল তৈরীর করবেন।
ভূয়া মফিজের ব্যস্ততা
এই বছরে আরো অনেকের মতো ভূয়া মফিজের ব্লগে অনুপস্থিতি চোখে পরার মতো। যদিও তিনি বিষয়টি সম্পর্কে আগেও জানিয়েছেন। মাঝে শেরজা তপন কিছুটা ব্যস্ত হবার পর শেষের দিকের কামব্যাকটা দারুণ।
কাজী ফাতেমা ছবি-এর স্মৃতিচারণ
এই বছর প্রায় পুরোটাই তিনি পুরাতন কবিতা রি-পোস্ট করে চালিয়ে গিয়েছেন। ব্লগে তিনি মনে হচ্ছে সিকিউরিটিহীণতায় ভুগছেন। যদিও আমার নিজেরও ঠিক এমনই অবস্থা!
আমি সাজিদের অভিমান
হঠাৎ করা আমি সাজিদের বিদায় পোস্ট বেদনাময়। তবে মন্তব্য চালিয়ে যাওয়ায় ধন্যবাদ। আশা করা যায় নতুন বছরে তিনি আরো স্বতঃস্ফূর্তভাবে ফিরে আসবেন।
শায়মার জড়োয়া বহেনেদের দাপটহীণতা
আরসব বছরগুলোর মতো এ বছর শায়মার জড়োয়া বহেনেরা সেভাবে নিজেদের জানান দেননি। নাকি আপা যাওয়ার সময় তেনাদের আইডি-পাসওয়ার্ড নিয়ে গিয়েছেন? এ সম্পর্কে ব্লগ বিশেষজ্ঞগণ কি বলেন?
সেলিম আনোয়ারের বন্দীদশা
এ বছর এই বিষয়টি আশা করা যায় রিমার্কেবল হয়ে থাকবে। এটি ব্লগটিমের কনসার্ন তাই বেশিকিছু না বলাই উত্তম।
সোনাগাজীর পতন
দেশ কাঁপানো আপার পতনের মতো এই বিষয়টিও ছিলো ব্লগ কাঁপানো। আপার বিষয়টি তেমন বুঝা না গেলেো, এই বিষয়টি অনেকটাই প্রেডিক্টেড ছিলো। বিষয়টি নতুন পুরাতনদের জন্যে শিক্ষণীয় বটে।
রাজীব নুরের ফেরা
বিরতির পর রাজীব নুরের ফিরে আসাটাও ভালো ছিলো। মাঝেমইধ্যে সবারই এমন বিরতি নেবার প্রয়োজন আছে বলে মনে করি।
গোফরানের নিভে যাওয়া
বছরের শুরুর দিকে সিরামভাবে জ্বললেও বছরের শেষদিকে হঠাৎ নিভে যাওয়াটা অপ্রত্যাশিত ছিলো। যদিও জানিয়েছিলেন, “আমি খুবই ডিস্টার্ব মেন্টালি কিছু ব্যাক্তিগত ইস্যু ও বিজনেস নিয়ে”। আশা করি নতুন বছরের সব ঝামেলা উতড়ে তিনিও স্বতঃস্ফূর্তভাবে কামব্যাক করবেন।
অনেক ব্লগার উধাও
জুলাই বিপ্লবের পর নামে-বেনামে অনেক ব্লগারের হারিয়ে যাওয়াও চোখে পরার মতো।
অনেকের প্রত্যাগমন
লাইলী আরজুমান খানম লায়লা বা শাম্মী নূর-এ-আলম রাজু-এর মতো অনেকের প্রত্যাগমন ব্লগকে মুখরিত করেছে দেখে ভালো লাগছে। আসছে বছরেও এমন প্রত্যাগমন অব্যহত থাকুক।
জটিল-জাদিদের কানামাছি
এই বছরের জটিল আর জাদিদের কানামাছি খেলাটা আশা করা যায় অনেকেই উপভোগ করেছেন। সর্বশেষ এক পোস্টে জাদিদ বলেছেন, “এই লেখাটি অনেকটা আড্ডার বা কথোপকথন স্টাইলে লেখা হয়েছে। ব্লগার জটিল এবং তার সমমনা ব্লগারদের কাছ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি। পরে দেখা যাবে হালকা চটুল স্টাইলে এই লেখার কারনে তিনি আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সাইবার বুলিং এর অভিযোগ তো সুস্থ হবার পরের বিবেচনা।” তাই পঙ্গু হাসপাতাল হতে আপাতত এখানেই বিদায় নিচ্ছি।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা...... ব্যাপার না। আমরা আমরাই তো! যতক্ষণ বিষয়টা আমরা আমরাতে আছে ততোক্ষণ ইনশাল্লাহ্ ব্যাপার না। তবে আমরা তোমরা হলেই বিপদ
জটিলবাদ পিও অভিভাবক ♥♥♥
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬
সৈয়দ কুতুব বলেছেন: হ্যাপী নিউ ইয়ার।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
জটিল ভাই বলেছেন:
শুভ হোক প্রতিটি নতুন দিন ♥♥♥
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪
নতুন বলেছেন: ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড!
