নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
আজকের উল্লেখযোগ্য দু'টি ঘটনায় মনে হচ্ছে শাপে বর হবার আশংকা। প্রথমত, ভারতে বসে আজ ৬ মাসের মাথায়ও কথায় কোনো শোক বা পাপবোধ নেই। বরং বরাবরের মতোই অহংকার, ক্ষমতালোভ, মিথ্যাচারসহ সকল চারিত্রিক গুণ বিদ্যমান। মনে হচ্ছে যেনো এই ৬ মাস অবকাশ যাপনে ছিলো।
অপরদিকে এর প্রতিক্রিয়ায় যে ভাংচুর হলো তা হয়তো শাপে বরই হবে। কেননা, এই দেশে ক্ষমতা পেলেই যে দুর্নীতি আর দুর্বৃত্তপরায়নতা দলগগুলোর মাঝে দেখা যায়, অতীত ইতিহাস বলেনা এই চক্র হতে দেশ মুক্তি পাবে। ফলে এখন ক্ষমতায় যেই যাকনা কেনো, দুর্নীতি আর দুর্বৃত্তির কারণে সময়ের ফেরে ক্ষমতার পালা বদলে আবার হয়তো স্বৈরাচারেরাই মসনদে উপবিষ্ট হবে যেভাবে হয়েছে বারবার। আর তখন হয়তো পিতার স্মৃতির নাম করে এইসব বিল্ডিং ভাঙ্গা একটু সমস্যাই হতো। সেইসাথে খরচারও বিষয় ছিলো। কিন্তু বর্তমানে তা বিনে পয়সায় সম্পন্ন হচ্ছে, আর তখন ক্ষমতায় এলে এই ভাংচুরের জের ধরে হয়তো বুর্জ খলিফার চাইতেও সুউচ্চ ভবন তারা সেসব স্থানে তৈরী করবে যার ভিত গেঁথে দিলো তাদেরই পরাশক্তিি!
তাই, এসব ভাংচুরের চাইতে বেশি দরকার ছিলো স্বৈরাচার যেইহোক, তার ভিত এমনভাবে নষ্ট করা যাতে ভয়ে আগামীতে কেউ স্বৈরাচার হবার দুঃস্বপ্নও না দেখতে পারে!!!
©somewhere in net ltd.