![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমবারের মতো বই বের করার জন্য গতবছর শায়মা প্রকাশনী এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কথা ছিলো আমার সুবিশাল ১০০০ পৃষ্ঠার প্রথম বই সৌজন্য সংখ্যা (বইয়ের নাম "সৌজন্য সংখ্যা") প্রকাশের মাধ্যমে শায়মা প্রকাশনী আত্মপ্রকাশ করবে। কিন্তু গতরাতে এর কর্ণধার শায়মা হক ফোন দিয়ে জানালেন প্রিন্টারের কালি শেষ হওয়া জনিত কারণে ছাপার কাজ শেষ করতে পারেননি। ফলে এইবারের বইমেলায় তিনি আর প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে পারছেন না বলে সে কি কান্না! এ যেনো ডাঙ্গায় উঠিয়া বাবু প্রথম কথা কইলেন, "আমার আরেকপাটি পাম্পসু?" আমি যে বইয়ের লেখক হিসেবে এবারো আত্মপ্রকাশ করতে পারলাম না সেদিকে ঊনার কোনো ভ্রুক্ষেপ নেই। বরং, এডভান্স করা টাকা ফেরত চাওয়াতে কাঁদতে কাঁদতে জানালেন মেকাপের জিনিসপত্র কিনিয়া শেষ করিয়া ফেলিয়াছেন। এইডা কুনো কথা??? লোকে বই বের করলে টাকা পায়, আর আমি দেই। ভেবেছিলাম কালি কেনার টাকা দেবো। পরে মনে হলো, না দেওয়াই ভালো। দিলে তাহা দিয়া কালি না কিনিয়া কাজল কিনিতে পারেন।
আমার সাধের বউ থুক্কু বই এবারো প্রকাশ হইলো না।
যাউগ্গা, তিনি প্রকাশক হতে আরো এক বছর অপেক্ষা করুক। কিন্তু লেখক হিসেবে আমি পারমু না। তাই সিদ্ধান্ত নিলাম বইয়ের বিস্তারিত ব্লগেই লিখিয়া পাঠকের সমীপে পৌঁছিয়া দেবো। তাই আইনি ঝামেলা এড়াতে আগেই বলিয়া লই যে, এই লিখা সেই স্পয়লার দোষে দুষ্টু যেই বই এখনো প্রকাশই পায় নাই।
তো এতোক্ষণে নিশ্চিত পাঠক হৃদয়ে প্রশ্ন জাগিয়া গিয়াছে কেনো এমন নাম আর কি আছে এতো মোটা বউয়ে থুক্কু বইয়ে! ধীরে বন্ধু ধীরে। সবই বয়ান করিতেছি।
একসময় লেখকের বই প্রকাশিত হবার পর এর মান যাচাইয়ের ও উন্নয়নের পরামর্শ লাভের আশায় লেখাবোধ্যাদের সৌজন্যতা স্বরূপ সৌজন্য কপি প্রদানের মাধ্যমে এই সৌজন্য সংখ্যার প্রচলন ঘটিলেও এখন কাউকে বই প্রকাশের কথা বললেই প্রথম কথা, "সৌজন্য সংখ্যা পাবোতো?" সেই ধারণা হইতে বইয়ের এইরূপ নামকরণ যেনো উত্তরে ধপ করিয়া বলিতে পারি অবশ্যই। দিন ৩০০ টাকা দিন। এই যা। বইয়ের মূল্যও বলিয়া ফেলিলাম। এখন হয়তো পাঠকের অনেকের বইটি কেনার ইচ্ছে উবে যাচ্ছে। আরে ভয় পাবেন না।
সামুর জন্যে রইয়াছে বিশেষ অফার। ৩০০ টাকার বই সামু ব্লগারদের জন্য কোম্পানির প্রচারের উদ্দেশ্যে দেওয়া হইবে ৭০ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ১০০ টাকায়! ১০০ টাকায়! ১০০ টাকায়! সাথে লেখকের অটোগ্রাফ একদম বিনামূল্যে! সেইক্ষেত্রে আপনাকে প্রমাণ করিতে হইবে আপনি সামুর ব্লগার। আর তাহা প্রমাণের জন্যে আপনার ব্লগের ইউজার আইডি ও পাসওয়ার্ড আমাদের নির্দিষ্ট মেইলে মেইল করে দিতে হবে। আমাদের এক্সপার্টগণ যদি তা দিয়া আপনার আইডি সফলভাবে হ্যাক থুক্কু লগিন করতে পারে তবেই আপনি এই অফারের আওতায় চলে আসবেন। ফলে মাত্র ১০০ টাকায় আপনি পেয়ে যাবেন নেট হতে কালেক্ট করা ছবি নিয়ে কেটেকুটে তৈরী করা সুদৃশ্য মলাটের ১০০০ পেইজের হেবি ওয়েটের একটি বই। এখন প্রশ্ন আসতে পারে এতো বড় বই কি নিয়ে লিখা।
