নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদরের প্রান্তরে যে প্রভূ মূমিনের পাশে ছিল অবিচল,হাজারো বছর ধরে রহম ও করমে সেই প্রভু আজও আছে অবিকল।

রাজু

রাজু › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশিই, হা..হা..হা (পড়ুন আর moga লুটুন)

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

একটা সময় অনলাইন নিউজ পোর্টাল গুলোর নিউজ পড়ে টাশকি খেতাম, শিরোনাম এক ভিতরের বিস্তারিত পড়লে বুঝা যেত শিরোনামের সাথে টপিকের কোন মিলই নাই, মেইনলি শিরোনাম গুলো দেয়া হত, যাতে সবাই আগ্রহ করে ভিতরের খবর টা ও পড়ে,
.
আমি প্রথম টাশকি খাই একটা অনলাইন নিউজ দেখে যেখানে, হাসান মাসুদ নামের এক অভিনেতার ছবি সহ ছাপিয়ে দেয়া হয়েছে হাতে অস্ত্র,
শিরোনাম টা ছিল
.
"""রাজধানীতে অস্ত্র সহ আটক হল হাসান মাসুদ """
.
খবর টা দেখেই টাশকি, আহারে লোকটারে তো ভাল অভিনেতা জানতাম, ভাল লাগতো অভিনয় অথচ এই লোকটা এত বড় সন্ত্রাসী, ভালই হইসে এইবার পুলিশের লাঠি উষ্টা খাক, জেল খাটুক, এইটা ভাইবাই ভিতরের নিউজ পড়ার পর তো আকাশ থেকে পরার মত অবস্থা, আসলে একটা নাটকের ক্যারেক্টার ছিল এইটা, ওই নাটকে সে ভিলেন টাইপ রুলস করে, আর নাটকে ও তার নাম হাসান মাসুদই থাকে...
.
নিষিদ্ধ জিনিসের প্রতি সবার আগ্রহ অনেক বেশি, সেইজন্যই এইসব নিউজ পোর্টাল গুলা যেকোন নিউজ করার ক্ষেত্রে নিষিদ্ধ টাইপ শিরোনাম ইউজ করে সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করে, ইভেন এইসব শিরোনামের প্রতি আকৃষ্ট হয়েই প্রায়জনই ভিতরের নিউজ পড়ে, আর টাশকি খায়, "" হায়হায় কিয়ের মধ্যে কি, শিরোনাম যুক্তরাষ্ট্রীয় বর্ননা মময়মনসিংহ """
.
একটা নিউজ ছিল এইরকম
"" বাসর রাতে একটানা ৬ ঘন্টা একি করলেন স্বামী স্ত্রী (দেখুন ভিডিও সহ) ""
.
একটানা ছয় ঘন্টা কেমনে কি? কি এমন করলো ওরা কি মানুষ নাকি এলিয়েন নাকি হেলিকপ্টার?? এইটা ভাবতে ভাবতে নিউজ টা পড়লাম, যা ভাবসিলাম তাই,নতুন বিবাহিত দম্পতি ছয় ঘন্টা টানা ঘুমাইসে আর কি অন্যকিসুনা,
.
একবার একটা শিরোনাম দেখলাম
"" কিভাবে বাচ্চা উৎপাদন করলেন সানী লিওন কোন পুরুষের স্পর্শ ছাড়াই দেখুন ভিডিও সহ ""
.
নিউজটা দেখেই অবাক হলাম, বাচ্চা আবার উৎপাদন কিভাবে হয়, একটু আগ্রহ নিয়েই, অবশ্য ভিডিও দেখার চেয়ে নিউজটা পড়ার আগ্রহ ছিল বেশি নিউজটা সম্পুর্ন টা পড়ার প্রয়োজন হলোনা, যখন দ্বিতীয় লাইনেই গিয়ে পড়লাম, কোন একটা প্রোল্ট্রি ফার্মে কৃত্রিম ভাবে মুরগীর বাচ্চা উৎপাদনের কথা বলা হচ্ছে, ব্যাপারটাকে কতটা আকর্ষণীয় করার জন্য শিরোনাম টা সাজানো হইসে মুরগীর বাচ্চা উৎপাদনের সাথে পুরুষ মাইনষের স্পর্শ আইলো কেন? বুঝেন কি বিতিকিচ্ছিরি অবস্থা
আরেকটা নিউজ দেখসিলাম
"" প্রকাশ্যে হাত দিয়ে ধরে ধরে নিজের সব দেখালেন জেনিফার লোপেজ, হা করিয়ে তাকিয়ে রইলো যুবকের দল (দেখুন ভিডিও সহ) "
