নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকার ১৩ বছর

১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

আজ মেঘবালিকা'র ১৩ বছরপূর্তি। ২০১২ সালের আজকের দিনে মেঘবালিকা সামুতে পোস্ট করেছিলাম। এরপর দেখতে-দেখতে কেটে গেলো কতোগুলি বছর। কিন্তু মেঘবালিকা আজোও যেনো সজীব। নিজের লিখা বলে বলছি না। কতো মধুময় ছিলো সেইসব দিনগুলো। এরমাঝে আজ বড্ড মনে পরছে শেহজাদী'র কথা। কোথায় আছে, কেমন আছে জানিনা। কিন্তু বড্ড মিস করি। খুব অল্প সময়ে বড্ড আপন হয়ে গিয়েছিলো। আজো অপেক্ষায় আছি তার ফিরে আসার। শুধুমাত্র তার সঙ্গে দেখা করতে দুবাইয়ের বালি চাপার কাজ ফেলে ছুটেছিলাম সুদূর অস্ট্রেলিয়া। তবে সেই ছুটে যাওয়া বৃথা যায়নি। শেহজাদীও আমায় নিরাশ করেনি। তবে সে গল্প অন্যদিন হবে। আজ আবারো মেঘবালিকা'র কথা বলি....

র্বতের কাছে একটি সমুদ্র নাকি সমুদ্রের কাছে একটি পর্বত? কিভাবে বলবো বুঝছি না। যাই হোক, প্রতিদিন সেই সমুদ্রের পানি রোদ্রের কারণে বাষ্প হয়। সেই বাষ্প ঠান্ডা হয়ে ছোট-ছোট জলকণা এবং তারপর তা হতে মেঘের সৃষ্টি হয়। এটা কমন কেইস। প্রতিনিয়তই এই ঘটনা ঘটে চলছে।

কিন্তু একদিন হল কি, একখন্ড মেঘের প্রতি রোদ্রের অনেক মায়া হল। সে তাকে বাতাসে ভেসে অন্যত্র যেতে দেবে না। সে যে ভালবেসে ফেলেছে তাকে! রোদ্র চায় না মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে যাক। সে মেঘকে খুলে বলে তার ভালবাসার কথা। সব শুনে মেঘও না করতে পারলো না। দুজন হয়ে গেল দুজনার।

কিন্তু চলমান নিয়ম ভাঙ্গা কি এতোই সোজা! মেঘ হয়ে যে জন্ম নিয়েছে, তাকেতো ভেসে যেতেই হবে বাতাসের টানে! ঝড়ে পরতে হবে বৃষ্টি হয়ে।

আজ মেঘের ভেসে যাওয়ার দিন। সব শুনে রোদ্র বলল, সে মেঘকে নিয়ে পালিয়ে যাবে। মেঘ যেন তার জন্য সেই পর্বতের উপর অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে মেঘ জমে বরফ হয়ে গেল। অবশেষে রোদ্রের আসার সময় হল।

রোদ্র আসাতে তার তাপে মেঘ গলতে লাগলো। রোদ্র যত এগিয়ে আসছে মেঘ তত গলছে। এদেখে তাকে বাঁচাতে রোদ্র আরও দ্রুতগতিতে এগিয়ে আসতে লাগল। ফলে মেঘও আরও দ্রুতগতিতে গলে ঝরণা হয়ে নেমে গেল তার জন্মস্থানে। মিলন হল না মেঘ-রোদ্রের!!!

হয়তোবা ভালবাসার পরিমানটা বেশি ছিল বলেই সহ্য করতে পারেনি মেঘ। ফিরে গিয়েছিল মাতৃগর্ভে। এই ভালবাসার সাক্ষী হয়ে আজও রয়েছে সমুদ্রের ধারের সেই পর্বত হতে নেমে আসা ঝরণা।


(ছবি নেট হতে)

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: মেঘ বালিকা সময়ের দাবিতে ও যৌবনের আবেগে ভেসে বাবা সমুদ্রের ঘর থেকে উড়ে উড়ে পালিয়ে গিয়ে ঘর বেধেছিল নদের সাথে । সেখানে সুখে দুখে কিছুদিন ঘর করে আবার ফিরে গিয়েছিল বাবা সমুদ্রের ঘরে।

আর এটাই ফি বছর ধরে নিয়মিত চলছে বছরের পর বছর - ১৩ বছর ধরে।

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

জটিল ভাই বলেছেন:
দুর্দান্ত বলেছেন প্রিয় ভাই। সত্যিই জটিল হয়েছে ♥♥♥
জটিলবাদ :)

২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

জুল ভার্ন বলেছেন: চমৎকার কাব্যিক উপস্থাপন!

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

জটিল ভাই বলেছেন:
অনেক অনেক জটিলবাদ প্রিয় ভাই ♥♥♥

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৮

সামিয়া বলেছেন: গান ছবি আর অসাধারণ কথামালায় সাজানো বিরহী লেখনীর ছোঁয়া প্রতি শব্দে, দারুন একটা পোষ্ট। খুব ভালো লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

জটিল ভাই বলেছেন:
অনেক অনেক জটিলবাদসহ শুভকামনা জানবেন প্রিয় আপা ♥♥♥♥ ভীষণ অনুপ্রাণিত বোধ করছি ♥♥♥

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৩

করুণাধারা বলেছেন: সুখপাঠ্য পোস্ট!

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

জটিল ভাই বলেছেন:
জেনে খুব আনন্দিত হলাম আপা ♥♥♥
জটিলবাদ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: খুব লাগলো লেখাটা

১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ প্রিয় ভাই ♥♥♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.