নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অনুগ্রহ

প্রকৃতির প্রতিফলন

সদা সত্যের সঙ্গে আছি।

প্রকৃতির প্রতিফলন › বিস্তারিত পোস্টঃ

যারা মাথায় ঘোমটা দেয় তারা আর যাই হোক বাঙালী হতে পারনা : মিতা হক

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

যারা মাথায় ঘোমটা দেয় তারা আর যাই হোক বাঙালী হতে পারেনা : মিতা হক

সুত্রঃ Click This Link



যারা আল্লাহ্‌র আদেশ এভাবে অবজ্ঞাবশত অগ্রাহ্য করে তারা কাফের।

হিজাব কোন মুসলিম প্রথা নয়।

হিজাব একটি ইবাদাত। এটি আল্লাহ্‌র পক্ষ থেকে নাযিলকৃত একটি আদেশ।



যে কেউ আল্লাহ্‌র যে কোন আদেশ অহংকারবশত অবজ্ঞা করল, সে স্পষ্টত কুফুরী করল।

এই ধরণের লোক হচ্ছে কাফের।

এটা আমার নিজস্ব কোন ফতোয়া নয়।

এটা আল্লাহ্‌র ফয়সালা।

"আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে? তোমাদের কোন ওজর চলবে না, তোমরা ঈমান আনার পড় কাফের হয়ে গেছ। (সুরা আত তওবাঃ ৬৫-৬৬)



মহান আল্লাহ্‌ বলেনঃ "এতে সন্দেহ নেই যে, আমার আয়াত সমুহের প্রতি যেসব লোক অবজ্ঞা প্রদর্শন করবে, আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে-পুড়ে যাবে, তখন আবার আমি তা পালটে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব পূর্ণভাবে আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, মহাজানী। (সুরা আন নিসাঃ ৫৬)

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি আমরা বাংলাদেশের ৯০ % মুসলিম ঘৃনা ও নিন্দা সহকারে তার এমন চুষিল উক্তি প্রত্যাখান করলাম ।

দুলাইন রবিন্দ্র সঙ্গীত গেয়ে ৭১ টিভিতে পারফর্ম করলেই বাঙ্গালী হওয়া যায়না। বাঙ্গালী হওয়ার জন্য সকল ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা শিখতে হয় ।

আর আমরা শুধু বাঙ্গালী না আমরা বাংলাদেশী বাঙ্গালী ।

২| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ছািব্বর বলেছেন: আগে ইসলাম তারপর জাতিভেদ । এরা যেমন অজ্ঞ, মুর্খ তেমনি এরা কাফির হইতেও খারাপ । এদের এ দেশ হইতে তাড়িয়ে কাফিরের দেশে পাঠানো উচিত ।
মরার পর এরে কবর না দিয়ে নাংগা করে রাখতে হবে ।

৩| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ওহ বলেছেন: উনি তো বললেন উনি আম্লিগ রে সাপোর্ট করেন। ভাল কথা কিন্তু অনার নেত্রী যে মাথায় ঘুমটা দিয়া চলাচল করে এইটা কি উনার চোখে পড়ে না। তাইলে আমগো প্রধান্মন্ত্রি বাঙালি না!!!

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

প্রকৃতির প্রতিফলন বলেছেন: good question!

৪| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

হ্যারিয়ার টু বলেছেন:
কোরান বা হাদিসে হেজাবের কোন সুনির্দিষ্ট স্পেসিফিকেশন দেওয়া নাই। পরে কাঠমোল্লারা নিজেদের মত নিয়ম বানাইয়া নিছে।

অথচ আল্লাহ কোরানে বলেছেন
সূরা আহযাব ২৫:৫৯ আয়াত

হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আাল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।

কাঠমোল্লা দের দমন করতে এই আয়াত টি যথেষ্ঠ ...!

এখানে তাদের পরিধানের (তৎকালিন চাদর জাতীয় পোষাক) কিয়দংশ নিজেদের উপর টেনে নিতে বলা হয়েছে,
এখানে পরিষ্কার ভাবে সব বলা হয়েছে, আলাদা কোন চাদর, হেজাব, বোরখা চাপিয়ে কষ্ট দিতে বলেনি।

চেহারা দেখা যায় ও চেনা যায় এমন ভাবে মাথায় কাপড় দিতে বলা হয়েছে।

কাঠমোল্লারা নিজেদের মত ব্যাক্ষা বানিয়ে, নিয়ম বানিয়ে খোদার উপর খোদগারি করে যাচ্ছে।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

প্রকৃতির প্রতিফলন বলেছেন: ভাই আপনার কথাটি পুরোপুরি সঠিক নয়।

এই ব্যাপারে বিস্তারিত জানতে আমার এই পোস্ট টি দেখুনঃ

Click This Link

৫| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

গেস্টাপো বলেছেন: মিতা হকের কথা অনেকাংশে সত্য।বিভিন্ন হিন্দু পেজ সম্পর্কে ঘোরাঘুরি করে এর সত্যতা আমি অনেকাংশে সত্য দেখেছি।ব্যাপারটা আমি নিজের মত করে সময় করে একদিন বিশ্লেষণ করবো।তবে মডুরা আমার পোস্ট যেভাবে মুছে দিচ্ছে,প্রথম পাতা থেকে সরিয়ে দিচ্ছে এবং জেনারেল করে দিচ্ছে তা নিয়ে রীতিমত আমি আতঙ্কে আছি :(( :((

৬| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ঠিক মনে পড়ছে না - রবী ঠাকুরের কোন্ গান/কবিতায় ঘোমটা পরা লাজুক বধুর স্তুতি আছে। মুগ্ধতার স্বাক্ষর আছে। #:-S 8-|

রবী ঠাকুরের শিষ্য তার ওস্তাদের উপর ওস্তাদি মারায় আর কি!!!

:-/ :P ;)

৭| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

গেস্টাপো বলেছেন: একটা কথাকে নিয়ে শুধুমাত্র ১ পাক্ষিক বিশ্লেষণ করলে হয় না।বহুভাবে বিশ্লেষণ করে তবেই এর সত্যতা সম্পর্কে বোঝা যায়।আমরা জানি পৃথিবীতে নৃতাত্ত্বিকভাবে বাঙালি সংখ্যা ২৮-৩০ কোটি।তারমাঝে বাংলাদেশে আছে ১৬-১৭ কোটির মত।বাকিরা ভারতে।ভারতে এই জিনিষটাকে কিভাবে দেখা হয় সেটা সম্পর্কে আপনারা খোজ নিয়ে দেখতে পারেন।আমি এখানে একজন ভারতীয় বাঙালি মুসলিম ব্লগারের একটা কমেন্ট দেখাতে চাই।নিচে দেখুন


তার এই বিষয়ে পুরো পোস্টটি পড়তে চাইলে এখানে আসুন।আইডিয়া পাবেন সামান্য
http://www.somewhereinblog.net/blog/faridsworld07/29615477


৮| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মাজহারুল হুসাইন বলেছেন: হ্যারিয়ার টু@ সবসময় দেখি চাদর পড়তে বলে । সুশিলরা গরমে কি বাঁচবে?

৯| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

তারেক বলেছেন: @হ্যারিয়ার টু -আপনার কমেন্টে দেয়া আয়াত অনুযায়ী হলেও মেয়েদের মাথায়(কিয়দংশ) কাপড় দিতে হবে। কিন্তু মিতা হক বলেছেন ঘোমটা না দেয়ার জন্য। ঘোমটা দিলে মাথায় কাপড় দিতে হবে এমন ভাবে যা আপনার কমেন্টে উল্লেখ করেছেন। সুতরাং আপনার কথা অনুযায়ী মিতা হকের কথা অর্নথক, ফালতু। মিতা হকের এই ফালতু বক্তব্য আমরা সকল মুসলিম ঘৃর্ণা সহকারে প্রত্যাখ্যান করলাম

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

প্রকৃতির প্রতিফলন বলেছেন: হিজাব সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই পোস্ট টি দেখুনঃ

Click This Link

১০| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সফদার ডাকটার বলেছেন: এই পোস্টটি লেখক নিজে সরিয়ে ফেলেছেন, বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন। লিংক এইখানে

একজন কে ছাগু বইলা দুই মিনিটও টিকতে পারলেন না । নিজেই পোস্ট সরায়া নিলেন । এখন মনে হয় মডুরা একটা একটা কইরা পোস্ট পড়ছে আর মুছে দিচ্ছে । আপ্নের জানা আছে কি না জানিনা, মুছে ফেলা পোস্টও কিন্তু মডুদের কাছে থাকে..

নিজে ছাগুরাজ হইয়া আরেক জনকে ছাগু ট্যাগ দিলেন কেন ? এখন ফেবুর সৌজন্যে সবাই জানছে আপ্নে ব্লগের পুরান ছাগু !!
@ছাগুরাজ গেস্টাপো

১১| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

অনিক রহমান বলেছেন: গেস্টাপো @ছাগুরে ব্লগের যেখানে পাবেন সেখানেই গদাম দেবার ফতোয়া জারি করলাম।

১২| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

হ্যারিয়ার টু বলেছেন:
@ তারেক - মিতা হক বলেছেন সম্পুর্ন চেহারা ঢেকে ফেলার কথা - যা হিজবুতি হেজাব।

এইসব বাড়াবাড়ি ইসলামে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে,
হোলি কোরানে সুনির্দিষ্ট ভাবে লেখা আছে।

কিন্তু পরে মোল্লারা পরে জাল হাদিস বেরকরে কঠিন বোরখা তৈরি করেছে।

১৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

গেস্টাপো বলেছেন: *uck pakistan,*uck jamat-shibir,*uck chagu

১৪| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: এখনো পর্যন্ত দেশের অভিজাত, শালীন, মার্জিত, রুচিশীল মহিলারা মাথায় কাপড় দিয়ে চলাফেরা করেন।

" আর দুদিনের বৈরাগি ভাতেরে কয় অন্ন"- তাদের জন্য তো ভিন্ন কথা।

১৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: @গেস্টাপো কে কেন ব্লগ করে সে বিষয়ে কমবেশী সবাইই জানে। তার ব্লগ দেখলে মনে হয় ভারত তো ভারত কোন হিন্দু দ্বারা সে বাজেভাবে লাঞ্ছিত হয়ে থাকবে। তারই প্রতিক্রিয়া দেখানো সে ধর্মকর্ম মেনে নিয়েছে।

১৬| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: Gestapo re blog e lekhar SUJOG die Samprodayikotar bish choranor sujog disse MODU. PLS ban him as soon as POSSIBLE.

১৭| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

সফদার ডাকটার বলেছেন: গেস্টাপো ছাগুর দুই গাল ইচ্ছে মত থাবরাইয়া লাল করে দেয়া হোক । অবিলম্বে তাকে খুটির সাথে বেঁধে তাজা কাঠাল পাতা খেতে দেয়া হোক X(( X(( X((

১৮| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

ছািব্বর বলেছেন: হ্যারিয়ার টু@ , আপনি না বুঝে কতাহ বলেছেন । তখন মেয়েরা এমন চাদর পরত যা মাথার তালু হইতে পায়ের তলা পর্যন্ত ছিল ।

১৯| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

সফদার ডাকটার বলেছেন: সাম্প্রদায়িকতা উসকে দেয়া একজন চিহ্নিত ছাগু কিভাবে এখনও বুক ফুলিয়ে ব্লগিং করে যায় । গদাম খেয়ে মুছে দেয়া পোস্টগুলো পর্যালোচনা করে অবিলম্বে গেস্টাপো ছাগুকে সুলেমানি ব্যান করা হউক ।

দৃষ্টি আকর্ষণঃ মডারেশন ।

২০| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

সফদার ডাকটার বলেছেন: গেস্টাপো ছাগুর খাবার চলে এসেছে, আর চিন্তা নাই..

