![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি তুমি ভালোবাস না আমায়!
কিন্তু কি করব বল!
আমি যে তোমাকেই ভালোবাসি।
মন, প্রান, হৃদয় দিয়ে;
আমি শুধু তোমাকেই ভালোবাসি।
জানো যে দিন তুমি বললে;
অন্য একটি ছেলেকে তুমি ভালোবাস।
আমার ভিষন রাগ হয়েছিল।
ভেবেছিলাম, ভেবেছিলাম, সব কিছু শেষ করে দেব।
তোমাকে, আমাকে, আমাদের সম্পর্কটাকে!
কিন্তু পরে ভেবে দেখলাম;
না, ওসব বাচ্চারা করে, আমি করব না।
আর নিজের ভালোবাসা কে নিজেই মেরে ফেলব?
তা কখন হয় নাকি?
তাই ঠিক করলাম, সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসে যাব।
হয়ত তোমায় কোন দিন কাছে পাবো না।
হয়ত তোমার ঠোঁটে, কোন দিন চুম্বন দেব না।
হয়ত তোমার চোখে, কোন দিন নিজেকে আঁকব না।
হয়ত তোমার বুকে, আমি আমার মাথা রাখব না।
হয়ত তোমার কুমারিত্ব, তুমি আমায় দেবে না।
কিন্তু তবুও;
শুধু তোমার শরীরকে পাবার আসায় নয়,
তোমার মনটা কে পাবার আসায়,
আমি শুধু ভালোবেসে যাবো তোমায়।।
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ! পরিবেশ বন্ধু ভাই।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
টুম্পা মনি বলেছেন:
ভাল্লাগ্লো।
২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ!!!!!!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল