নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

বড় ভাই “শেরজা তপন”, আপনাকেই বলছি........

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

তো গাইজ, কেমন আছেন? কি অবস্থা সবার? জ্ঞাত আছেন যে, আমি এখন আর এ পাড়ায় খুব একটা আসি না। ইচ্ছে থাকলেও সেভাবে চেষ্টা নেই। কেনো নেই সেসব নিয়ে আর কাসুন্দি ঘাটতে চাই না। তো যা বলছিলাম,

আজও একটু উঁকি দিয়েছিলাম চলে যাবো বলেই। কিন্তু হঠাৎ বড় ভাইয়ের পোস্ট চোখে পরায় এবং শিরোনামে চোখ আটকে যাওয়ায় একটু চেখে দেখার ইচ্ছে হলো। আর এটাই ছিলো আজ ঘুম হতে উঠে করা প্রথম ভুল। সারাক্ষণ ঘুমিয়ে যে এনার্জি অর্জন করেছিলাম তা নিমেষেই বলি হলো। এখন মাথা ঘুরছে। একেই বলে “ধান ভানতে শিবের গীত”!

যদিও প্রথমে চোখ আটকে গেলো 'আখলাকুল মকলুকাত’ লিখাতে, পরে বুঝলাম এটা টাইপো, মূলত শব্দটি “আশরাফুল মাখলুকাত”। তবে এটা আমার আলোচ্য বিষয় নয়। মূল বিষয় হচ্ছে, আমি কি পড়তে গেলাম? কেন পড়তে গেলাম? আমার মতো নাদান পাঠকরে এমন চটকদার শিরোনাম দিয়া পোস্টে আকর্ষণ করাইয়া, মানুষের শিরা-উপশিরা দিয়া প্যাঁচ খাওয়াইয়া, বন-জঙ্গলসহ সাত সমুদ্দুর তেরো নদী ঘুরাইয়া, মহাকাশে ছুড়িয়া মারিয়া, গ্রহ গ্রহান্তর করাইয়া, দুনিয়ার তাবৎ থিউরি গুলাইয়া খাওয়াইয়া, ডিএনএ-ডুয়েনে সব টেস্ট-ফেস্ট করাইয়া শেষে “আপনার চিকিৎসা আমার কম্ম নয়” বলিয়া ছাড়িয়া দেওয়ার মতো এহেন কার্য সংঘটনের হেতু কি? বিষয়টা উপাদেয় খাবার পরম মমতায় মুখে পুড়িয়া, দন্ত দ্বারা পিষ্ট করিয়া, পেটের ভেতরের সকল নাড়ি-ভুঁড়ি ভ্রমণ করাইয়া পশ্চাৎ দিয়া ছুড়িয়া ফেলিবার মতো হইয়া গেলো না? কেন আমার মতো এমন নাদান পাঠকের উপর ব্লগিং-এর নামে এরূপ মানসিক নির্যাতন পরিচালিত হইবে? তদন্ত সাপেক্ষে আমি ইহার সুষ্ঠ বিচার চাই! নয়তো আমি স্বাধীনতাকামী ভাইদের রাজুতে ডাকতে বাধিত হইবো!!!

পুনশ্চঃ বড় ভাই, কানেকানে এবার আসল কথা কই। আসলে আমি আপনার পুরা পোস্ট পড়িই নাই। পড়তে যাইয়া যখন দেখলাম দাঁত ভাঙ্গা সব শব্দ আর থিউরি তখন স্ক্রল করতে লাগলাম সারকথা কই? কিন্তু যতোই স্ক্রল করি, দেখি শক্ত-শক্ত কথা-বার্তা বাড়া ছাড়া কমে না!!! তখনই বুঝলাম, এই লিখা আমার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেই দেশে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায়, “আমরা অমুক স্থানের মানুষ, অমুকরে কই তমুক”। সেখানে আপনার এমন শ্রমসাধ্য, জ্ঞাণগর্ভ আর তাৎপর্যপূর্ণ লেখার মূল্যায়ণ হাতে গুণা কয়জন করতে পারবে। বাদ বাকি পুরাটাই উলুবনে মুক্ত ছড়ানো। তাই আর দেরি না কইরা মন্তব্যের ঘরে গেলাম। যদি অমূল্য রতন কিছু পাই! কঠিন লিখার সারমর্ম পাওয়ার এইডা কিন্তু একটা অপ্রতিরোধ্য উপায়।