হুম এই বছর বেশ কিছু ল্যাঞ্জা দেখা গেছে...
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৬
জটিল ভাই বলেছেন:
সেতো প্রায় ১৯ বছর ধরেই দেখছেন
জটিলবাদ
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আছিরে ভাই আছি
আছি তো
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪
জটিল ভাই বলেছেন:
আপাও আজকাল পোস্ট না পড়ে মন্তব্য করার চর্চা করছেন নাকি?
জটিলবাদ ♥♥♥
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: না
পোস্ট পড়ছি তো
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭
জটিল ভাই বলেছেন:
পোস্টের সাথেতো বইন আপনের মন্তব্য মিলাইবার পারতাছি না!
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কথা বাদ পড়ছে হের লাইজ্ঞা কইছি আমিও আছি
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২
জটিল ভাই বলেছেন:
সেইজন্যেইতো জিগাইছি পোস্ট পড়ছেন নাকি। ৭ নম্বর প্যারা দেখছেন? লাকি সেভেন?
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৩
ফেনা বলেছেন: এ গো ভাল লিখিনা বলে কেউ মনে করে না
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫
জটিল ভাই বলেছেন:
আহারে..... আসছে বছরে খালি লিখবেন।মন্তব্য, পোস্ট যেখানেই জায়গা পান, খালি লিখবেন যাতে করে সবাই আপনার উপর অতিষ্ঠ হতে বাধ্য হয়। তখনই দেখবেন আপনাকে নিয়ে লিখছে
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ চশমা পাল্টাইতে হইবো। সবার কথা পড়লাম আমার প্যারাটাই বাদ পড়ছে বুঝলাম না দুই দুইবার পড়ছি বাহে আফসোস বিরাট আফসোস
এমন করে তো আমার লেখাতেও কিছু শব্দ বাদ পড়ে যায়
বেশী বাদ পড়ে না শব্দ,
সম্পূর্ণ পাল্টে যায় অর্থ
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০
জটিল ভাই বলেছেন:
ইহা আপনার নয়, আপনার বয়সের দোষ বাহে। নানি-দাদি হবার বয়স চলে আসছে
আমার ছন্দেরা হয়েছে নীরব,
গর্জে দ্বন্দ তাই মন হয় না সরব!
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ব্লগটিমের সাথে পরিচয়ের সাথে সাথে সৈয়দ কুতুবের আগমন,অপু তানভির ভাইয়ের সাক্ষাৎকার,ভূয়া ভাইয়ের ব্যস্ততা,কাজী ফাতেমা ছবি আপুর স্মৃতিচারন,সাজিদ ভাইয়ের গোস্শা,শায়মা বনির আমার মতো ঝিমিয়ে পড়া,সেলিম আনোয়ার ভাইয়ের অর্ন্তধান,গাজী সাহেবের পতনের সাথে সাথে ৭১ জেনারেশনের পয়দা,গোফরান ভাইয়ের সামু ছেড়ে মিডিয়ায় মনোযোগ এবং রাজীব নুর ভাইয়ের ফেরা সহ অনেক কিছুই জানলাম জটিল ভাই আপনার এই কুটিল লেখার ফলে।
আর তাইতো বছরের শেষ দিনে আপনার জন্য রইলো জটিলতা মুক্ত এক সমুদ্র জটিলতাবাদ।
শুভ জটিল বর্ষ ।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
জটিল ভাই বলেছেন:
আপনার জন্যেও কেয়া কসমিটিকস্-এর সৌজন্যে এক গ্লাস জটিলতামুক্ত জটিলবাদ রলো প্রিয় ভাই
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: মেনশন করার জন্য অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৫
জটিল ভাই বলেছেন:
নতুন দিনগুলো শুভ হোক।
জটিলবাদ।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০২
জুল ভার্ন বলেছেন: সব চাইতে চমক লেগেছে- "সোনা-রান" পতন এন্ড পলায়ন বিষয়টা......
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৭
জটিল ভাই বলেছেন:
তাতে কি ভাই? মিয়াডাতো ঠিকইই আছে!
জটিলবাদ
১২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩২
শায়মা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার!