.
উল্টাপাল্টা চিন্তা করতে করতে নিউজ লিংকে গেলাম, বিস্তারিত পড়লাম, জেনিফার লোপেজের গানের সবকটি এলবাম একটি একটি করে দেখাচ্ছিলেন কোন একটি অনুষ্ঠানে, অথচ শিরোনামই নেগেটিভ একটা মনোভাবযুক্ত
"" নুসরাত ফারিয়াকে গভীর রাতে কাছে পেয়ে একি করলেন আরেফিন শুভ দেখুন ভিডিও সহ( একসাথে চা খাচ্ছিলো কোন একটা শুটিং স্পটে ).
নায়ক রাজ রাজ্জাক আর নেই.. দেখুন ভিডিও সহ.( দেশে নাই আর কি সিংগাপুর গেছেন)
"" সবার সামনে শাড়ি খুললেন প্রিয়াঙ্কা চোপড়া দেখুন ভিডিও সহ ( মার্কেট থেইকা শাড়ি কিনে ওইটা প্যাকেট থেকে খুলে দেখাচ্ছিলো আর কি )
প্রেমিকাকে জোড় করে একি করলেন প্রেমিক দেখুন ভিডিও সহ ( জোর করে লাঞ্চ করাইসে আর কি)
.. এইরকম অসংখ্য হাবিজাবি শিরোনাম দিয়ে নিউজ করা হলে ও হেডলাইন আর ডিটেইলস এর মধ্যে বিন্দুমাত্র কোন মিল নাই,
.
একটা সময় এইসব অনলাইন নিউজ পোর্টাল গুলার উপর বিরক্ত চলে আসে, ওইসব নিউজ পোর্টালের মতই ইদানিং নতুন একটা আবির্ভাব হইসে, ফেসবুকেই বিভিন্য এপ, বিশেষ করে এপগুলা যেই সকল তথ্য দেয় নিজের সম্পর্কে ওইত্তেরী পুরাই মাথা নষ্ট করা অবস্থা,
.
আমি এইসব এপে ক্লিক করিনা কখনো, ওইদিন এইরকম চার পাচটা এপ্লিকেশন ক্লিক করে আমার সম্পর্কে যেই তথ্য পাইলাম তাতে দুক্ষে অজগর সাপ হওয়া ছাড়া আর কোন উপায় নাই,
..
একটা এপে আমার সম্পর্কে বলা হইসে, আমি নাকি কক খেলিনা কক নাকি বালের খেলা, অথচ আমি দৈনিক ৭/৮ ঘন্টা মাঝে মাঝে তার ও বেশি কক খেলেই পার করি
.
ইভেন আমার সম্পর্কে স্বয়ং বারাক ওবামা বানী করসে আমার মধ্যে যেই প্রতিভা আছে, আমি নাকি উনার উত্তরসূরি হব তারমানে আমি এমেরিকার নেক্সট প্রেসিডেন্ট, ইভেন এটা ও বলসে সে বর্তমানে প্রেসিডেন্ট কারন আমি নির্বাচনে তার সাথে প্রতিযোগিতা করিনাই, আমারে কেউ ধর নাইলে ধর কেউ আমারে
.
আরেকটা এপে আমার জন্য কয়টা মেয়ে পাগল, সেইখানে লেখা দেখলাম ৫ টা মেয়ে পাগল এই সংখ্যা আরো বাড়তে পারে, আমারে কেউ মারিস না আমি নিজেই নিজের মাথায় কটনবার্ড দিয়া বাইরাইয়া মরতাসি,
.
আমার ফিউচার প্রফেশন সম্পর্কে একটা এপে ক্লিক করসিলাম সেইখানের রেজাল্ট দেইখা তো টাশকিত আমার ফিউচার প্রফেশন হল ডাক্তার, কমার্সের স্টুডেন্ট ও হইয়া ও ডাক্তার হবার সপ্ন দেখতাসি এখন,
.
হু কনফেস লাভ ইন দিজ ভ্যালেন্টাইনস ডে, উই উইল বি ইউর নেক্সট ভ্যালেন্টাইন, হু উইল লাভ ইউ ফরেভার, হু উইল রেডি ফর সার্প্রাইজ ইউ ইন দিজ ভ্যালেন্টাইনসস ডে ক্লিক কইরা যেই তথ্য পাইসি সেইটা নাহয় নাইবা বললাম, পুরাই বাজে অবস্থা,নাউজুবিল্লাহ
.
রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই যথার্থই বলেছিলেন
""" অনলাইন নিউজ পোর্টাল, এবং অনলাইন এইসব এপগুলার মত বোকাচুদা জিনিস পৃথিবীতে আর নাই ""

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: অনলাইন পোর্টাল খোলা সহজ কিনা আর যারা এসব নিউজ আপ্লোড করে তারা তো জায়গায় গিয়া নিউজ করে না। ব্যাং ছ্যাং পাব্লিশড করলেই হয়। কত মানুষ সেই নিউজ পড়লো আর ভিজিট করলো, এলেকজা র‍্যাংকিং এ কততে পৌঁছালো এই হলো টার্গেট!

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

রাজু বলেছেন: হ আমিও আপনার সাথে একমত অপর্ণা মম্ময়। এদের আসল উদ্দেশ্যই ম্যাংগো প্রাভলিকরে ভোদাই বানানো...
মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাকুন সব সময়...

২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

বিপরীত বাক বলেছেন: রগরগে বর্ণনা

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

রাজু বলেছেন: ধন্যবাদ ভাই বিপরীত বাক বাউ। ভালো থাইকেন সব সময়...

৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

বড় দাদা বলেছেন: তাদের কাজ হচ্ছে মানুষকে বোকা বানানো। আগে এসব পোর্টালগুলো পড়লেও যখন বুঝতে পারলাম এগুলো ফাও কাহিনী তখন থেকে বিশ্বস্ত পোর্টালগুলো ছাড়া বাকি গুলো পড়ি না

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

রাজু বলেছেন: আর বইলেন না বাউ, এখন কোনটা সত্য কোনটা মিথ্যে বুঝাই মুশকিল হয়ে যায়...মন্তব্যর জন্য থেংকু।।
ভালো থাইকেন বড় দাদা..

৪| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: টাসকি খাওয়ার মত শিরোনাম করে বাট খবর গুলো বালছাল মার্কা

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

রাজু বলেছেন: হা হা হা.... ঠিকেই কইচেন!! একমত আমিও।
ভালো থাইকেন সর্বদা, মন্তব্যর জন্য ধন্যবাদ...

৫| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: কিছুদিন আগে এক নিউজ পোর্টাল লাইক দিছি, পরে দেখি বাজে নিউজ পাব্লিশ হয়। অথচ যখন লাইক দিছি ওইটা পর্ণ পত্রিকা ছিল না। আমার পরিচিত অনেকেই ঐ পোর্টাল ফলো করতো। নিশ্চয়ই সবাই তারা চোখ বন্ধ করে লাইকায় নাই। তাদের ধান্দাই হইলো লাই লুইক কামাইয়া সেখানে পর্ণ নিউজ পাব্লিশ করা

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

রাজু বলেছেন: ওকিঁ!! হ আপনার মত আমিও কয়দিন আগে বেকুব বনে গেলুম।
আবারো মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন..

৬| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: সত্যি কথা।

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

রাজু বলেছেন: মন্তব্যর জন্য এবং আমার সাথে একমত হহওয়ার জন্য ধন্যবাদ বিজয় রয় ভাইকে...

৭| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

তাসলিমা আক্তার বলেছেন: আপনি নিজেও কিন্তু তার চেয়ে কিছু কম করেননি। কিছু অসংলগ্ন ভাষাও ব্যবহার করেছেন।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

রাজু বলেছেন: আমিতো পাঠকদের বুঝানোর জন্য একটু-আধটু খ্রাপ ভিহেব লিখলাম আর কি...