জটিল ভাইয়ের জটিল নামকরণ সমৃদ্ধ জটিল ফিগারের বউ থুক্কু বই হইলেও লেখা একদম সহজ-সরল। বুড়ি হতে ছুড়ি, বয়স একশো হতে কুড়ি সবাই বইটি পড়তে ও দেখতে পাবেন। কারণ, এর প্রথম কয়েক পৃষ্টা জুড়ে রয়েছে লেখক পরিচিতি যা আপনার পড়তে হবে না, বিক্রেতাই বলে দেবে। এরপরের অংশে রয়েছে কেবলই সাদা পাতা, সাদা পাতা, সাদা পাতা! তাছাড়া লেখক সারাদিন সামুতে অযথাই এতো লিখে সামুর পাতা ভরছে যে বইয়ে লিখার মত আর কিছু পাচ্ছে না। বরং যদি বই আর বইমেলাকে কেন্দ্র করে লেখক সামু ব্যবহার করতো তবুও হয়তো বইয়ে লেখার মতো কিছু থাকতো।
অবাক হচ্ছেন? তবে এবার বইটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে সবাক হোন।
-যারা লেখকের পরিশ্রম নয়, সৌজন্য সংখ্যাকে মূল্য দেন থুক্কু মূল্য দিলেতো আর সৌজন্য সংখ্যা খুঁজিতেন না। সৌজন্য সংখ্যা যারা পেতে চান বইটি তাদের জন্য আদর্শ।
-বেশিরভাগ এখন বইমেলায় বই কিনতে নয়, ঘুরতে যান। তাদের জন্য বউটি থুক্কু বইটি আদর্শ ফটোসেসনের একটি উপকরণ হতে পারে।
-পাঠক, অপাঠক, সুপাঠক, কুপাঠক সবাইকেই এই বইটি একজন সেরাম লেভেলের পাঠক হিসেবে চাটুকারদের সম্মুখে উপস্থাপনে সহায়ক।
-যাদের সময়ের অভাব তাদের জন্যে বইটি সময় সাশ্রয়ী।
-উপরতলার যারা পড়া নয়, বই সংগ্রহ করে তাক ভরে নিজেকে প্রগতিশীল প্রমাণে ব্যস্ত তাদের জন্যেও বইটি আদর্শ।
-বাসায় মেহমান বেশি হলে বালিশের চাহিদা মেটাতে বইটি অনবদ্য।
-সারাদিন মোবাইলে কাটানো যারা বইয়ের সৌজন্য সংখ্যা সংগ্রহে মরিয়া হয়ে সংগ্রহের পর বই নিয়ে দুটো ছবি তুলে সোস্যাল মিডিয়ায় সেলিব্রেটি হতে আপলোড করেই ছুঁড়ে ফেলেন তাদের জন্যে বইটি তুলনাহীণ।
-যারা সৌজন্য কপি সংগ্রহের পর লেখকের অসৌজন্যমূলক ঘেনরঘেনরের সম্মুখীন হোন বইটির রিভিউয়ের জন্য তাদের জন্য আমার বইটি স্বস্তির নিঃশ্বাস।
-যাদের ছোট্ট বেবি কিংবা ডায়রি লিখার অভ্যাস রয়েছে বইটি তাদের জন্যে অনন্য এক উপকরণ।
-সর্বশেষে বইটি সৌজন্য সংখ্যা হলেও কাগজওয়ালা বইটির জন্যে আপনাকে ভালোই মূল্য দেবে।
-মোট কথা বউটি থুক্কু বইটি আপনার সোঅফের মাত্রা কোথায় নিয়ে যে পৌঁছোবে তা আমি কল্পনাই করতে পারছি না। পাঠকগণ উল্লেখিত উপযোগ ছাড়াও বইটির আরো নতুন নতুন বৈশিষ্ট্য আবিষ্কার করতেই থাকবেন। করতেই থাকবেন। করতে করতে জীবন শেষ হয় যাবে। কিন্তু এর বৈশিষ্ট্য শেষ হবে না। কবির ভাষায় বলতে হয়,
"জীবন ফুরিয়ে যাবে, উপযোগীতা ফুরাবেনা জীবনে, বইটি আরো আগে কেনো এলো না? কেনো এলো না এই ভুবনে?"
