নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মনের খাতা

কবি কালিদাশ

মনের কথা নিজের মত করে বলতে চাই

কবি কালিদাশ › বিস্তারিত পোস্টঃ

হৃদয় খান এবার কোলকাতায়

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:২৯

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান এবার পা রাখলেন টলিউডে। কোলকাতার এসকে মুভিজ প্রযোজিত অশোক পাতি পরিচালিত “আমি শুধু চেয়েছি তোমায়” নামক বাংলা ছবিতে গানটি ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে এই গানটি “অবুঝ ভালোবাসা” নামে পরিচিত যা ২০০৯ সালে হৃদয় খানের “বল না” অ্যালবামে ছিল। সেই গানটি সম্পূর্ণ অপরিবর্তিত রেখেই “আমি শুধু চেয়েছি তোমায়” ছবিতে ব্যবহৃত হয়েছে। যদিও গানটির মহিলা কন্ঠ ভারতীয় ভার্সানে পরিবর্তিত হয়েছে, মিমির বদলে সেখানে গলা দিয়েছেন সারা, গানটির কথা মলিহা তাঞ্জিন তানির আর সুর স্বয়ং হৃদয় খানের। গানটি চিত্রিত হয়েছে ভারতীয় অভিনেতা অঙ্কুশ আর শুভশ্রীর উপর। গানটিতে তাদের দুজনকেই দারুন কিছু দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।ইউ টিউবে এসকে মুভিজের অফিসিয়াল চ্যানেলে ভিডিওটি চাইলে দেখতে পারেন।



হৃদয় বাংলাদেশের সর্বকনিষ্ঠ সুরকার।১৯৯০ সালের ১৮ জানুয়ারী ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা রিপন খান বাংলাদেশের “জিঙ্গেল কিং” নামে পরিচিত। তার দাদা মইনুল ইসলাম খান একজন সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত প্রশিক্ষক ছিলেন। হৃদয় খানের প্রথম এলবাম “হৃদয় মিক্স” বের হয় ২০০৮ সালে।তারপর থেকে তিনি বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীতে পরিণত হন।

হৃদয় খানের ডিস্কোগ্রাফিঃ-

• হৃদয় মিক্স – ২০০৮

• বল না – ২০০৯

• হৃদয় মিক্স ২ – ২০১০

• ছোয়া – ২০১১

• হৃদয় মিক্স ৩ - ২০১৩



হৃদয় খান

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৪২

হেডস্যার বলেছেন:
হৃদয় খান বাংলাদেশের জনপ্রিয় গায়ক আর কাউয়া বাংলাদেশের জনপ্রিয় পাখি।

২| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৫২

বামে প্লাস্টিক বলেছেন: ভাই রেডিও জকি, আপনি এই হৃদয় খান খান এর এতু ভালু ভালু কথা আমাদের বলপেন না, আমরা বুই পাই।

কা কা কা কা।

৩| ০৫ ই মে, ২০১৪ রাত ২:১০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: যে যাই বলুক ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.