নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

রাশেদ রিয়াদ

কিছূই বলার নেই !!!!!!!!!!!!!!!!!!!!!!

রাশেদ রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভ্যু : War of the Arrows (2011)

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২২





২০১১সালে সাউথ কোরিয়ান হিস্টোরিকাল একটি মুভি "War Of The Arrows" মুক্তি পায়।মুভিটির আন্তর্জাতিক টাইটেল Arrow: The Ultimate Weapon।মুভিটির IMDB রেটিং ৭.১ ।







মুভির কাহিনি শুরু হয় দুই ভাইবোনকে নিয়ে যাদের বাবাকে মেরে ফেলা হয় বিশ্বাসঘাতকার নামে।পরে তারা আশ্রয় নেয় তাদের বাবার এক বন্ধুর বাড়িতে এবং সেখানেই বড় হয়।ভাইয়ের নাম হল Nam-yi যে একজন দক্ষ তীরন্দাজ।১৩ বছর পর তার বোন Ja-in এর বিয়ে সম্পন্ন হয় সুপুত্র Seo-goon এর সাথে।কিন্তু বিবাহ সম্পন্নের দিন ই ঘটে জায় এক বিশাল বিপত্তি।সেদিন সেই গ্রামে হামলা করে QING আর্মি এবং ধংস-জজ্ঞ চালিয়ে সবাইকে বন্দি হিসেবে নিয়ে যায়।কিন্তু তখনও ধরা পরেনি Nam-yi ।শত শত শত্রুদের সামনে Nam-yi একা,সাথে সুধু তার তীরের দক্ষতা।





সে কি পারবে তার বোনকে,তার ভগ্নিপতিকে উদ্ধার করতে,শত্রুদের এই অত্যাচার আর হত্যার প্রতিশোধ নিতে??



মুভির অর্ধেক অংশের পরেই শুরু হয় আসল একশন,বলতে গেলে নামানুসারে পুরো মুভিই তীর যুদ্ধ কেন্দ্রিক।তবে মুভির শেষ অংশটা সেরকম হয়েছে বটে।





মুভিতে সবার অভিনয় ই আমার মোটামুটি ভাল লেগেছে।এই মুভিতে আমার ব্যক্তিগত রেটিং ৭.৫।কোরিয়ায় এই মুভিটি ছোটোখাটো মোট ১৪ টি এ্যাওয়ার্ড পায়।



আমার কাছে টাইম পাসের চেয়েও ভাল মুভি মনে হয়েছে,সময় হলে দেখে ফেলতে পারেন,খারাপ লাগবে না।মুভির কিছু কিছু অংশ বেশ থ্রিলিং ও বটে।



IMDB : Click This Link



লিঙ্কু : Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৪১

যোগী বলেছেন:
দেখেছি মুভিটা
এই রকমের কাছাকাছি থিমের অনেকগুলা মুভি আছে হলিউডে

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২০

রাশেদ রিয়াদ বলেছেন: হলিউড আর কোরিয়ান মুভির মধ্যে কিন্তু তফাত আছে...

কমেন্টানোর জন্য ধন্নবাদ...

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০০

বোকামন বলেছেন:
এখনো দেখা হয়নি। আপনার পোস্ট পড়ে প্লে-লিস্টে এ্যড করলাম।

অনেক ধন্যবাদ :-)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০৫

রাশেদ রিয়াদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ... B-) B-)

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) ভাল লাগলো।

০৫ ই জুন, ২০১৩ রাত ১:০২

রাশেদ রিয়াদ বলেছেন: আপনার জন্য ধইন্না রইলো... B-) B-)

৪| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

s r jony বলেছেন: মুভিটি দেখার ইচ্ছা রইল

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৮

রাশেদ রিয়াদ বলেছেন: ভালোই লাগবে আশা করি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.