নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মনের খাতা

কবি কালিদাশ

মনের কথা নিজের মত করে বলতে চাই

কবি কালিদাশ › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮

তোমার জন্য বার বার হারাতে আমি রাজী;

তোমার চোখে নিজের ছবি দেখতে ভালবাসি।

হাওয়ার ভারে উড়ে আসে, তোমার খোলা চুল;

সরিয়ে তাকে দেখতে চাই, মিষ্টি একটা ফুল।

বুকের মাঝে মাথাটি রেখে, যখন কাছে আসো;

আমার বুকের ধুকপুকানি, শুনতে নাহি পারো?

সোজা পথে হাঁটতে গিয়েও, হাতটা চেপে ধর,

বৃষ্টি এলেই ছাতা ফেলে, ভিজতে জিদ কর।

তোমার মুখের মিষ্টি হাসি, এমনি থাকুক লেগে;

দূরে কোথাও চলে যেওনা, একলা আমায় ফেলে।

যদি কখন যেতেই হয়, একলা যেও না কভু;

আমায় শুধু জানিয়ে দিও, ঠিক পৌছে যাব মধু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.