![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,
জানিনা কি লিখছি বা লিখবো বা কিভাবে লিখবো। শুধু বুঝতে পারছি লিখা দরকার। আর এই লিখার চাপ আজ বহুদিন ধরেই উপলব্ধি করে চলেছি। তারপরও লিখতে পারছি না এই, কি-কিভাবে ইত্যাদি করে।
যারা আমায় ভালবাসেন তারা নিশ্চই দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছেন আমার মাঝে বিশেষ পরিবর্তন এসেছে। আমি আগের মতো যেমনি এ্যাক্টিভ নই, তেমনি আগের মতো পোস্ট পড়া, মন্তব্য করা, বা মন্তব্যের উত্তর করা ইত্যাদির কোনোটাই আমায় দিয়ে হচ্ছে না। অনেকেই ভাবতে পারেন আমি বদলে গেছি। আবার ভাবতে পারেন আমি ভাব নিচ্ছি। কিন্তু সত্যিটাও নিশ্চই অনেকে উপলব্ধি করতে পারছেন যে, নিশ্চই কোনো ক্রাইসিসের মধ্যদিয়ে যাচ্ছি। আবার ক্রাইসিস শব্দটাও উল্লেখ করতে ভয় হয়, কারণ ক্রাইসিস শুনলেই অনেকে ভাবে এই বুঝি টাকা-পয়সা চাইলো।
আসলে আমি বিশাল অন্তর্দন্দে আটকে গিয়ে তাল-মাটাল হয়ে গেছি। এর পেছনে অনেক কারণ রয়েছে।
মূল কারণ, দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলে আসছে। কিন্তু তা এখন এমন এক স্থানে পৌঁছেছে যা আমায় ভেঙ্গে ফেলে নতুন-নতুন প্রশ্নের সম্মুখীন করছে।
সর্বদা এসব প্রশ্ন মাথা জ্যাম করে রাখায় বহুমাত্রিক চিন্তা-ভাবনা করতে পারছি না। সেক্ষেত্রে তাল ধরে রাখতে পারছি না। প্রায়ই খেই হারিয়ে ফেলছি। এজন্য লিখা, মন্তব্য করা ইত্যাদি সবই জটিল হতে জটিলতর ঠেকছে। তাই ইচ্ছে থাকলেও এগিয়ে যেতে পারছি না। অল্পতেই মুড সুইং হচ্ছে। এমন হয় যে, আগ্রহ নিয়ে কাজ শুরু করে পরে আর আগ্রহ থাকে না। লিখতে নিয়ে মাঝখানে আর শেষ করতে ইচ্ছে করে না। সব যেনো প্রলাপ মনে হয়। লিখার মাঝে নতুন চিন্তা এলেই সব পাকিয়ে যায়।
আরেক সমস্যা হচ্ছে মোবাইল চেঞ্জ করার পর আপডেট কী-বোর্ড আর নতুন লে-আউট। বর্ণ খুঁজতে গিয়ে কি লিখছিলাম সেটাই হারিয়ে ফেলি। পরে আর লিখতে পারিনা। আবার বর্ণ খুঁজে বের করতেও মেজাজ খারাপ হয়। এদিকে নতুন করে আবার টাইপ শেখারও ধৈর্য্য হচ্ছে না। এমন সময় শুধু মনে হয়, কি লাভ এসব করে?
আরো বড় সমস্যা হচ্ছে, পরিবার হতে ধাক্কা খেয়ে এখন যাই করি মনে হয়, কি লাভ এসব করে? পরিবারই যেখানে মূল্য দেয় না সেখানে…..…..
সেইসাথে আরো পীরাদায়ক দেশ এবং বিশ্ব পরিস্থিতি। ৫ই অগাস্টের পর নতুন স্বপ্ন দেখলেও পেছনে তাড়া করছে নব স্বৈরাচারের ছায়া। পতিত স্বৈরাচার হতে মুক্তি পেতে যখন দল-মত ভুলে সবাই মজলুমের কাতারে দাঁড়িয়ে দেশ নিয়ে ভেবেছি তখন আশা ছিলো পরিবর্তনের। কিন্তু এখন যখন মুখোশ খসে পরছে ক্ষমতা কুক্ষিগত করার লিপ্সায়, তখন এই ভেবে বিদগ্ধ হচ্ছি যে, কতো বড় একটা গেইমের মাঝে ছিলাম। যারা স্বৈরাচার খেদিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখালো, তারাই এখন নতুন স্বৈরাচার হবার প্রয়াস নিয়ে এগুচ্ছে, আর আমরাই কিনা তাদের নেক্সট টার্গেট! শাসক বদলায় নামমাত্র। মজলুম, জালিম, আর জুলুমের কোনো পরিবর্তন আসে না।
এদিকে একই গেইম চলছে বিশ্বেও। ফিলিস্তিনের জন্য সবাই মায়াকান্না দেখিয়ে এখন যখন ইরান এগিয়ে এলো, তখন পাশে আর কেউ নেই। এদিকে ইরানের এই এগিয়ে আসাটাও কি মজলুমের জন্য নাকি চলমান গেইমেরই অংশ তাও জানি না।
এবার সব মিলিয়ে বলি, মজলুম ফিলিস্তিনের জন্যে দরদ দেখালেও রায়টা বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্র, ইজরায়েল এসবের দিকেই। ফিলিস্তিনের জন্য করলে সন্ত্রাস, ইজরায়েলের জন্য মানবতা। কান্নাটা দেশের জন্য হলেও লক্ষ্যটা মসনদ। বিপক্ষ করলে স্বৈরাচার, সপক্ষ করলে অধিকার। তেমনি পরিবারে যার দাপট আছে সে করলে তা ভালোর জন্য। অন্যক্ষেত্রে অপরাধ আর অপবাদ। তেমনি ব্লগেও অনেক সময় যা নীতিমালা তাই অপরাধ।
প্রতিটি ক্ষেত্রেই এমন দ্বিমুখীতা আর দ্বিচারিতা দেখত-দেখতে জীবনের প্রতিই মায়া চলে গেছে। এসবের বিরুদ্ধে একমাত্র প্রতিকার মহান সৃষ্টিকর্তা। কিন্তু ধৈর্য্যের শেষ সীমানায় পৌঁছে মনে হয়, “ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।”
এসব নানান কারণে এখন সবই অর্থহীন মনে হয়। তাই কিছুই করতে পারি না, বা ইচ্ছে হয় না। সব যেনো শুরুর আগেই শেষ হয়ে যায়। হয়তো খেই হারাই, নয়তো ভুলে যাই, নয়তো ইচ্ছে করে না।
জানি এসব লিখে নিজের দুর্বলতা প্রকাশ করছি যা অনুচিত। কিন্তু অনেকেই যখন দেখি আমায় মিস করছেন, আমায় লিখছেন, কিন্তু আমি তার সঠিক মূল্যায়ণ করতে পারছি না, তখন নিজেকে ভীষণ নিচ, জঘন্য, আর ভন্ড মনে হয়। জানি আপনাদের এই ভালোবাসার যোগ্য আমি নই। তারপরও চেষ্টা করি মূল্যয়ণ করতে, কিন্তু কেনো পারি না তার কিছুটাই তুলে ধরতে চেষ্টা করলাম। জানি না কতোটা পেরেছি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতেই “জটিল ভাই ২.০” খুলেছিলাম। কিন্তু বরাবরই ব্যর্থ হয়ে চলেছি। ভেবেছিলাম আরো অনেককিছুই লিখবো। কিন্তু এখন আবার খেই হারিয়ে ফেলছি
২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:৫১
জটিল ভাই বলেছেন:
আপনাকেও আন্তরিক জটিলবাদ জানাই। আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম ❤️
২| ২২ শে জুন, ২০২৫ রাত ১০:২৯
আরোগ্য বলেছেন: দুনিয়া হচ্ছে পরিক্ষা কেন্দ্র। প্রতি মুহূর্তেই পরীক্ষা। আমরা সবাই অনেক সময় অনেক পেরেশানির মাঝ দিয়ে যাই আর এই ব্লগটা একটু প্রশান্তি যোগায়। আল্লাহ সবার জীবন পরীক্ষা সহজ করে দিক।
সময় পেলে এই লেখায় একবার চোখ বুলাবেন, আশা করি উপকার হবে। view this link
২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৪
জটিল ভাই বলেছেন:
আমিন। আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার লিখাটা ঠান্ডা মাথায় পড়ে বিস্তারিত জানাবার আশা রাখি। আল্লাহ্ আমাদের সবার সহায় হোন।
৩| ২৩ শে জুন, ২০২৫ রাত ১২:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক বড় পোস্ট ।
তাই পুরোটা পড়তে পারলাম না।
২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৫
জটিল ভাই বলেছেন:
হালকা পড়ার জন্য হালকা জটিলবাদ জানবেন