-সর্বোপরি আমিও গর্ব করে পাচার থুক্কু প্রচার করতে পারবো আমারও একটা বই বেরিয়েছে।
মনে হয় না আর কারো বউয়ে থুক্কু বইয়ে আপনারা একসঙ্গে এতোকিছু পাবেন। আমার মতো আর কেউ ঘটকের থুক্কু পাঠকের এতোদিক চিন্তা করে বই লিখবে না গ্যারেন্টি! তাই সময় নষ্ট না করে সবাই প্রকাশ হওয়া মাত্রই বইটি সংগ্রহ করবেন বলে আশাবাদী। নতুবা লেখক আলম ভাইয়ের মতো উদীয়মান আরেকজন লেখক অংকুরে বিনষ্ট হয়ে যাবে সঠিক মূল্যায়ণের অভাবে।
তাই চাইলে বইটি প্রি-অর্ডার করতে পারেন। আপনাদের উৎসাহ পেলে এই লেখক বইটির জন্য গিনিচবুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়ে নিতে পারেন। তাই প্রি-অর্ডার করতে আর দেরি না করে এখনি + দিয়ে আপনার ব্লগের ইউজার আইডি আর পাসওয়ার্ড কমেন্ট করুন।
পরিশেষে,
জটিলবাদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৫
জটিল ভাই বলেছেন:
তাই হোক। তবে তখনের মুহুর্ত ক্যামেরাবন্দী করে ব্লগে দিতে কিন্তু ভুলবেন না
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এতসব বলতে হবে না। গল্পটি খুব সুন্দর ছিল। আপনি কিনেন আর অন্যকে উপহার দিন
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৬
জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭
রবিন.হুড বলেছেন: জটিল লেখার জন্য আপনাকে ধন্যবাদ। সায়মা আপা প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ না করলেও লেখক হিসেবে ঠিকই নিজেকে প্রকাশ করে ফেলেছেন। আর আপনি জটিল আলাপ না করে সহজ সরল ভাষায় একখানা বই প্রকাশ করলে পাঠকগণ বড়ই উপকৃত হতো। আর পাঠক তথা প্রকাশকের আন্তরিকতার ঘাটতি থাকায় আমার তৃতীয় বই প্রকাশ করা না হলেও কিছু পাঠক জানতে চায় এবার বই মেলায় আমার কোন নতুন বই আসছে কি না?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৮
জটিল ভাই বলেছেন:
আপনার তৃতীয় বউ থুক্কু বইয়ের জন্যে সমবেদনাসহ জটিলবাদ জানাই
অনেকদিন পর। দল নিয়ে খুব ব্যস্ত নাকি? শরীর-স্বাস্থ্যের কি অবস্থা প্রিয় ভাই?
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: ঐ মিছা কথা বলো কেনো!!!!!!!!!!!!
আমার প্রকাশনী আছে...... এখনও আছে........ তবে তোমার অমূল্য বই ছাপার জন্য শুধু মালটই বানিয়েছো তাই ছাপিনি!!!!!!!!
তবে একদিকে ঠিকই আছে....... এই উপকারী সমসাময়িক প্রয়োজন মিটানো বইখানির কদরই সবাই করিবেক এই যুগে ...............
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০
জটিল ভাই বলেছেন:
যতোটা জমবে ভেবেছিলাম ততোটা হলোনা। তাই মন্তব্যের জবাব দিতেও দেরি হয়ে গেলো
তবে আমার বউ থুক্কু বই নিয়ে যেই ছিনিমিনি খেললা তার জবাব একদিন না একদিন দিতে হবেই!
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: রবিনভাইয়া আমার কিন্তু আরও অনেকগুলা প্রকাশিত বই আছে এবং ম্যাগাজিনে অনেক প্রকাশিত লেখাও আছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪
জটিল ভাই বলেছেন:
স্বনামে নাকি বেনামে?
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০
জুল ভার্ন বলেছেন: আমার লেখা বই কিম্বা ব্লগ সবই আমার নিজের জন্য!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪
জটিল ভাই বলেছেন:
এটাই হওয়া উচিৎ প্রিয় ভাই ♥♥♥
জটিলবাদ
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২০
নীল আকাশ বলেছেন: হা হা হা
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩
জটিল ভাই বলেছেন:
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭
জটিল ভাই বলেছেন:
রিপোর্টেড
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপুর বইটি সংগ্রহের ইচ্ছে আছে। সেদিন আপুর সাথে দেখা হবে।