এখন শুধু খুটির সাথে বেঁধে রাখতে হবে ।

২১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

মাজহারুল হুসাইন বলেছেন: একঝাক মুসলিম নামধারি হিন্দু একযোগে আসছে । এদের চিনে রাখেন । কারা গ্যাং করে ব্লগের পরিবেশ নষ্ট করে । আর এরা তো নাস্তিক । এদের পরিচয় তো প্রকাশ হয়ে পরেছে ।

২২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০১

ডাব্বা বলেছেন: বেগম সুফিয়া কামাল কায়দে আজম কে আব্বা ডাকতে ডাকতে জিহ্‌বা ক্ষয় করে ফেলার জোগার করেছিলেন। ১৯৭১ এর পর ভোল পাল্টে হয়ে গেলেন খাঁটি বাংগালী! মাথায় কিন্তু উনার কাপড় দেখেছি। আমাদের খেলাঘরের আসরে একবার খুব কাছ থেকে দেখেছিলাম ছোটবেলায়। জাহানারা ঈমাম কে মাথায় কাপড় দিতে আমি নিজে দেখেছি। শেখ হাসিনা, খালেদা জিয়া সহ মিতা হক এর মা নিজেও মাথায় কাপড় দেয়া মহিলা।

আজকাল মিতা'র বাজার কি পড়তির দিকে নাকি?

২৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

মেংগো পিপোল বলেছেন: ভাই, মিতা হক কি বলেছে এটা নিয়ে বিষ্লেষন করে ওনাকে জাতে উঠানোর ইচ্ছা আমার নাই। যে কারনে মন্তব্য করছি @হ্যারিয়ার টু আপনি কাঠ মোল্লা বিরোধী আমার তাতে কোন অভিযোগ নাই। কিন্তু আপনি যে বিষয়টার উপর জোড় দিয়ে কথা গুলো বলছেন আমি সেটা তে কিন্চিত সমর্থনও করছি। তবে আপনিও কিছুটা কাঠ মোল্লাদের মতনই আচরন করছেন। যানতে চান কেন? আপনি ঢালাও ভাবে বলেছেন নারীরা হিজাব করতে পারবেনা। ভাই আপনার অবগতির জন্য যানাচ্ছি ইবাদাতের সর্বচ্চ পর্যায়ের কোন সিমা নেই। কোন নারী যদি তার আব্রু রক্ষার যন্য সর্বউচ্চ পন্থা অবলম্বন করতে চায় আপনি বাধা দিতে পারবেন না। যেমন পাচ ওয়াক্ত নাময ফরজ। কিন্তু কেউ যদি পাচওয়াক্ত নামাযের পাশা পাশি তাহাজ্জুতের নামাজ পড়ে আপনি তো ভাই বাধা দিতে পারবেন না।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

প্রকৃতির প্রতিফলন বলেছেন: একমত

২৪| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২

আস্তবাবা বলেছেন: ঐ বেজন্মা যার গান গায় সেই রবীন্দ্রনাথের ত দাড়ি আছে। তাইলে রবীন্দ্রনাথও বাঙ্গালী না!!
বুঝাই যায় মগজে শুধু গোবর ভর্তি

২৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২

আকাশ চুরি বলেছেন: হাম্বারা এরকম সরাসরি বললেই ভাল এরা আসলে কাদেরকে রিপ্রেজেন্ট করে। মিতাহক নিজেই বললেন উনিই একমাত্র বাংগালী। হ্যাঁ উনারাতো এদেশের সিংহভাগ মানুষকে বাংগালী মনে করেন না।

২৬| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: সফদার ডাকটার বলেছেন: এখন ফেবুর সৌজন্যে সবাই জানছে আপ্নে ব্লগের পুরান ছাগু !!
@ছাগুরাজ গেস্টাপো


~~ এহ হে ভাগ্য খারাপ । মিসাইছি ।

২৭| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: মিতা হকের মত পতিতাদের কাছ থেকে আজকাল বাঙ্গালি হওয়া শিক্ষতে হবে । ধুতি পরে , পেটের সর্বচ্চো অংশটুকু বের করে শাড়ি পরে কপালের বড় টিপ দিতে হবে , বেজন্মা হাম্বার দালাল গুলা পোস্টে ল্যাদায়ে , পোস্টটা দুর্গন্ধ বানাই ফেলছে

২৮| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

সরকার৮৪ বলেছেন:
মিতা হক / সৈয়দ শামসুল হক এই গুলান পরীক্ষিত পাকী পক্ষে বিবৃতিদাতা ছাগু.....মুরগা সাপ্লায়ারের দালালগো কথা বাদ..

একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়-পৃষ্ঠা ১৪৬


মুরগা ছাগু

ঘোমটা ছাগু...

২৯| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৬

সৌমিক জামান বলেছেন: ম্যাদাম এর মা কি পাকিস্থানি ছিল নাকি? আমার জানা মতে আগের দিনের মহিলারা হিন্দু/ মুসলিম সবাই মাথায় কাপর দিতো। এখন উনি কি বুঝাতে চাচ্ছেন?

৩০| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

হ্যারিয়ার টু বলেছেন:
ছািব্বর বলেছেন: হ্যারিয়ার টু@ , আপনি না বুঝে কথা বলেছেন ।
তখন মেয়েরা এমন চাদর পরত যা মাথার তালু হইতে পায়ের তলা পর্যন্ত ছিল। -

হ্যা
আরবের তীব্র রোদ থেকে বাচতে সুধু মেয়েরা না, ছেলেরাও মাথার তালু হইতে পায়ের তলা পর্যন্ত চাদর জাতীয় পোষাক পরতো। পাগড়ীও ছিল।

কোরান বা হাদিসে ছেলে বা মেয়েদের পোষাকের কোন সুনির্দিষ্ট স্পেসিফিকেশন দেওয়া নাই।

মেয়েদের পোষাকের পরিধানের কিয়দংশ নিজেদের উপর টেনে নিতে বলা হয়েছে,
পরিষ্কার ভাবে বলা হয়েছে, আলাদা কোন চাদর, হেজাব, বোরখা চাপিয়ে কষ্ট দিতে বলেনি।

চেহারা দেখা যায় ও চেনা যায় এমন ভাবে মাথায় কাপড় টেনে নিতে বলা হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫

প্রকৃতির প্রতিফলন বলেছেন: হিজাবের নিয়ম-কানুন কোরআন ও সহীহ হাদীসে উল্লেখ আছে। প্রধানত: নিয়ম ৭ টি-

১। পুরুষের নাভী থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। মেয়েদের জন্য মুখ আর হাতের কব্জি ব্যতীত (কিছু কিছু স্কলারদের মতে মুখও ঢাকতে হবে) সমস্ত শরীর ঢাকতে হবে। কেননা মহানবী (সাঃ) বলেন, ‘মেয়ে মানুষের সবটাই লজ্জাস্থান (গোপনীয়)। আর সে যখন বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভন করে তোলে।’ (তিরমিযী, মিশকাত ৩১০৯ নং)

অন্য ৬ টি নিয়ম পুরুষ ও মহিলার জন্য একই।

২। যে পোশাক পরিধান করবে, সেটাই যেন বিপরীত লিঙ্গের প্রতি সৌন্দর্যময় ও দৃষ্টি-আকর্ষী না হয়। যেহেতু মহান আল্লাহ্‌ বলেন,
{وَلاَ يُبْدِينَ زِينَتَهُنَّ إِلاَّ مَا ظَهَرَ مِنْهَا}
‘সাধারণতঃ যা প্রকাশ হয়ে থাকে, তা ছাড়া তারা যেন তাদের অন্যান্য সৌন্দর্য প্রকাশ না করে।’ (সূরা নূর ৩১ আয়াত)
সুতরাং এখানে এটাও বুঝে নিতে হবে যে- বোরকা যেন নকশাখচিত না হয়।

৩। পোশাকটি যেন এমন পাতলা না হয়, যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া নজরে আসে। নচেৎ ঢাকা থাকলেও খোলার পর্যায়ভুক্ত।
[একদা হাফসা বিন্তে আব্দুর রহমান পাতলা ওড়না পরে আয়েশা (রাযিয়াল্ল­াহু আনহা)-এর নিকট গেলে তিনি তাঁর ওড়নাকে ছিঁড়ে ফেলে দিলেন এবং তাঁকে একটি মোটা ওড়না পরতে দিলেন।](মুয়াত্তা মালেক, মিশকাত ৪৩৭৫ নং)

