![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কয়েকটি ছোট কবিতা একত্রে সঙ্কলিত করে সামুতে আমার বন্ধুদের উদ্দেশ্যে পোস্ট করলাম। সময় হলে একবার পড়ে দেখবেন, ভাল লাগলে লাইক দেবেন, ভাল না লাগলে কমেন্টে আপনার মন্তব্য লিখবেন।
।।১।।
নিঃস্ব আমি তোমার প্রেমে, ঋতু হারাইছে বারে বারে;
প্রেমের ঋতু কাটিয়া গিয়াছে, ফিরিয়া আসো নাই।
যে দিগন্তে চক্ষু চায়, তোমারই ছবি দেখিতে পায়;
হৃদয় বাঁশি গাহিয়া যায়, প্রেমের গান একতারায়।
আজও শুনি সেই প্রেমের সুর, বাজছে দূরে কোন সুদূর;
ঋতু তুমি কি ফিরিবে আজ, নিয়ে বসন্তের প্রেমের সাজ,
চির প্রতীক্ষায় বসিয়া আছি, আমি তোমার প্রেমিক কবি।।
।।২।।
চলে যেতে চাইছ বলেই, যেতে দিতে পারি না;
তোমায় ছাড়া একলা আমি, থাকতে কভু পারি না।
কেন এমন কষ্ট দাও, যন্ত্রনা দাও বুকে।
একটু আমায় ভালবাসো, ভরিয়ে দাও সুখে।।
।।৩।।
তোমার সাথে ঝগড়া শুধুই; লোক দেখান, কথার কথা।
তোমার সাথে আমার মনের; নিবিড় গোপন, ভালবাসা।
মুখের কথায় কি আসে যায়; ঝগড়া করছি, করে যাব।
এখন যতটা ভালভাসি; তার চেয়ে বেশি, বেসে যাব।।
সঙ্কলন ১ পড়তে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করতে পারেন।
Click This Link
সঙ্কলন ২ পড়তে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করতে পারেন।
Click This Link
সঙ্কলন ৩ পড়তে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করতে পারেন।
Click This Link
সঙ্কলন ৪ পড়তে চাইলে নীচের লিঙ্কটি ক্লিক করতে পারেন।
Click This Link
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ, সময় করে কবিতা পড়ার জন্য আর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা ।
ঈদের শুভেচ্ছা
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১০
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ রায়হান। ঈদ চলে গেছে অনেক দিন। বহুদিন দিন পর আমি ব্লগে এলাম, তাই আপনাকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানাই।
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পড়তে ভাল লাগলো ৷ ছন্দময় ৷
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১১
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনার মূল্যবান সময় ব্যায় করে আমার কবিতা পড়ার জন্য এবং মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগল ।