![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর সাথে দেখা হয়েছিল, কোন নাম না জানা সন্ধ্যায়;
বিদায় দিতে আমার থেকে, কিছুতেই মন না চায়।
অনেক কষ্টে বিদায় দিয়েছি, ফিরে তাকাইনি আর,
যদি তুই দেখে ফেলিস, জল চোখের কোনার।
সেই তোকে শেষ দেখা, সেই শেষ স্পর্শ;
তোর জন্য হৃদয় আজও, হয়ে যায়নি শুষ্ক।
আমায় ভুলে ভালোই আছিস, সেটা আমি জানি;
কিন্তু কি করব বল, তোকে কি ভুলতে পারি?
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
কবি কালিদাশ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: "আমায় ভুলে ভালোই আছিস, সেটা আমি জানি;
কিন্তু কি করব বল, তোকে কি ভুলতে পারি?"
বেশ ভাল লাগলো ।