![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ছাড়া শূণ্য এ পৃথিবী;
তুমি ছাড়া শূণ্য এ চিঠি।
তুমি ছাড়া শূণ্য আমার সবই।
তুমি ছাড়া শূণ্য এ কবিতা;
তুমি ছাড়া শূণ্য এ ছবিটা;
তুমি ছাড়া শূণ্য পরান পাখি।
তুমি ছাড়া শূণ্য এ পথ;
তুমি ছাড়া শূণ্য এ মত!
তুমি ছাড়া শূণ্য আমার আঁখি।
তুমি ছাড়া শূণ্য ভাষা;
তুমি ছাড়া শূণ্য আসা;
তুমি ছাড়া শূণ্য আমার জীবন।
শূণ্য আমি, শূণ্য তুমি;
শূণ্য ঘিরে বাঁচি মরি।।
০১ লা মে, ২০১৪ রাত ১১:১৪
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ, মতামত জানানোর জন্য
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
অতঃপর জাহিদ বলেছেন: আমিও শূণ্য
০১ লা মে, ২০১৪ রাত ১১:১৫
কবি কালিদাশ বলেছেন: তাই তো..........
শূণ্য আমি, শূণ্য তুমি;
শূণ্য ঘিরে বাঁচি মরি।।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭
আপেক্ষিক বলেছেন: কেন এত শুন্যতা ভাই???? কেন????
০১ লা মে, ২০১৪ রাত ১১:১৬
কবি কালিদাশ বলেছেন: কি বলব, এই শূণ্যতা ভাষায় প্রকাশ করা যাবে না, কি তার কারন, কি তার ব্যাখ্যা, এ বলা খুবই কঠিন।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭
সংগ্রামী বালক বলেছেন: ভালোই লাগলো আপনার শুন্যতাগুলি