![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফটোগ্রাফি এমন একটা ভালবাসা যে শত ব্যস্ততা মাঝে ও দাঁড়িয়ে যাই। একটি ফ্রেমের জন্য মাটিতে শুয়ে যাই।
বসে পড়ি এখানে-সেখানে। সকল আলোকচিত্রকরের জীবন আলোকিত হয়না। বস্তুত এটাই বাস্তবতা।
ওরা পৃথিবীতে আসে হরিণের মতো,দৌঁড়াতে পারে হরিণের মতো। অতঃপর ওরা গরু হয়ে যায়।
খানিক দূরে তালগাছ
গাভীর মাথার উপরে
ছবিটা তুলেছিলাম
কড়া রৌদ্রোরে।
ভয় ছিলো ভেতরে
যদি তেড়ে আসে
মনে মনে গরুটা
ছবি ভালোবাসে।
ছায়াছবি
যাত্রাপথে হঠাৎ, শ্রীমঙ্গল - ভানুগাছ।
২| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: দ্বিতীয় ছবিটা অসাধারণ মনে হলো তবে পুরো ছবি দিলে আরো সুন্দর হতো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২১ সকাল ৭:৪৬
হাবিব বলেছেন: প্রথমটা বেশি ভালো। ছায়া ছবিও অসাধারণ।