নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে নিয়ে এডিট কর)
পরম শ্রদ্ধেয় মশি ভাই,
ব্লগে লিখা পোস্ট দেখে বুঝলাম ভালোই আছেন। কিন্তু আমি ভালো নেই। যদিও চিঠি লিখছি, আদতে এটা আপনার প্রতি আমার একটি প্রতিবাদলিপি। কারণ, আপনার সম্প্রতি লিখা আমায় ব্যাপকভাবে ব্যাথিত করেছে। কারণ আপনি একজন স্বনামধন্য পূজনীয় প্রাণীর বিরুদ্ধে লিখিয়াছেন। জ্বী, আমি গরুর কথা বলছি। কারণ, আপনার লিখা পড়ে মনে হলো গরুকে হেয় করতেই আপনার এই উদ্যোগ। কিন্তু কেনো? গরু আপনার কি ক্ষতি করেছে? হয়তো যত্রতত্র “হাম্বা-হাম্বা” করে পরিবেশ কিছুটা দূষণ করে। তাই বলে আপনি গরুকে নিয়ে এইভাবে লিখতে পারেন না! গরু হলেও তাহার মান-সম্মান বলে একটা জিনিস আছে।
হে অগ্রজ,
যদি ভুল না করে থাকি, শৈশবে রচনা পাঠের শুরু আর সবার মতো নিশ্চই আপনারও গরু রচনার মধ্যদিয়েই হয়েছে। ভাবতে পারেন কতোটা গুরুত্বপূর্ণ বিষয় হলে তার মাধ্যমে পাঠ শুরু হতে পারে? যে জীবনে স্কুলের বারান্দায় গিয়েছে, সেও গরু রচনার সঙ্গে পরিচিত। হয়তো বেশিদূর পড়তে না পারায় মানবতা নিয়ে রচনার কথা সে জানে না। কিন্তু গরু রচনার কথা আলবৎ জানে। তাই উদহরণ হিসেবেও গরু রচনার চাইতে উৎকৃষ্ট কিছু তার জানা নেই। আমি অনেককে দেখেছি পেপার উল্টো করে ধরে পড়তে। কি পড়ছে জিজ্ঞাস করলে বলেছে “গরু রচনা”! ভাবতে পারেন এই জাতির মন মগজে এই গরু রচনা কতোটা স্থান দখল করে রেখেছে?
হে ব্লগার,
ব্লগেও নিশ্চই গরুপ্রেম আপনার চক্ষু এড়ায় না। রোজ কোটি-কোটি মাছ-মুরগী প্রক্রিয়া করা হচ্ছে, তা নিয়ে মাথাব্যাথা না থাকলেও গরু কোরবানী নিয়ে অনেকের মাথাব্যাথা রয়েছে। ভাবতে পারেন আপনি কেমন ইমোসনাল জায়গায় হাত দিয়েছেন? তাছাড়া ফেইসবুকের সুবাদে দেখতে পাই যে, পাশের দেশের মানুষ গোবর আর গো-মূত্রের জন্যে পাগলপ্রায়। আর আপনি কিনা সেই গরুর রচনা নিয়ে কথা বলছেন? আমি যাস্ট ভাবতে পারছি না। এতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দেবার মতো সময় আপনি অন্তত কিভাবে পেলেন? আপনার নিকট হতে এটা কাম্য ছিলোনা। হোক অস্ট্রেলিয়ান কিংবা আমেরিকান। কিন্তু গরুতো গরুই। তাই বলে গরু রচনার বিপরীতে যেয়ে আপনাকে লিখতে হবে?