মন্তব্যর জন্য ধন্যবাদ তাসলিমা আক্তার আপুকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন....

৮| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

পথে-ঘাটে বলেছেন: ব্যাপক বিনোদিত হলুম ভাই।
তবে যারা এখনও এদের পাটপারির পাল্লায় পড়ে নাই তাদের জন্য একটা লিস্ট দিলে ভাল হয়।

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

রাজু বলেছেন: সম্ভবনয় পথে-ঘাটে ভাই, কারন এইরাম হাজার-হাজার পেইজ আছে। তা-ছাড়া প্রতিদিন এই রুকুম অনেক নতুন পেইজ তৈরী হচ্ছে!! আর উপ্রে অপর্ণা মম্ময় ম্যমের মন্তব্যটা পড়লেই বুঝবেন
প্রথমে এরা আপনাকে দলে ভিড়ানোর জন্য অনেক ভালো পোষ্ট করে, তার পরেই বাজে খবর গুলি নিক্ষেপ করে....
মন্তব্যর জন্য ধন্যবাদ, ভালো থাইকেন।।

৯| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

দ্যা ব্যাকডেটেড বলেছেন: পোর্টালে SEO আর অ্যাপে বিনোদন; এই আরকি

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

রাজু বলেছেন: হা হা হা মন্তব্যর জন্য ধন্যবাদ, দ্যা ব্যাকডেটেড ভাইকে। ভালো থাকবেন।

১০| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: শেষ পর্যন্ত আপনাকেও বোকা... বানাতে পারল ভাই

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

রাজু বলেছেন: এখানে অপর্ণা মম্ময় কথাটাই বলবো :
কিছুদিন আগে এক নিউজ
পোর্টাল লাইক দিছি, পরে
দেখি বাজে নিউজ পাব্লিশ
হয়। অথচ যখন লাইক দিছি ওইটা পর্ণ পত্রিকা
ছিল না। আমার পরিচিত অনেকেই ঐ
পোর্টাল ফলো করতো। নিশ্চয়ই সবাই তারা
চোখ বন্ধ করে লাইকায় নাই। তাদের ধান্দাই
হইলো লাই লুইক কামাইয়া সেখানে পর্ণ
নিউজ পাব্লিশ করা।

ধন্যবাদ মন্তব্যর জন্য বিদ্রোহী সিপাহী ভাইকে। ভালো থাইকেন সুস্থ থাইকেন...

১১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনিও ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা সর্বদা...

২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রাজু বলেছেন: same too you...

১২| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


হাসুম না কান্দুম বুঝবার পারতাসি না। :-P

২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

রাজু বলেছেন: এটা কি উভয় সংকট নাকি!! তাইলেতো বিপদ...হা হা হা
মন্তব্যর জন্য ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়...

১৩| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কান্নার ঢঙে কিছুক্ষণ হাসলাম।

২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

রাজু বলেছেন: আপনার কথা শুনিতো আমি হাসুম না কান্দুম বুজবার পারচি না...!!!
মন্তব্যর জন্য ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল
ইসলাম, ভালু থাইকেন সুস্থ থাইকেন....

১৪| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

অবিবাহিত ছেলে বলেছেন: লেখক বলেছেন -
রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই যথার্থই বলেছিলেন
""" অনলাইন নিউজ পোর্টাল, এবং অনলাইন এইসব এপগুলার মত বোকাচুদা জিনিস পৃথিবীতে আর নাই ""

২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১

রাজু বলেছেন: ...!!! পিক...হি হি হি

১৫| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩২

টোকাই রাজা বলেছেন: াঠক যেরকম, নিউজ পোর্টালগুলো সেইইইইইইইইইইইইইইইই রকম। B-)

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

রাজু বলেছেন: অকিঁ, ঘটনা সত্য, আসামী নির্দোষ...
মন্তব্যর জন্য ধন্যবাদ। ভাল থাইকেন, সুস্থ থাইকেন...

