নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

হিম্মাত আছে কি???

১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

ব্লগে মনে হচ্ছে আবার ক্যাঁচাল মাথা তুলেছে। আর ক্যাঁচাল হলে তাতে জটিল ভাই উপস্থিত থাকবে না সেটা কি করে সম্ভব? তাতে কেউ আরক্ত বা বিরক্ত হলেও কিছু করার নাই। একটাই করার আছে, বিরক্ত লাগলে আমার পোস্ট এড়িয়ে যাওয়া।

যা বলতে চাচ্ছি, আসলে আমরা কতোটা ব্যর্থ তা চোখে আঙুল দিয়ে না দেখালেই কি নয়? বর্তমান ক্যাঁচালের বিষয়বস্তু দেখতে পাচ্ছি দুইটি। প্রথমত ফ্যাসিবাদী গুণগান। আর দ্বিতীয়টা পুরান পাপীর প্রলাপ। প্রথমটার বিষয়ে বলতে গেলে মনে করা উচিৎ স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। অনেকের ধারণা এমন যে, জুলাই বিপ্লবের পর সব ফ্যাসিবাদী অটো নিপাত যাবে এবং অটো ফ্যাসিবাদ নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে। আর যাদের মনে এমন ধারণা তাদের সম্পর্কে বলতে হয় যে, বিপ্লব কাকে বলে সেটাই তারা জানেন না। পলাশী'র বিরোধীরা, ৪৭ বিরোধীরা, ৭১ বিরোধীরা, ২৪ বিরোধীরা ছিলো, আছে, এবং থাকবে। সুযোগ পেলেই মোড়ক বদলে মাথাচাড়া দেবে। সিরাজের বিরোধী ছিলো নিজের আপন খালা। ৭১ এ আলবদর, রাজাকাররা স্বদেশীই ছিলো। আর ২৪শেতো সবই স্বজাতি। সেখানে কিভাবে আশা করেন যে, এই ব্লগে ২-৪ পিস থাকবে না? বিপ্লবের ফল এতো সহজ? ভুলে গেলে হবে কি যে বিপ্লব একটি চলমান প্রক্রিয়া? কারণ, বিপ্লব মানেই ফল পাওয়া নয়। কেবল একটি চারাগাছ রোপন। কিন্তু যত্ন ছাড়া যেমনি সেই রোপিত চারাগাছের কোনো দাম নাই, বিপ্লবও তাই।

সুতরাং, বিপ্লব হয়েছে মানেই ব্লগে কেউ ফ্যাসিবাদের পক্ষে লিখবে না এই আশা সম্পূর্ণ বাচ্চামি। বরং সেসব লিখার কঠিন জবাব যুক্তি-তর্কের মাধ্যমে দেওয়া হচ্ছে পরিপক্কতা। জানি সেসব জবাব ফ্যাসিবাদীদের কর্ণকুহরে ঢুকবে না। তাতে কিবা আসে যায়? সার্থকতাতো সেখানে, যদি জবাবগুলো পড়ে সঠিক পথের দিশারিগণ দিশা খুঁজে পান। যাদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, তাদের পরিশুদ্ধির আশা করে কি লাভ? বরং তাদের নিয়ে আলোচনার মানে এই যে, বিনা পয়সায় তাদের প্রমোট করে চলা। আর এভাবেই শত হাতের প্রমোট ধরে এই ২-৪ পিছ যুগ-যুগ ধরে বেঁচে আছে। আমরাই তাদের বেঁচে থাকার রসদ যোগাচ্ছি, আবার আমরাই বলছি তারা কি করে টিকে আছে! হাউ ফানি! এদিকে তারা বসে-বসে মজা লুটে নেয় যে, তারা যাই লিখে তাই হট টপিক হয়ে যায়! তারপরও আমরা বুঝি না আসল গাধা কে!!!! আফসোস!!!

আমরা শুধু চিৎকার করতে জানি, কেনো তারা লিখে? এই যে তাদের লিখা বন্ধ করতে চাওয়া, সেটা কি স্বাধীনতা? কখনোই না। তারা লিখে কারণ তাদের চাইতে উত্তম কিছু আমরা লিখতে পারিনা। আর পারলেও অন্যদের তাতে আগ্রহ নেই। এই যে লিখতে না পারা, কিংবা অন্যকে আকর্ষণে ব্যার্থতা, এর দায় আমরা কিভাবে তাদের উপর দেই? তেঁতো হলেও সত্য মেনে নিতেই হবে। আর এই তিক্ত সত্যের কারণেই তারা লিখেছে, লিখছে, এবং লিখবেও। যে লিখতে জানে তাকে কখনো চিৎকার করে থামানো যাবে না যদি না সঠিক যুক্তি-তর্ক করার হিম্মাত থাকে।

