![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাটতে হাটতে ক্লান্ত, এক প্রান্তে,
এসে দাড়ালাম।
ভাবনায় ব্যস্ত, মনের উপর ন্যস্ত,
চোখ বুঝে কল্পনায় হারালাম।
দীর্ঘক্ষন পর চোখ,
খুললাম যখন।
পাখিদের নীড়ে ফিরার,
হয়েছে সময় তখন।
মানুষ তাই ঘরে ফিরার,
নেই হারানোর ভয়।
শুধু অতীত চিন্তায় হবে,
আমার বর্তমানের ক্ষয়।
রাত হল অনেক,
চারিদিকে অন্ধকার।
মানুষ তাই কিভাবে মেনে নেব,
এই জীবনের হার?
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: জীবনে হার জিত থাকবেই...
জীবনকে সহজভাবে দেখাটাই উত্তম।
ভালো লিখেছেন, শুভকামনা রইল।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
ইব্রাহীম আই কে বলেছেন: সুন্দর লিখেছেন।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ খুব কম। কবিতার প্রান তো আবেগ আর অনুভূতি।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
Sujon Mahmud বলেছেন: সুন্দর চিন্তাধারা....চালিয়ে যান