সালতামামি মজার হয়েছে।
আসলেই এত বিজি হয়ে পড়েছিলাম এই বছরে যে বেহেনাদের খোঁজ খবর রাখতেই পারিনি।
তবে তোমার সালতামামি পড়ে বুঝলাম কুতুবভাইয়ুর ল্যাঞ্জা শুধু আমারই চোখে পড়েনি,অনেকেরই পড়েছে।
হা হা কুতুবভাইয়ু জিন্দাবাদ। নতুন বছরে কুতুবভাইয়ুর ল্যাঞ্জার জন্য শুভকামনা।
তোমার জন্যও আরও সকলের জন্যও নতুন বছরের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪০
জটিল ভাই বলেছেন:
যাক্। আমিতো ভাবছিলাম এই বছরে আপনার মুখ হয়তো আর দেখুম না। তবে আইছেনই যখন তখন ভূম ভাইয়ের মন্তব্যে দেখেন। আপনার জন্যে জ্ঞাণের পসরা সাজানো আছে
অস্ট্রেলীয়ার খবর জানাইয়েন। জটিলবাদ ♥♥♥
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩
ভুয়া মফিজ বলেছেন: ''সালতামামি'' অর্থাৎ ২০২৪ সালের তামাম ব্লগারদের সলতে তে আগুন ভালোভাবে দিতে পারেন নাই। তবে যতোটুকু দিলেন, মন্দ হয় নাই। শায়মাও বর্ষশেষ বা বর্ষবরণ নিয়ে ফি-বছর একটা লম্বা-চওড়া লেখা দেয়। এবার অস্ট্রেলিয়ায় থাকায় মনে হয় পারবে না। পরিবর্তে আমরা তার অস্ট্রেলিয়া-কালীন নয়া সাজুগুজু, ফ্যাশন প্যারেড আর স্থানীয় খাবার-দাবারের একটা গ্লিম্পস পাওয়ার আশা করতে পারি।
লেন্জা চেনার একটা মেটিকুলাস পদ্ধতি আছে। পদ্ধতি মেটিকুলাসলি অনুসরণ করলে সব ফকফকা!! ব্লগ টিম নতুন বোতলে পুরানো মদ; কাজেই দেখতে একটু ভিন্ন হলেও স্বাদ একই!!!!
আশাকরি এতিমলীগ এই বছরে তাদের নতুন ''গোদ'' খুজিয়া পাইবে। এদের কষ্ট, আহাজারী আর মাতম চোখে দেখা যায় না, অনুভব করাও মুশকিল!! দেখতে দেখতে কলিজা ফাইট্টা যায়, মাটিতে গড়াগড়ি দিয়া কানতে ইচ্ছা করে!!!
সবাইকে ''নতুনভাবে স্বাধীন'' বাংলাদেশের প্রথম নববর্ষের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪২
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... কিন্তু মেয়া ভাই, পতিতা শব্দের মামলাইতো খালাস হয় নাই। তারমইধ্যে কোইত্থে আবার গোদ নিয়া আইলেন! এমনিতেই আমি আছি পঙ্গু হাসপাতালে
আশা করি আপনার মন্তব্যে শায়মা আপা ধৈন্য হইবেন
আন্তরিক জটিলবাদ
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৬
কলাবাগান১ বলেছেন: সবচেয়ে দৃস্টিকটূ (ডিসগাসটিং) লেগেছে কিছু বয়স্ক ব্লগার এর দাদীর বয়সী নারীকে নিয়ে যৌন শুড়শুড়িমুলুক বাতচিত প্রকাশ্য ব্লগে। হাসিনার নামে এয়ারপোর্টে ল্যান্ডিং। মনে হচ্ছিল উনারা সেক্স ডেপ্রাইভড যৌনসন্ত্রাসী.....
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫০
জটিল ভাই বলেছেন:
এই সংস্কৃতির সূচনা কোথায় ভাই?
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধীরে ধীরে অনেকেই ল্যাঞ্জা বের করছে; কেউ কেউ কিছু দিনের জন্য ল্যাঞ্জা চিপায় লুকিয়ে রেখেছিল এখন আবার বের করছে আসল কথা হলো ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড!
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... ভাই আপনেও তাহইলে ল্যাঞ্জার দর্শনপ্রার্থী!
জটিলবাদ
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন বছর ব্লগ আরও বেগবান হোক।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬
জটিল ভাই বলেছেন:
জটিলবাদ জানবেন প্রিয় ভাই
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি আমার খুবই পিও ব্লগার! থ্যাংক ইউ মেনশন করার জন্য। আবার একটু খোঁচাও মেরে দিলেন! ব্যাপার না। আমরা আমরাই তো!