দ্বিতীয় বিষয়টাও তেমনি। টুটি চেপে ধরা কোনো সমাধান নয়। আমরা পুরাতন পাপীদের নিয়ে নাচতে আনন্দ পাই বলেই তারা নাচে। কারণ, প্রথম পাতায় পাপীর উপস্থিতি নেই। তারপরও তাকে নিয়ে নাচার মহত্ব কি? তার আবিষ্কৃত শব্দ নিয়ে ফোঁড়ন কাটার মানে কি? মানে হচ্ছে আমাদের ব্যার্থতা। আমরা লিখতে ব্যার্থ বলেই প্রথম পাতা ছেড়ে ভেতরের পাতায় যেয়ে পড়তে হয়, কিংবা পড়তে মজা লাগে। আমরা কেনো পারিনা নতুন শব্দ আবিষ্কার করতে? পারিনা বললেও ভুল হবে। “বড় গাধা” শব্দটা আমাদেরই আবিষ্কার। এই ট্যাগ সহজেই সবাই বুঝেন। আবার আমার জটিলবাদ সম্পর্কেও আশা করি সম্যক অবগত আছেন। তবে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের সৃষ্টিগতভাবেই পাপে আগ্রহ বেশি। তাইতো পাপীমুখের কথা ঘৃণা করি বলে বলে বারবার আওড়াই। আর এভাবে নিজেরাই প্রমোট করে আবার বলি কেনো উহা টিকে আছে! কতো মজার না!

পাপাী যদি ব্যাক পেইজে থেকেও আলোচনায় আসে, তবে সেই দায় কার? একবার কি এই প্রশ্নটা ভেবেছেন? সব সমাজেই পতিতাবৃত্তিকেকে খারাপ চোখে দেখা হয়। তারপরও নিষিদ্ধ পল্লীগুলো টিকে থাকে কেনো জানেন? আমাদের মা-বোনদের ইজ্জত বাঁচাতে। নয়তো এই নিষিদ্ধ পল্লী না থাকলে রাস্তা-ঘাটে চুরি-ছিন্তাইয়ের মতো ধর্ষণও স্বাভাবিক হয়ে যেতো। এখন যদি আপনি আমি এই নিষিদ্ধ পল্লী নিয়েও আপত্তি করি তখন সেই দায় আমাদের মা-বোনের ইজ্জত দিয়া ঘুচাতে হবে। ব্লগেও তেমনি ল্যাদানোর জন্যে ব্যাক পেইজের দরকার আছে। এখন নিশ্চই আমি-আপনি সারাক্ষণ পরিবারে নিষিদ্ধ পল্লীর ঘটনা আলোচনা করি না? করলে কি হবে? পরিবারের সদস্যের মাঝে নিষিদ্ধ পল্লীর আকর্ষণ বাড়বে। বরং এটাও প্রমাণিত হবে যে, আমি নিষিদ্ধ পল্লীর একজন নিয়মিত খদ্দের।

বরং দুঃখ লাগে যে, ব্যাক পেইজে থেকেও পাপীর পোস্ট বা উক্তি যতোটা আলোচনায় থাকে, আপনি-আমি ফ্রন্ট পেইজের সুবিধাভোগ করেও তার এক ছিঁটে ফোঁটা পারি না। এই দায় কার? এটা নিয়ে কখনো ভেবেছি? এটা নিয়ে কখনো আলোচনা করেছি? শুধু জানি কেনো তারা লিখে এই প্রশ্ন করতে। আর ঘুরে-ফিরে এক গান গাইবার অভ্যাসের কারণে বিপ্লবের পর শুধু বিপ্লবই চলে। ফল আর ভোগ করা হয় না। আর তাই ফ্যাসিবাদ ঠ্যাকিয়ে আজ যাদের আসনে বসিয়েছি, তাদেরও আজ আমাদের কাছে ফ্যাসিস্ট লাগে। মূলকথা হচ্ছে, “ফ্যাসিস্ট” নামে নতুন যে শব্দ শিখেছি তার যত্রতত্র ব্যবহার না করে শান্তি পাই না। এতো সর্ট টেম্পার জাতি কিভাবে হাজার বছর টিকে থাকে?

পরিশেষে একটা চ্যালেঞ্জ দিয়ে শেষ করছি। নেবার হিম্মাত আছেতো? আগামী ১ সপ্তাহ যেনো কোনো পাপীর পোস্ট আলোচিত ব্লগ অংশে না আসে। পোস্ট না আসলে অসাড় কোনো পোস্ট আলোচিত অংশে যাক। কোনো পাপীর পোস্ট না। সূত্রও বলে দিচ্ছি। যে পোস্ট বেশি প্লাস, মন্তব্য, আর পাঠ্য হবে, সেটাই আলোচিত পাতায় যাবে। পাপীরা ক'জন মিলে যদি পোস্ট হিট করতে পারে, তবে কি ব্লগের সবাই মিলেও সেই হিম্মাত নেই?

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১

কিরকুট বলেছেন: ফ্যাসিবাদ বলতে আপনি কি বোঝেন আগে এইটা পরিষ্কার করেন ।

আওমিলীগের পক্ষে কথা বললে সে ফ্যসিবাদ আর জামাতের গলা ধরে ঝুলে পরলে সে মহা মানব এমনটা ভাবার কারন কি বলে মনে হচ্ছে ?

