![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঠক ১৯৭১ র অনুরোধে লেখা এই সনেটটি, তাকেই উৎসর্গ করলাম।
একটি বার চেষ্টা করি, দেখি যদি কিছু পারি করতে!
একটি বার বলে তো দেখি, হয়ত হলেও হতে পারে!
আরে একবার বলতে দোষ কি, রাগ তো করবে না!
রাগ করবার মতো কিছু বলব নাকি!
আমি অতো অবুঝ না।
সত্যের পথে চলবো সদা, মিথ্যা করি পরিহার!
মুখের উপর বলব কথা, একবার নয় শত বার!
করতে পারা নয়, করে দেখাবো নিশ্চই;
দৃঢ় কর সংকল্প, মনেতে আনো জোড়!
সত্যের উপর ভর করে, যেতে হবে বহুদূর!
তোমার সত্য মিত্রের কাছে যতই হোক অপ্রিয়!
দেশের জন্য একটি কেন, শত মিত্রও সুপ্রিয়!
তবে মনে রেখে একটি কথা, যেওনা কখনো ভুলে!
তোমার জন্য আঁচড় না লাগে, একটিও কোন ফুলে।
©somewhere in net ltd.