কুতুব সাহেবের “পড়লাম” টাইপ মন্তব্যে মনে একটু সাহস পাইলাম, যাক আমার ধারণা ততোটা অমূলক না। তারপর গেনারসুনের মন্তব্যতো আমার জন্যে পোয়া বারো! এইনা আমার সোনার বাংলা! তবে আপনার প্রতিউত্তরের ধৈর্য্য প্রশংসনীয়। পরে সদাপূজনীয় জুল ভার্ন ভাইয়ের তেলবিহীণ সত্য মন্তব্য মনকে আন্দোলিত করিলো। পাঠকের এমন সত্য প্রতিক্রিয়াই লেখকের পাথেয়। না পড়ে তেলবাজির চাইতে সত্য বলার সৎ সাহস থাকা অতি জরুরী। তারপর ১৮ নম্বর *মালের মন্তব্য পড়ে হাসলাম। আবারো উলুবনের কথা মাথায় আসলো। তবে এবারো আপনার প্রতিউত্তরের প্রশংসা করতেই হয়। তবে দফাদার সাহেবের মন্তব্যে নিজের প্রতিচ্ছবি খুঁজে পেলাম। এদিকে সুলায়মান হোসেন, আর সুজন ভাইয়ের মন্তব্য আমার কাছে “পড়লাম” টাইপেরই মনে হলো বলে দুঃখ প্রকাশ করছি। তবে আশাজাগানিয়া জিএস ভাইয়ের মন্তব্য আমায় আশাহত করলো। ভেবেছিলাম অমূল্য রতন তথা সারমর্ম এবার হয়তো পাবো। কিন্তু…. তবে কিরকুটের মন্তব্যের অগ্রগতি দেখার মতো, যদিও ধারণা করি ইহা পরিচিত কারো প্রক্সি! তবে এরপরের মন্তব্য পড়ে “তুলকালাম” সিনেমার ২:১৯ মিনিটের নিচের সিনটা চোখে ভেসে উঠলো। নিচে দিচ্ছি, চাইলে দেখতে পারেন।



না, অনেক প্রলাপ বকলাম। এবার আপনাকে একটা হোমওয়ার্ক দিয়ে বিদায় নিচ্ছি। =p~

বলেনতো,
*এই প্ল্যাটফর্মে কতোজন মনযোগ দিয়ে আপনার ঐ লিখা পড়েছেন?
*যারা পড়েছেন তার কতো % সব থিউরি-মিউরি বুঝতে পেরেছেন?

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১

বিজন রয় বলেছেন: ওই পোস্ট আমি দেখেছি গতকাল, কিন্তু পড়ি নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বুলিয়েছি।

একট পড়ে যাবো ওই পোস্টে, মন্তব্য করবো, আমি পড়িনাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৩

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... দারুণ মন্তব্য হবে।
আমার পোস্টে মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় :)

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪

অপ্‌সরা বলেছেন: মানুষজন আজকাল পড়ালেখায় ইন্টারেস্ট হারাচ্ছে!!!!:(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

জটিল ভাই বলেছেন:
এ থেকে মুক্তির উপায় নিয়ে যদি কিছু লিখতেন...…....
মন্তব্যে আন্তরিক জটিলবাদ রইলো ❤️

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আদম বেপারী কোয়ানটাম পার্টিক্যাল নিয়ে যেই পায়খানা ছেরেছে, উহা সে বুঝার কথা নয়; কোয়ানটাম পার্টিক্যাল ষ্টেইট বদলানোর ইকুয়েশন হচ্ছে সিনোসাইডাল ( y=Asin(Bx+C)+D ); ফলে, ইনফাইনেটলী ছোট সময়ে ইহার অবস্হান থাকে ২ কো-অরডিনেটে; এসব আপনার মাথায় কিংবা আদম বেপারীর মাথায় প্রবেশ করার কথা নয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩

জটিল ভাই বলেছেন:
তা তুমি কোন হরিদাস পাল হে!

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: জটিল ভা্‌ই,




এই পোস্টের তৃতীয় প্যারায় যাহা ব্যক্ত করিয়াছেন তাহাই হেমায়েতপুর যাওয়ার পূর্ব লক্ষন (সিম্পটম)। শেরজা তপনের পোস্টের মন্তব্যে আমি তাই "আপনার চিকিৎসা আমার কর্ম নয়" না বলিয়া এক কথায় ফাইনাল ডায়াগনোসিস বাৎলাইয়াছি। ইহা আশাহত হইবার মতোই ঘটনা বটে! রোগীকে যদি এনাটমী- ফিজিওলোজী-প্যাথলোজি বুঝাইতে হয় তবে যাহা হইবার তাহাই আপনি এই পোস্টে ইনাইয়া বিনাইয়া কহিয়াছেন! :P :P
আমার দোষটা কি ? :((
অমূল্য রতন পাইবেন কি করিয়া ? শো-কেসে রাখা অমূল্য রতন আপনাদের দেখাইতে দেখাইতে, তাহাদের গুনাগুন বুঝাইতে বুঝাইতে যে সময় পিছলাইয়া বাহির হইয়া যাইতো ততোক্ষনে আরো নতুন নতুন অমূল্য রতন বাজারে আসিয়া হাজির হইতো। আপনারা কোনটা রাখিয়া কোনটা ধরার জন্য লাফাইয়া পড়িতেন ?

