![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কয়েকটি ছোট কবিতা একত্রে সঙ্কলিত করে সামুতে আমার বন্ধুদের উদ্দেশ্যে পোস্ট করলাম। সময় হলে একবার পড়ে দেখবেন, ভাল লাগলে লাইক দেবেন, ভাল না লাগলে কমেন্টে আপনার মন্তব্য লিখবেন।
।।১।।
তোমায় যত দেখছি, নতুন করে চিনছি।
তোমায় চেনা আমার ঢের বাকি।
আদৌ কি কোন দিন চিনতে পারবো তোমায়?
তুমি কে বলত, আমায় নতুন করে চিনতে বাধ্য করছ?
।।২।।
আমার কোন প্রশ্নেরই তুমি জবাব দাও না।
আমার কোন কথাকেই তুমি গ্রাহ্য কর না।
আমার কোন আচরণই তুমি পছন্দ কর না।
আসলে তুমি আমাকেই সহ্য করতে পার না।
।।৩।।
অচেনা পথে, অজানা সাথে, ক্রমশ এগিয়ে চলেছি।
পদে পদে তোমায় আমি নতুন করে চিনেছি।
তোমার স্পর্শে আমার শরীরে, অদ্ভুত শিহরন জাগে;
ভাবতে গেলেও, আমার মনে, তোমায় ভালো লাগে।
সঙ্কলন ১ পড়তে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করতে পারেন।
Click This Link
সঙ্কলন ২ পড়তে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করতে পারেন।
Click This Link
২৮ শে মে, ২০১৪ রাত ১:০১
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ আশরাফুল মন্তব্য করবার জন্য...
২| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫৩
উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো কবিতা গুলো
২৮ শে মে, ২০১৪ রাত ১:০২
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর........
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লিখেছেন ৷
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১১
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ১২:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তুমি ময় কবিতা সব।
ভালো লাগলো।