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- দুই শ্রেণীর জাহান্নামী এখনও আমি দেখিনি। (কারণ তারা এখন নেই, ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে) এক শ্রেণী হচ্ছে ঐ সকল মানুষ, যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে।
আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে- ঐ সকল নারী, যারা হবে পোশাক পরিহিতা কিন্তু তারপরেও তারা থাকবে নগ্ন, তারা পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে; তাদের মাথা হবে উটের হেলানো কুঁজের ন্যায়।
এরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সু-ঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সু-ঘ্রাণ তো এত এত দূর থেকে পাওয়া যাবে। (মুসলিম ২/২০৫, হাদীস: ২১২৮)

আমি মনে করিঃ
যে সমস্ত মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে, আঁকা-বাঁকা ভঙ্গিতে, অর্ধনগ্ন অবস্থায় পুরুষের সামনে দিয়ে চলা ফেরা করে তাদের মুল উদ্দেশ্য আল্লাহ্‌ রাসুল (সাঃ) ঐ বানী মোতাবেক অপর পুরুষকে আকৃষ্ট করা, একারনেই ঐ সমস্ত নারীরা বিভিন্ন কসমেটিক দিয়ে ঘষে-মেজে নিজেদেরকে পুরুষের কাছে আকর্ষণীয় করে তুলতে চায়। তারা চায় পুরুষরা তাদের প্রতি আকর্ষিত হোক। তাদের রূপের প্রশংসা করুক। এবং এভাবে এক পর্যায়ে তাদের মাঝে প্রেম হয়। এটাই হচ্ছে হাদিসের দ্বিতীয় অংশের বাস্তবতা যে তারাও আকৃষ্ট হবে। এই কার্যকলাপ গুলো তারা তাদের জন্য জীবন সঙ্গী নির্বাচনের একতা মাধ্যম হিসেবে ব্যাবহার করে থাকে।

কিন্তু যে বিষয়টা আমি বুঝি না, তা হল-
যখন তারা জীবন সঙ্গিনী পেয়ে গেল তখন তো আর নিজেদের সৌন্দর্য প্রকাশ করার, আঁকা-বাঁকা ভঙ্গিতে, অর্ধনগ্ন অবস্থায় পুরুষের সামনে দিয়ে চলা ফেরা করে অপর পুরুষের কাছে নিজেকে আকর্ষণীয় করার প্রয়োজন নেই। তাহলে বিবাহিত নারীরাও কেন বিভিন্ন কসমেটিক দিয়ে ঘষে-মেজে নিজেদেরকে অপর পুরুষের কাছে নিজেকে আকর্ষণীয় করার তুলে।
উল্লেখ্য যে, নারীদের সুগন্ধি মেখে বাইরে বের হওয়া নিষেধ। মহানবী (সাঃ) বলেন, ‘সুগন্ধি ছড়ানোর উদ্দেশ্যে কোন মহিলা যদি তা ব্যবহার করে পুরুষদের সামনে যায়, তবে সে একটি বেশ্যা মেয়ে বলে পরিগণিত হবে।’ (আবূ দাঊদ, তিরমিযী, মিশকাত নং ১০৬৫)

৪। পোশাক যেন এমন আঁট-সাঁট (টাইটফিট) না হয়, যাতে দেহের উঁচু-নিচু গড়ন ব্যক্ত হয়। এটা পুরোপুরি নগ্নতার চেয়ে আরো বেশি দৃষ্টি-আকর্ষী।

৫। পোশাকটি যেন কোন অবিশ্বাসী/কাফেরদের অনুকৃত না হয়। প্রিয় নবী (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবন (লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ) করবে, সে তাদেরই দলভুক্ত।’ (আবূ দাঊদ, মিশকাত ৪৩৪৭)