আপনাকে বুঝাইতে গিয়া কি আবারও জটিলতায় ফেলিয়া দিলাম ? :|

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৩

সুলাইমান হোসেন বলেছেন: জটিল ভাই!আপনি অবস্য সেই পোস্টে জটিল একটি মন্তব্য করেছেন

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩০

শেরজা তপন বলেছেন: গাঁজাখোরটা সোনা চাঁদ জানেনা যে তার মাথায় এক বাটি 'গু' ভর্তি! একটা অতি জটিল ইকুয়েশন নেই দাঁড় করাইছেন উনি জানেন না যে ওনার দিন বাঘে খাইছে। মনে করতেছে দুনিয়ার লোক এখনো সেই ৫০ দশকে পড়ে আছে নিয়মিত চরস গাজা সেবন করলে মানুষের এরকম ভিন্ন হতে হয়; আমি কিছু বুঝিনা বুঝি তার এই কোশ্চেনের ভুল ধরলাম এখন দেখি তিনি কি লেভেলের পায়খানা ছড়ান :)
( ভাবতেছি এবার তার রক্ত আমাশায় না হয়ে যায়।)

এটা একটি probability distribution → অর্থাৎ, particle-কে কোথায় পাওয়া যাবে, তার সম্ভাবনা।

*সঠিকভাবে বললে:
কোয়ান্টাম পার্টিকেলের স্টেট পরিবর্তনের সাথে তার wave function (শরীরগত রূপ) sinusoidal হতে পারে।
কিন্তু এই wave function particle-এর অবস্থান নির্ধারণ করে না সরাসরি — বরং এটি particle কোথায় পাওয়া যেতে পারে তার সম্ভাব্যতা বোঝায়।
একেবারে ছোট সময়েও particle কেবল একটি coordinate-এই মাপা যাবে, যদিও তার wave function বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে পারে।
এখানে বেশ কিছু ভুল বা অস্পষ্টতা রয়েছে। নিচে বাংলা ভাষায় বিস্তারিত বিশ্লেষণ করা হলো:

১. Wave Function ≠ y = A sin(Bx + C) + D
কোয়ান্টাম মেকানিক্সে wave function
ψ(x,t)ψ(x,t) সাধারণত একটি complex-valued ফাংশন, যা সরলভাবে
y=Asin

(Bx+C)+D
y=Asin(Bx+C)+D-র মতো real-valued sinusoidal ফর্ম নয়
অনেক ক্ষেত্রে গণনায় complex exponential ফর্ম
ψ(x,t)=Ae
i(kx−ωt)ψ(x,t)=Ae
i(kx−ωt)
ব্যবহার করা হয়, যা Euler’s formula ব্যবহার করে ফর্মটিকে sine‑এ রূপান্তর করা যায়
২. “Sinusoidal” ধরার ভুল
কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে—যেমন “particle in a box” এর stationary states—wave functions সত্যিই sinusoidal দেখা যায়৷ তবে তা সবক্ষেত্রেই প্রযোজ্য নয়

বাস্তবে, অনেক wave function wave packet বা localized state, যা অসংখ্য বিভিন্ন sine/cosinusoidal ফাংশনের superposition (Fourier sum) দিয়ে পাওয়া হয়!

৩. অবস্থান (Position) এবং Wave Function‑এর অন্তর্নিহিত অর্থ
y=Asin(...)
y=Asin(…) ফর্ম wave function নয়, বরং এটি কেবল amplitude যা কোথায় particle‑টি পাওয়ার সম্ভাবনার probability amplitude বোঝায়।

চারিত্রিকভাবে, probability of finding the particle হল
∣ψ(x,t)2∣ψ(x,t)∣ 2
অর্থাৎ wave function‑এর modulus-এর square ফলে wave function‑এর কোনো সরল sinusoidal টান দিয়ে "particle‑এর অবস্থান দুইটি coordinate‑এ একসঙ্গে থাকে" এমন ধারণা ভুল।

