![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাপ কেন লাল হয়! জান কি আমার প্রেমিকা ?
একদিন সে সাদাই ছিল;
আমার রক্তে আজ যে লাল।
তোমার প্রত্যাখ্যানে, সেই নিরীহ ফুলের পাপড়ি গুলো;
আজ সাদা থেকে হয়েছে লাল।
লাল কোন ভালবাসার প্রতীক নয়;
সে হল, সেই প্রত্যাখ্যাত প্রমিকের বুকের রক্ত।
যা দিয়ে প্রত্যেক প্রমিক নিজের প্রেমকে রঙিন করে।
এখন বুঝলে; গোলাপ কেন লাল হয়।
০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪১
কবি কালিদাশ বলেছেন: যাক কেউ তো বুঝল।
২| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ মাহবুবুল আজাদ বলেছেন -- বুঝলাম আমি এতো দিনে।
৩| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৩
এম এ কাশেম বলেছেন: আমি ও বুঝে নিলাম ভাই।
৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৫
বৃষ্টিধারা বলেছেন: বুঝলাম .......
৫| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯
দুরনত পথচারী বলেছেন: যা দিয়ে প্রত্যেক প্রেমিক নিজের প্রেমকে রঙিন করে।
ভাল বললেন
০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: বুঝলাম আমি এতো দিনে।