৪| ২৩ শে জুন, ২০২৫ রাত ৩:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। আশা করি আপনি সকল সমস্যা কাটিয়ে উঠবেন।
আপনার পোস্টের রাজনৈতিক অনুভুতি আমারও। অনেকেই নিজেকে প্রতারিত ভাবছে। আপনার জন্য শুভ কামনা রইল।
২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৮
জটিল ভাই বলেছেন:
দোয়া করবেন। আপনিও মনে হচ্ছে অনেকদিন পর ব্লগে মন্তব্য করলেন। আর সেটা আমার পোস্টে। তাই নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে। আপনিও ভালো থাকবেন।
৫| ২৩ শে জুন, ২০২৫ ভোর ৫:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পোস্টের রাজনৈতিক অনুভুতি আমারও। অনেকেই নিজেকে প্রতারিত ভাবছে।
২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৯
জটিল ভাই বলেছেন:
জটিলবাদ জানাই আংকল। আমাদের এখন মুক্তির পথ দরকার।
৬| ২৩ শে জুন, ২০২৫ সকাল ৯:২৪
কামাল১৮ বলেছেন: সমস্যা নিয়ে যখন ভাবতে বসেছেন,সমাধানও পেয়ে যাবেন।
২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:০০
জটিল ভাই বলেছেন:
তাই হোক।
৭| ২৩ শে জুন, ২০২৫ সকাল ৯:২৮
কামাল১৮ বলেছেন: সমস্যা যে আছে এটা যখন বুঝতে পেরেছেন সমাধানও পেয়ে যাবেন।
২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:০০
জটিল ভাই বলেছেন:
ধন্যবাদ।
৮| ২৩ শে জুন, ২০২৫ সকাল ৯:৩০
রাসেল বলেছেন: ১৯৯০ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন যখন ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আমেরিকাকে আরবের ঘরে তুলে নিল, তারপর থেকে মুসলিম বিশ্বের সরকার প্রধানদের উপর আস্থা রাখা কঠিন হয়ে গেছে।
২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:০২
জটিল ভাই বলেছেন:
আবার আস্থা না রাখা ছাড়াওতো কোনো পথ নেই। তাইতো সব তাল-মাটাল হয়ে যায়। আন্তরিক মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানাই
৯| ২৩ শে জুন, ২০২৫ সকাল ১০:১৪
মেঠোপথ২৩ বলেছেন: আরোগ্যের সাথে একমত। এই দুনিয়া একটা পরীক্ষার জায়গা।
আপনার রাজনৈতিক অনুভুতি পড়ে কিছুটা আতঁকে উঠলাম। নিজেকে প্রতারিত মনে হওয়ার কথাটাতো স্বৈাচারের দোসরদের কথা। তারাই এই জাতীয় কথা অনলাইনে ব্যপক প্রচার করছে । স্বৈরাচারের দোসরদের তীব্র অসহযোগিতার মধ্যেও ইন্টারিম সরকার অবস্যই ভাল কাজ করে দেখাচ্ছেন। একদিনেইতো আর দেশ বদলে যাবে না। কিন্তু নিজেকে প্রতারিত মনে করার অর্থ হচ্ছে '' আগেই ভাল ছিলাম"" !!!! স্বৈরাচার পতনের পর এক শ্রেনীর তথাকথিত বুদ্ধিজীবীরা এই টোনে কথা বলা শুরু করেছে ।এদের লক্ষ্য কিন্তু ইতিহাসের ভয়াবহ স্বৈরাচারের পুনর্বাসন ঘটানো।
২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৯
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আঁতকে উঠলেন মানে আপনি আমার লিখাটা বুঝতে ভুল করলেন। আগেই ভালো ছিলাম বলিনি। বরং বলতে চাচ্ছি ভবিষ্যতে ভালো থাকবো না। আন্দোলনটা কি এক দানব সরিয়ে আরেক অভুক্ত দানবকে মসনদ পাবার পাবার পথ সুগম করার জন্য ছিলো?
১০| ২৩ শে জুন, ২০২৫ রাত ৮:১৮
সামরিন হক বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন ।
২৮ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৩
জটিল ভাই বলেছেন:
আমিন। জাযাকাল্লাহ্ ❤️
১১| ২৩ শে জুন, ২০২৫ রাত ৮:৫২
নতুন নকিব বলেছেন:
আপনার জন্য স্থিতিশীলতা এবং ধারাবাহিক সাফল্য কামনা করছি।
২৮ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৪
জটিল ভাই বলেছেন:
আমিন। জাযাকাল্লাহ্। তা কেমন আছেন প্রিয় ভাই?
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০২৫ রাত ১০:০০
Akasher tara বলেছেন: মনটা ভরে গেল আপনার পোস্ট পড়ে,আমিও আপনার মতো খেই হারাতে হারাতে এপর্যন্ত এসে ঠেকেছি,জানিনা আবার আরো কতদূর যেতে হবে,আরো কত খেই হারাতে হবে তাও জানা নাই,তারপরও সম্মুখে চলা ছাড়া কোনো উপায় নাই।ধন্যবাদ জটিল ভাই।