প্রিয় ভাই,
লিখা আর দীর্ঘ করার ইচ্ছে করছে না। শুধু আপনাকে এটাই বলতে চাইলাম যে গরুর কদর করুন। হালচাষে গরুর স্থানে ট্রাক্টর এলেও এখনো অনেক স্থানে হালের বলদ ব্যবহৃত হয়। তাই, যুগের হাওয়া লাগলেও গরুকে ভুলা অসম্ভব। তাই ভালবাসা হিসেবে গরু রচনা ছিলো, আছে, এবং থাকবে। জেনারেসন ২৪ কিংবা ৭১, গরুপ্রেমে সিক্ত হতেই বাধ্য। মাতৃদুগ্ধের পরই স্থান এই গরুর দুগ্ধের। আর এইজন্যেই মনে-মগজে না চাইলেও গরু বসবাস করবেই। গরুহীণ ব্লগার খুঁটিহীণ ছাগলের মতো। বিদেশী গরুর খামারই কেবল এই জাতিকে মুক্তি দিতে পারে। তাই বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
”গরু ছিলো, গরু আছে, গরু থাকবে,
গরু ছাড়া মরে যাবো জেনে রাখবে!”
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৪
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... আপনার গরু থুক্কু গুরু বুঝি তাবিজ হিসেবে এই ডায়ালগ দিতে বলছে?
২| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গরুহীন ব্লগার খুঁটিহীন ছাগলের মতো - ভাবসম্প্রসারণ করুন।
০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
জটিল ভাই বলেছেন:
ভাই, ভাবসম্প্রসারণটা আপনি লিখলেই উত্তম হতো না?
৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমার কোনো গুরু নেই অনলাইনে। তবে প্রশ্নফাঁস ব্যাপারটা এনজয় করি।
০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
জটিল ভাই বলেছেন:
৪| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: আরেকটি গরু রচনার জন্য গরুপ্রেমী জটিল ভাইকে জটিলাবাদ।
০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা.... আপনাকেও আন্তরিক জটিলবাদ জানাই
৫| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২
জুল ভার্ন বলেছেন: কোন্ডা- যাকে নিয়ে লেখা, নাকি যে লিখেছে?
০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, ইশারায় কাফি
৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১
সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ একটা লেখা পড়লাম ভালো লাগলো
০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
জটিল ভাই বলেছেন:
আপনার জন্যেও জটিলবাদ র'লো
৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন বছরে আপনার কাছে আমার নিবেদন। গরু রচনার পিছনে আর পড়ে থাকবেন না। আপনি আপনার মত নিজের লেখা লিখবেন। যে যা ইচ্ছে করুক। সে দিকে মনোনিবেশ করবেন না আর। সেগুলো দেখার জন্য ব্লগের এডু মডু আছে। যার যার চরিত্র তার তার মত। এগুলো পাল্টানো যাবে না। আপনার পোস্ট পড়তে চাই। কিন্তু যখন পড়তে এসে দেখি.. গরু রচনার পিছনে পড়ে আছেন । তখন চলে যাই চুপচাপ
০২ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
জটিল ভাই বলেছেন:
দুঃখিত আপা। কিন্তু আমি না চাইলেও যে এসব আমায় ছাড়ে না
৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:২২
আজব লিংকন বলেছেন: আনন্দ সুখ সমৃদ্ধি বয়ে আসুক আপনার জীবনে।
নতুন বছর কাটুক আনন্দে..
হ্যাপি নিউ ইয়ার ২০২৫
০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬
জটিল ভাই বলেছেন:
আপনাকেও জানাই জটিলবাদসহ হ্যাপি নিউ ইয়ার
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩০
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: নতুন বছরে জেনারেশন ৭১-এর এই ভদ্রলোকের (?) পদোন্নতি হয়ে 'গরুর রচনা বিশেষজ্ঞ' থেকে একেবারে 'গরু' হয়ে গেল! নতুন বছরের শুভকামনা রইলো।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬
জটিল ভাই বলেছেন:
ভাই, এখানে কিন্তু গরুর উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে
জটিলবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৭
সৈয়দ কুতুব বলেছেন: প্রশ্ন ফাঁস জেনারেশনের পক্ষ থেকে আপনাকে শুভকামনা।