৬। পোশাকটি তা যেন বিপরীত লিঙ্গের পোশাকের অনুরূপ না হয়। মহানবী (সাঃ) সেই নারীদেরকে অভিশাপ দিয়েছেন, যারা পুরুষদের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন, যারা নারীদের বেশ ধারণ করে।’ (আবূ দাঊদ ৪০৯৭, ইবনে মাজাহ ১৯০৪ নং)

৭। পোশাকটি যেন জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধিজনক না হয়। কারণ, বিরল ধরনের লেবাস পরলে সাধারণতঃ পরিধানকারীর মনে গর্ব সৃষ্টি হয় এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তাই মহানবী (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধিজনক লেবাস পরবে, আল্লাহ্‌ তাকে কিয়ামতে লাঞ্ছনার লেবাস পরাবেন।’ (আহমাদ, আবূ দাঊদ, ইবনে মাজাহ, মিশকাত ৪৩৪৬ নং)



হিজাব বলতে শুধু পোশাক বোঝায় না। বরং মানুষের আচার-আচরণ,ব্যবহার, দৃষ্টিভঙ্গি এমনকি অভিপ্রায়কেও বোঝায়। পোশাকের পাশাপাশি চোখ, মন, চিন্তা এমনকি হৃদয়েরও হিজাব থাকতে হবে।


তাই আসুন আমরা নারী-পুরুষ প্রত্যেকে হিজাব মেনে চলি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

৩১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

অনিক রহমান বলেছেন: সরকার৮৪ @কিরে চান্দু মাল্টতে কেন?বুনো চান্দু সব খোয়া গেছে?

আকাশ চুরি @চুপা ছাগু আসছে ওপেন ছাগু গোস্টাপুর ুয়া বাচাইতে।

৩২| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০১

সাইফ সানি বলেছেন: @হ্যারিয়ার টু, এইটুকু বুঝতে পারছি যে আপনি মিতা হকের সাক্ষাতকার না দেখেই কমেন্ট করছেন।

৩৩| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

আকাশ চুরি বলেছেন: হাম্বারা যথারীতি যুক্তি তর্ক করার কোন হেডম নাই শুধু পারে ছাগু ছাগু করতে। একটা হাম্বাও সেন পালাতে না পারে। বদলা নেয়া হবে

৩৪| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

মাজহারুল হুসাইন বলেছেন: হ্যারিয়ার টু এর সাথে ক্যান কথা কন ? সুন্নাহ কি এ গাধা গুলা বোঝে ? ক্যান শুধু এই অমুসলিমদের সাথে কথা বলেন ?

৩৫| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

সরকার৮৪ বলেছেন:
@ অনিক ছাগু,

পুটুতে বেশী জললে "বরফ" আছে

৩৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১

কাজী মামুনহোসেন বলেছেন: গেস্টাপো একটা রামছাগু, এইটা পুরান কথা।

তাকে আমার ফেবুতে চান্স দিছিলাম, বিনিময়ে সে বহুদিন আমার স্টাটাস ঘাইটা বাহির করছে আমি নাকি ছাগুদের স্টাটাসে লাইক দিই।

যাই হোক পুলাডা অনেক কামের, সারাদিন খাটা-খাটুনি কইরা, দু - একটা হিন্দু বিদ্ধেষী পোস্ট দেয়, দেশে সাম্প্রাদায়িকতা ছাড়ানোর চেষ্টা করে।

থাক পুলাডারে তার মত কাজ করতে দেন, এগুলা কইরা নিজের সংসার চালায়।

মডুদের প্রতি বিশেষ অনোরোধ, দয়া কইরা গেস্টাপোরে ব্যান করবেন না, ছেলেডা ব্লগিং কইরা সংসার চালায়, দয়া করে ছেলেটার পেটে লাত্তি মারবেন না। :D :D

প্লিজ !!!

৩৭| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

সাইফুল আলী বলেছেন: হায়রে হাম্বাদের মুখের কি ভাষা।অনিক রহমান নামের লোকটা এই ধরনের ভাষা ব্যাবহার করে ব্লগিং করে কিভাবে বুঝি না।এদেরকে উচিৎ সামুতে আসার সাথে সাথেই ব্যান করে দেওয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.