নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

ক্যান্টনমেন্ট হতে ৩২ নম্বর! আল্লাহ্ কারো একার নন!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

”অতিবাড় বেড়ো না ঝড়েতে উড়াবে,
অতি ছোট হয়ো না ছাগলে মুড়োবে!”


কথাগুলো শুধু মাথায় ঘুরছিলো। ভাবছিলাম এ নিয়ে কিছু লিখি। কিন্তু ইদানিং কি হয়েছে, লিখতে ইচ্ছে করে না! মাথাটা সবসময় কেমন যেনো করে লিখতে গেলেই। তাই নেটে পড়ে নিচের ব্লগটা ভালোই লাগলো। তাই শেয়ার করছি।

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটি মোটিভেশনাল উক্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তবে চলুন শুরু করি।

জীবনে চলার পথে অনেক কিছুরই দরকার পরে, কোনগুলো ভালো জিনিস আবার কোনগুলো খারাপ জিনিস। ভালো জিনিস গুলো কে গ্রহণ করতে হয় আবার খারাপ জিনিস কে বর্জন করতে হয়। এভাবে করেই আমাদের জীবনে এগিয়ে যেতে হয়। তবে কিছু কিছু জিনিস আমরা মাত্র অতিরিক্ত করে ফেলি যার কারণে পরবর্তী জীবনে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়।

আপনারা হয়তো কোন না কোন সময় গুরুজনদের কাছ থেকেই শুনেছেন। কোন কিছুই বেশি করা ঠিক নয়। আসলে কিন্তু ঠিক নয়। এটা বৈজ্ঞানিকভাবে ও প্রমাণিত হয়েছে। ধরুন আপনার একটি বই এর চ্যাপ্টার শেষ করতে তিন ঘন্টা সময় লাগবে কিন্তু আপনি যদি একটানা ৩ ঘন্টা পড়াশোনা করে চ্যাপ্টারটি শেষ করেন পরবর্তীতে দেখা যাবে অনেক কিছুই আপনি ঠিক ভাবে মনে করতে পারছেন না, তবে আপনি যদি সেই তিন ঘন্টাকে আলাদা আলাদা ভাবে ভাগ করে পড়াশোনা করতেন অর্থাৎ পড়াশোনার মাঝে মাঝে ৫-১০ মিনিটের ব্রেক নিয়ে পড়াটি পড়তেন তাহলে দেখা যেত সেই পড়াটি আরো ভালোভাবে আপনি সম্পন্ন করতে পারতেন।

এই বিষয়টি যে শুধুমাত্র আমি বলছি তা কিন্তু নয়। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। আমাদের জীবনে আমরা যত কাজ করি না কেন কোনটাই মাত্রা অতিরিক্ত ঠিক নয়। ধরুন আপনি খুব গান শুনতে ভালোবাসেন কিন্তু প্রতিনিয়ত যদি আপনি বেশিভাগ সময় গান শোনার পিছনে ব্যয় করেন তাহলে আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে গান শোনা যায়। মাঝে মাঝে গান শুনলে মন ভালো হয়ে যায় তবে সেটা যদি মাত্র অতিরিক্ত হয়ে যায় তাহলেই হবে সমস্যা।

অনেকেই রয়েছেন ঘন্টার পর ঘন্টা বসে ফেসবুক চালায়, ইউটিউব চালায় সেই বিষয়টি কিন্তু আসলে খারাপ। এই বিষয়গুলো আমরা সকলেই বুঝি কিন্তু অনেকেই মানতে চাই না। শুধুমাত্র কাজ করা এবং কোয়ালিটি ফুল কাজ করার মধ্যে কিন্তু অনেক বড় একটি পার্থক্য রয়েছে। আপনাকে কোন একটি কাজ দেওয়া হল। সেই কাজটি আপনি ভালোভাবে সম্পন্ন করলেন সেটি হবে ইফেক্টিভ কাজ কিন্তু আপনাকে একটি কাজ দেওয়া হলো কিন্তু আপনি বেশি সময় ধরে সেই কাজটি করে ফেলেন কিন্তু সেই কাজটি কোয়ালিটি ফুল হলো না, তাহলে কিন্তু ফলাফল শুন্য।

একটি বিষয় আমি ব্যক্তিগতভাবে মেনে চলার চেষ্টা করি, আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ততটুকুই চাপ দেন যতটুকু আমরা কিংবা আমাদের শরীর সহ্য করতে পারে। এর থেকে বেশি কিন্তু চাপ সৃষ্টি কর্তা আমাদের দেন না। তাই যাই করুন না কেন বেশি অতিরিক্ত চাপ নিয়ে কোন কিছু করার চেষ্টা করবেন না। তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। সেই কাজটিও নষ্ট হবে সেই সাথে আপনার মূল্যবান সময় গুলো।

কোন কিছু যদি অতিরিক্ত করে থাকেন সেক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো সময় নষ্ট। আসলে এই সময় যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মূল্যবান সেই বিষয়গুলো হয়তো আমরা এখন বুঝতে পারছি না কিন্তু আজ থেকে ৫-১০ বছর পরে এই সময়ের মূল্য গুলো আমরা ঠিক বুঝতে পারব।

