![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি না কেন সত্যিটা মিথ্যে হল,আর মিথ্যে হল সত্যি?
তোমার প্রেমে হার মেনে আজ, হেরেই গেলাম সত্যি!
অনেক কথা বললে মুখে, জানি না সেগুলি কি?
সেগুলি কি মিথ্যে ছিল, নাকি আদৌ সত্যি?
বেসেছ যখন অন্যেকে ভাল, আমায় বেসে লাভ কি?
লাভ ক্ষতির হিসাব খাতা, ভাসিয়ে দিয়েছি সত্যি।
তোমায় ভুলতে অনেক দিন, লাগবে আমার সময়।
আদৌ কি তোমায় ভুলতে পারব? জানিয়ে দেবে সময়।
বিরহ ব্যাথা সওয়ার মতো, এত বড় হিয়া নেই।
তোমার মনে ভালবাসার আজও কোন জায়গা নেই।
©somewhere in net ltd.