৪. Superposition এবং “দুটি coordinate‑এ অবস্থান”
কোনও কোয়ান্টাম particle একই সময়ে দুইটি নির্দিষ্ট স্থান-বিন্দুতে নেই; বরং এটি superposition অবস্থায় থাকতে পারে, যার ফলে সম্ভাবনার সমন্বয়ে এটি বিভিন্ন স্থানে “পাওয়ার সম্ভাবনা” থাকে।

যেটা সাধারণভাবে ভুল বোঝা হয়: “একসাথে দুই জায়গায় থাকা” — যুক্তি অনুযায়ী, measurement না করা পর্যন্ত particle‑এর অবস্থানের কোনো নির্দিষ্ট মান নেই; measurement করার পরই এটি একটি নির্দিষ্ট অবস্থানে ধরা পড়ে
Reddit+1

৫. Uncertainty Principle‑এর রোল
একটি নির্দিষ্ট সাইন wave (
ψ(x)
∝eikx
ψ(x)∝e ikx
বা
sin(kx)
sin(kx)) momentum‑এর দিক থেকে সম্পূর্ণ নির্দিষ্ট কিন্তু অবস্থানের দিক থেকে অসীম অনিশ্চয়তা থাকে।

আর localized wave packet (অর্থাৎ অনেক sine‑wave‑এর সমন্বয়) তৈরি করলে অবস্থান বেশি নির্দিষ্ট হয়, কিন্তু momentum‑এর অনিশ্চয়তা বৃদ্ধি পায় — এটি Heisenberg Uncertainty Principle এর মূল ভাবনা - উইকিপিডিয়া

সারসংক্ষেপ: ভুলের চিহ্নিতকরণ
ভুল ধারণা সঠিক ব্যাখ্যা
Wave function y = A sin(Bx+C)+D কোয়ান্টাম wave function সাধারণত complex-valued; sinusoidal শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে
Sinusoidal মানে particle oscillating শিশু wave function হল probability amplitude, particle physical oscillation নয়
একই সময়ে দুই জায়গায় অবস্থাা কোয়ান্টাম superposition বোঝায় সম্ভাবনা; measurement‑এ একটিই অবস্থান নির্ধারিত হয়
Uncertainty বা localization ভুল বোঝা নিরাপত্তা principle অনুযায়ী more localized = less defined momentum, ও vice versa
কিছু Reddit মন্তব্য;
“A quantum wave function can have negative values because it's not a probability itself; it's more like a recipe that tells you how to find probabilities.”
— এখানে বোঝানো হয়েছে যে wave function নিজে probability নয়, বরং সম্ভাবনা নির্দেশ করে

“A particle ca
যিনি আপনার দেওয়া উক্তিটি দিয়েছিলেন, তিনি নিম্নলিখিত ভুল করেছেন:
কোয়ান্টাম wave function‑কে বাস্তব (real) sinusoidal ফাংশন হিসেবে ধরা।
সেটিকে particle‑এর অবস্থান বলে ভুল বোঝা।
superposition‑এর ভুল ব্যাখ্যা — “দুটি coordinate‑এ অবস্থান”।
wave packet এবং uncertainty principle‑এর মৌলিক ধারণা না বুঝে উপসংহার টানা।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৭

শেরজা তপন বলেছেন: ভাই আপনার এই মালটা কিন্তু 'গার্বেজে'একখান লাইক বসে গেছে।
আমার পুরো লেখা শতকরা হিসেবে দুই জন পড়িছেন মনে হয় আর কয়েকজন পড়েছেন যেটা বাইরে থেকে কিন্তু মন্তব্য করেন নাই তারা থাকে নদ অদৃশ্য। কিছু 'কারিন' জ্বিন মনে হয় আমার লেখা পড়েন :)
যারা শিরোনাম পড়ে এসেছিলেন ক্যাচালের জন্য তারা দুই লাইন পড়ে হতাশ হয়ে ওয়াক ওয়াক করে বমি করতে করতে ফিরে গেছেন! আর যারা আখলাকুল মাখলুকাত সরি আশরাফুল মাখলুকাত শব্দখানা পড়ে এসেছেন তারা জ্বিন ছিল নিশ্চিত।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: পোষ্ট ভাল হইছে।
আপনার সন্মানে একটা গানের লিঙ্ক দিতাম।
ধর্মীয় অনুশাসন মেনে লেখা শুরু করেছেন; গান শুনেন কি না কে জানে? :-P
আচ্ছা থাক! একটা আধ্যাত্মিক গান লিংক দেই-
"ছেড়ে দে নৌকা মাঝি"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.