বিষয়গুলো আগে আমার বাবা-মা আমাকে বলত কিন্তু তখন বুঝতে পারতাম না তখন আর শুধুমাত্র বিরক্ত লাগতো কিন্তু এখন বুঝতে পারছি সেই সময়ের মূল্য কতখানি। তাই গুরুজন যেসব বিষয়ে আমাদের উপদেশ দেন সেগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। আমরা সেই সব বিষয়গুলোই উপদেশ পাই যেগুলো আমরা বুঝতে পারি না, কিংবা যেগুলোর অভিজ্ঞতা এখনও আমরা গ্রহণ করতে পারেনি।

যাইহোক আজ বেশি কিছু লিখছি না, সবার প্রতি একটাই অনুরোধ মাত্র অতিরিক্ত কোন কিছুই করবেন না, মাত্রা অতিরিক্ত কোন কিছুই ভালো না, ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১০

অপু তানভীর বলেছেন: হ্যা। মাত্রাতিরিক্ত কোন কিছুই ভাল না । আমাদের কোথায় থামতে হবে সেটা জানা উচিৎ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

জটিল ভাই বলেছেন:
আমাদের কোথায় থামতে হবে সেটা জানা উচিৎ।
যথার্থ বলেছেন। জটিলবাদ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮

আদিত্য ০১ বলেছেন: এখন যেটা হচ্ছে এইটা কি হচ্ছে? পিনাকি ইলিয়াস যা বলছে তাই করছে, আগুনের হোলি আর জিঘাংসার খেলা।১৬ বছর ক্ষমতায় ছিলো এখন নাই। এখন যারা আছে তারা কি ক্ষমতায় চিরদিন থাকতে পারবে? মহান আল্লাহ ছাড়া কেউ গেরেন্টি দিতে পারবে না। আওয়ামীলীগ যে আবার ক্ষমতায় আসবে না সেইটা গেরেন্টি আমি আপনি দিতে পারবো? আদৌ না। কিন্তু এখন যে জিঘাংসা আর আগুনের হোলি খেলা হচ্ছে এইটা প্রতিশোধ কিভাবে নিবে যেদিন আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। ক্ষমতা চিরদিনের না, সো এইটা মাথায় আওয়ামীলীগের ছিলোনা, এখন যারা আছে তাদেও নাই।

এখন যা দেখতেছি, ছাত্ররা কয়দিন পর দল গঠন করে ক্ষমতায় গেলে, এই পিনাকি ইলিয়াসের কথায় যে তারা বিএনপি বা খালেদার বাড়ি পুড়ে দিবে না বা জামাতের অফিস বাড়ি পুড়ে দিবে তার গেরেন্টি কি? সবকিছু সীমা আছে

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

জটিল ভাই বলেছেন:
ঠিইইইক!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৯

মেঠোপথ২৩ বলেছেন: ডঃ ইউনুসের নেতৃত্বে তপ্ত্বাবধায়ক সরকার গঠনের শুরুতেই উপদেষ্টামন্ডলির নাম দেখে ধাক্কা খেয়েছিলাম। তিনজন ছাত্র ছাড়া জুলাই- অগাস্ট বিপ্লবের স্টেক হোল্ডাররা সেখানে ছিল না। তখনই বুঝতে পেরেছিলাম যে , এই সরকার জনগনের প্রত্যাশা পুরন করতে পারবে না। মিনমিনে সব অপদার্থগুলো ডঃ ইউনুসকে ব্যার্থ করে দিয়েছে। এই বিপ্লবী সরকারের প্রথম কাজই ছিল পতিত স্বৈরাচারের সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করে দেশে আইন শৃংখলা প্রতিষ্ঠা করা। কিন্ত ছয় মাস পেরিয়ে যাবার পর বাস্তবে আমরা কি দেখছি ? স্বরাস্ট্র উপদেষ্টা লোকটাকে দেখলেই রাগ চরমে উঠে যায়। দেশে আইন শৃংখলা বলতে কিছুই নাই, আর এই ভন্ড আঞ্চলিক ভাষায় মিনমিন করে কি বলে সেই জানে!! অর্থনৈতিক দিক থেকে সরকারের বেশ কিছু প্রাপ্তি আছে। কিন্ত একটা দেশে যদি আইন শৃংখলাই না থাকে , তাহলে কিভাবে হবে?

পাবলিক এখন নিজের হাতে আইন তুলে নিয়ে গত দুইদিন যা করল, তার দায় কি সরকার এড়াতে পারে ? এই চরম অপদার্থ সরকার এখন দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিলেই দেশের মঙ্গল । সংস্কার কেবল এদের মুখের কথা। বাস্তবায়ন করা এই অপদার্থদের পক্ষে অসম্ভব। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেই আসুক, তারা অন্তত এই অপদার্থগুলোর চাইতে বেটার হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

জটিল ভাই বলেছেন:
বেটার কিনা বলা যায় না। তবে জনগণের চিন্তা কেউই করে না! :(
জটিলবাদ প্রিয় ভাই ♥

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮

ঁআঁছইআ বলেছেন: [google](https://google.com/)
google

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮

ঁআঁছইআ বলেছেন: ((https://google.com/))

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৯

ঁআঁছইআ বলেছেন: https://google.com/

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৯

ঁআঁছইআ বলেছেন: https://google.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.