১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

জটিল ভাই বলেছেন:
আমারে প্রশ্ন করার মূল উদ্দেশ্য আগে পরিষ্কার করেন। উদ্দেশ্য যদি ফ্যাসিবাদী হয়, তাহইলে বৃথা বাক্য খরচা করুম না।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৮

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক ও সুন্দর কথা বলেছেন এককথায় যথাযথ

১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

জটিল ভাই বলেছেন:
মন্তব্যের জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় ভাই :)

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৬

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পোস্ট, যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৪

জটিল ভাই বলেছেন:
আন্তরিক জটিলবাদ প্রিয় ভাই। কর্তৃপক্ষতো দেখা যাচ্ছে একটা + দিয়েছে। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ আদৌ আমলে নেবেন কিনা সেটাই হচ্ছে মূল প্রশ্ন.....

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৩

লুধুয়া বলেছেন: আপনাদের গ্যাং তো অনেক আগে তাঁকে ব্যান করে দিয়েছেন। এখন ফ্রন্ট পেজে আসেনা এর পরে ও এতো কান্নাকাটি।আচ্ছা জামাতি দের ধোলাই দিলে আপনাদের এতো লাগে কেনো। গ্যাং মিলে আবার ব্যান করার প্ল্যান।

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬

জটিল ভাই বলেছেন:
আপনি কোন ব্যাং সেই পরিচয়টা আগে দিন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১১

পথিক২৪ বলেছেন: বুঝলাম কিন্তু শেষে গান দেয়ার অর্থ কি ?

১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬

জটিল ভাই বলেছেন:
অর্থ হচ্ছে আপনাকে আপ্যায়িত করা।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৩

পথিক২৪ বলেছেন: তারপরও নিষিদ্ধ পল্লীগুলো টিকে থাকে কেনো জানেন? আমাদের মা-বোনদের ইজ্জত বাঁচাতে। নয়তো এই নিষিদ্ধ পল্লী না থাকলে রাস্তা-ঘাটে চুরি-ছিন্তাইয়ের মতো ধর্ষণও স্বাভাবিক হয়ে যেতো। এখন যদি আপনি আমি এই নিষিদ্ধ পল্লী নিয়েও আপত্তি করি তখন সেই দায় আমাদের মা-বোনের ইজ্জত দিয়া ঘুচাতে হবে।
এই একটা অযৌক্তিক ও অসাড় মন্তব্য ।

১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৭

জটিল ভাই বলেছেন:
আপনার আইডিতেইতো কোনো সার খুঁজে পেলাম না!!!

৭| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ক্যাচাল হলে জটিল ভাই থাকবেনা সেটা কি করে সম্ভব? মানিনা মানবোনা জটিল ভাই থাকতে হবে। :D

১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৮

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... আন্তরিক জটিলবাদ প্রিয় ভাই :)

৮| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্যাচাল চলতে থাক হাম্বালীগের বিরুদ্ধে।

১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯

জটিল ভাই বলেছেন:
আপনার বা আমার বিরুদ্ধে চললে সমস্যা আছে? =p~

৯| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমি একজন বয়স্ক ব্লগারের লেখালেখি নিয়ে আমার মতামত জানাতে চাই। আমার মনে হয় তিনি এমন ভঙ্গিতে লেখেন যেন তিনি সর্বজ্ঞানী এবং বাকি সবাই অজ্ঞ। তার লেখা পড়ে মনে হয় যেন তিনি ব্লগিংয়ের মাধ্যমেই দেশোদ্ধার করছেন। পঁচাত্তর বছর বয়সে অর্থনৈতিকভাবে সক্রিয় না থেকেও তিনি সারাক্ষণ ব্লগে পড়ে থাকেন এবং তার লেখার মাধ্যমে 'পরিবেশ দূষণ' করছেন।

তার একজন অতি উৎসাহী অনুসারী আছেন যিনি তার প্রতিটি পোস্টে মন্তব্য করেন এবং তাকে প্রথম পাতায় লেখার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে ক্রমাগত অনুরোধ করে চলেন। সম্ভবত তাদের কারোই বাস্তবভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন কোনো সংশ্লিষ্টতা নেই। ফলে তাদের লেখা পড়ে মনে হয় যেন শুধু ব্লগিংয়ের মাধ্যমেই দেশের সকল সমস্যার সমাধান সম্ভব।

আমি সন্দিহান যে এই ব্লগে লেখালেখি করে প্রকৃতপক্ষে দেশের কতটুকু পরিবর্তন হয়েছে। আমার কাছে ব্লগিং কেবলই সময় কাটানোর একটা মাধ্যম, এর বাইরে কোনো তাৎপর্য নেই।

১৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫২

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আপনার অবজারভেসন শত নয়, সহস্রভাগ সঠিক। কিন্তু এ নিয়ে অবজার্ভ করতে করতে বেশির ভাগই এখন বিরক্ত :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.