১৬| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

সাহসী সন্তান বলেছেন: গত কয়েকদিন আগে সময়ের কন্ঠস্বর নামক অনলাইন নিউজ পেপারের একটা সংবাদের শিরোনাম ছিল এমন-
"আমাদের মশা কামড়ায় কেন?"
-কইলাম ভাই, মশা কি আপনাদের পোষা? শিরোনামটা এমন হতে পারতো যে-
"মশা আমাদের কামড়ায় কেন?"

আজ দেখলাম একটা শিরোনাম-
"তামিমকে নিয়ে তামিমের বৌয়ের যে কথাটা শুনলে আপনি না কেঁদে পারবেন না!"
-ঢুইকা আর যাই হোক, মেজাজটা খুব ভালই গরম হইছে। আর দুঃখে কান্দন আইতাছে...... |-)

অন লাইন নিউজ পেপার গুলো এমন সব শিরোনাম করে না, গুতাইয়া না ঢুকলেও মনডা খালি খাঁ খাঁ করে। কি জানি কিছু মিস কইরা গেলাম কিনা? ;)

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪১

রাজু বলেছেন: হা হা হা..আপনার কথা শুইন্নাতো হাসি ধমায় রাখতে পারতাছিনা....
মন্তব্যর জন্য ধনিয়াবাদ। ভালো থাইকেন সুস্থ থাইকেন...

১৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩০

হাসান মাহবুব বলেছেন: সাংঘাতিকতা!

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

রাজু বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন..

১৮| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

নিরল হৃদয় বলেছেন: অধিকাংশ নিউজ পোর্টলগুলোর অবস্থা প্রায় একই। মাঝে মাঝে মনে হয় হাতের বড় বড় নখ দিয়ে তাদের চুলকানিগুলো মিটিয়ে দেই।

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

রাজু বলেছেন: কাজ হইতো না, আরো চুলকানি বাইড়া জাইতে পারে...
ভালো থাকবেন, সুস্থ থাকবেন..

১৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৭

দায়ী বলেছেন: হাহাহা

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রাজু বলেছেন: এটা কি বেটকি দিলেন!! মন্তব্যর জন্য ধনিয়াবাদ.
ভালো থাকবেন

২০| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৫

আবু শাকিল বলেছেন: ভালা পাই :)

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

রাজু বলেছেন: তাইলে আবর হান্দিয়ে দেখেন, আরো ভালা পাইবেন....

২১| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

আমিই মিসির আলী বলেছেন: হু....
হাসিনার পেটে বাচ্চা!
দেখে পড়তে লাগলুম ...... পড়ে দেখি কোন এলাকার কোন হাসিনা!!! এভাবে মনোযোগ আকর্ষন করার কোন মানে হয়!!

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

রাজু বলেছেন: এই পোস্টটা আমিও দেখচিলাম, মাগার MB না থাকার কারনে হান্দাতে পারি নাই...
মন্তব্যর জন্য ধন্যবাদ...

২২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

মাঘের নীল আকাশ বলেছেন:

২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

রাজু বলেছেন: হা হা হা...মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:২৪

একুশে২১ বলেছেন: "বাবা হতে পারবেন না মোশাররফ করিম " এইটা আমার প্রথম ধরা খাওয়া শিরোনাম। মেজাজ টা যা বিগড়ায়ে গেছিলো সেদিন। এইসব জারজ গুলানরে পাইলে রড গরম করে ঠান্ডা দিক ঢুকায়ে দিতাম যাতে বের করতে গেলে হাতে আঁচ লাগে। X X((

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৯

রাজু বলেছেন: অকিঁ এইরাম নিউজও চাপা হইচে !! হা হা হা আজিব খবন!! মন্তব্যর জন্য থেংকু, ভাল থাইকেন.....

২৪| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

শরনার্থী বলেছেন: বাল্পুস্ট।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১০

রাজু বলেছেন: কি করবাম বাউ!! সব ভাল পোষ্টগুলি আপনার ত্যাগ করেনতো তাই....

২৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪

মহা সমন্বয় বলেছেন: একে বলে আধুনিক জার্নালিজম :-P

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

রাজু বলেছেন: হ বাউ! আধুনিকতা চারদিক ভইরা দিচেতো তাই....

মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাইকেন সুস্থ থাইকেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.