নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

চাহিদামত স্বাধীনতার স্বরূপ

০৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৭

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

ক'দিন আগে ট্রেনে চড়ে একটা বিষয় আবিষ্কার করলাম। এই রোজার মাঝেও ফেরিওয়ালারা দিনের বেলায় ফেরি করে খাবার জিনিস বিক্রি করছে। কেউ তাদের রামাদানের পবিত্রতাকে রক্ষার উদ্দেশ্যে থামিয়ে দিচ্ছে না। ভাবলাম, যাক। ট্রেনে অন্তত স্বাধীনভাবে চলার ব্যবস্থা আছে। পরোক্ষণেই দেখি টিটি সাহেব এসে বিনা টিকেটে যাত্রার জন্যে অনেককে জরিমানা করে চলেছে। দেখে মনে মনে ধিক্কার দিলাম। এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?

রাস্তায় হাঁটার সময় নানান শ্রেণী পেশার লোকজনের সহবস্থান দেখে ভাবলাম এখানে অন্তত স্বাধীনভাবে চলার ব্যবস্থা আছে। কিন্তু পরোক্ষণেই দেখি খাবারের দোকানগুলো পর্দা দিয়ে ঘেরা। তবে কি এবার পর্দা নারী বাদ দিয়ে দোকানের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? এই স্বাধীনতাই কি চেয়েছিলাম?

এসব ভাবতে ভাবতে যখন হাঁটছি তখন নাকে কিসের যেনো একটা উঁটকো গন্ধ এসে লাগলো। তখনই রাস্তার পাশে ডাস্টবিন আবিষ্কার করে দ্রুত প্রস্থান করছিলাম। আর তখনই মনে হলো, আরে! এটাইতো সত্যিকারের স্বাধীনতা ঠিক যেমনটা আমরা চাই! এখানেই একমাত্র জাত-বেজাত, শ্রেণী-পেশা, আস্তিক-নাস্তিক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আবর্জনাই মিলেমিশে একাকার হয়ে আছে, আর ডাস্টবিনটা সবাইকে বুকে আগলে রাখছে। সে দেখছে না কোনটা কার আবর্জনা। সে সবাইকেই সমানভাবে বুকে ধারণ করে রেখেছে। এখানে সবাই স্বাধীনভাবে নিজের আবর্জনা ফেলে চলে যাচ্ছে। অন্যেরা কে কি আবর্জনা ফেলছে তাতে কেউ কোনো দৃষ্টি দিচ্ছে না। সবাই আসছে, আবর্জনা ফেলছে, চলে যাচ্ছে। কেউ এসব নিয়ে ঘাটছে না। আর ডাস্টবিনও পরম মমতায় সকল আবর্জনাকে আগলে রাখছে। আবিষ্কার করলাম যে, দিন শেষে ডাস্টবিনই একমাত্র সত্যিকারের স্বাধীনতার প্রতীক। এখানে ভালো, খারাপ নির্বিশেষে সকলের সমান ঠাঁই রয়েছে। এখানে নেই কোনো গরীব-ধনী বা বড়-ছোট। সবার একটাই পরিচয়, তা হচ্ছে “আবর্জনা”। সত্যিই ডাস্টবিন তুমি মহান। তুমিই আমাদের মনের মতো বাক স্বাধীনতার স্বরূপ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৭:৪৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: জটিল বলেছেন ভাই। আপনাকে ধন্যবাদ। স্বাধীনতার নামে আমরা এখন নিজেদের মনের আবর্জনাকেই প্রকাশ করছি অনেকাংশে

২| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: প্রথম ঘটনা দুটো স্বাধীনতার মর্মবিরোধী, পরেরটা নির্ভেজাল স্বাধীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভালোই বলেছেন। যারা বোঝার, তারা বুঝে নেবে। যা বুঝতে পারলাম প্রথম এবং একমাত্র মন্তব্যটা পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.