![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটি দিন মানুষকে অনেক কিছু শেখায়;
কয়েকটি মূহুর্ত মানুষকে অনেক কিছু চেনায়।
এক পলকেই অনেক কিছু পাল্টে যায়;
আবার এক পলকেই অনেক কিছু জোড়া লেগে যায়।
কিন্তু জুড়েও যাকে যায় না জোড়া,
সে অবুঝ মন ছাড়া আর কেউ না।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২
পাঠক১৯৭১ বলেছেন: আজ সনেটের দিন; আজ ছিল কবি মধুসুদন দত্তের জন্মদিন; একটা সনেট লিখেন!
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫০
পাঠক১৯৭১ বলেছেন: নাম তো নিয়েছেন বিরাট: একটা কাব্য লিখুন।