নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিবসও রজনী আমি যেনো কার,আশায় আশায় থাকি।

অরুদ্র

অরুদ্র › বিস্তারিত পোস্টঃ

গৃহত্যগী জোছনা

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

আজ কি উঠবে গৃহত্যগী জোছনা?
চাঁদের আলোয় ধুয়ে যাবে পৃথিবী।
নাকি কালো মেঘে ছেয়ে যাবে আকাশ?
অঝোর ধারায় নামবে শ্রাবণের বৃষ্টি।
যাই হউক না কেনো,
আজ ছুটে যাব তোমার কাছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ২:৫১

রিপি বলেছেন:

দিবস রজনী, আমি যেন কার
আশায় আশায় থাকি।
তাই চমকিত মন,
চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি॥
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই...
কে আসিছে' বলে চমকিয়ে চাই
কাননে ডাকিলে পাখি॥
জাগরণে তারে না দেখিতে পাই,
থাকি স্বপনের আশে..।
ঘুমের আড়ালে যদি ধরা দেয়,
বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি,
এত যারে চাই,
মনে হয় না তো সে যে কাছে নাই...
যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি।
:(


এরকম কথা কিভাবে উনি লিখেছেন কে জানে। গান টা আপডেট করে দিয়েছি। ধন্যবাদ গানটা মনে করিয়ে দেবার জন্য।
আপনার ছয় লাইনের গৃহত্যগী জোছনা ভালো লেগেছে।

০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৪

অরুদ্র বলেছেন: আপনার কাছে কি গানটা খারাপ লেগেছে। আমার কিন্তু খুব প্রিয়।
আর প্রশংসার জন্য ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:৫৩

রিপি বলেছেন:
ভালো লেগেছে বলেই তো আপডেট করে দিয়েছি। অসম্ভভ সুন্দর একটা গান। :)

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:১৪

অরুদ্র বলেছেন: হুমম, আসলেই অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.