নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেদওয়ান রাফি

রেদওয়ান রাফি › বিস্তারিত পোস্টঃ

মডেল টেস্ট পরীক্ষায় রচনা আসছে - তোমার প্রিয় ব্যক্তিত্ব ।
লেখলাম,
আমার প্রিয় ব্যক্তিত্ব হৈল আবুল স্যার (আবুল মাল মুহিত) !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

মডেল টেস্ট পরীক্ষায় রচনা আসছে - তোমার প্রিয় ব্যক্তিত্ব ।

লেখলাম,



আমার প্রিয় ব্যক্তিত্ব হৈল আবুল স্যার (আবুল মাল মুহিত) ! মামারে মামা, তার সে কি পাসোনালিটি ! সেকি পাবলিসিটি সবাই একনামে চেনে " আবুল মাল " !



স্যারের একটু বর্নণা দেই , স্যার ফর্সা , লম্বা চওড়া জীব ।

দেখতে হুবহু মানুষের মত , কিন্তু চালচলনে একটু এলিয়েন এলিয়েন ভাব আছে ।



স্যার তাল আকৃতির মাথাটা আস্ত বগুড়ার চান্দু ইস্তেদিয়াম !

অবশ্য মাথায় অসংখ্য সিট ও আছে !



এবার সাইন্টেফিক ব্যখ্যায় আসা যাক !

স্যারের ২ টা চোখ , ২ টা কান, ২ টা হাত, ২ টা পা আছে । তবে কোন শিং নেই ! ;)



সাইন্স বলে স্যারের কোন লেজনেই কিন্তু দর্শন বলে স্যারের লেজ আছে তবে সেটা নাকি তিনি লুকিয়ে রাখেন !



আমি সাইন্সের ছাত্র তাই সাইন্সকেই বিশ্বাস করি !

স্যার অনেকটা বেবীদের মত , অল্প কারনেই রাগ করেন ।

হয়ত আমার লেখাটা দেখলে , আমার ওপর রাগ করে ২ / ৩ দিন ভাত খাওয়াই বন্ধ করে দিবেন ।



স্যার মুখ থেকে লালা পড়ার ঘটনা ব্যখা করতে গিয়ে অনেকেই বলেন যে, এটা বেশী লোভী হওয়ার লক্ষণ !



আমার কিন্তু তা মনে হয় না ! অর্থ গোনার জন্য প্রচুর লালার প্রয়োজন হয় !

স্যারের লালা বেশী তাই সে বেশী অর্থ গুনতে পারেন !



কথায় আছে লালা যার অর্থমন্ত্রীর চেয়ার তার !!

স্যার কি হুদাই অর্থমন্ত্রী হৈছেন নাকি ?;)



স্যার এত্ত অর্থের মধ্যে থাকেন যে ৪৫০০ কোটা টাকার কোন অর্থই (মূল্য) নাই !



সবদিকে থেকে বিচার করেলে দেখা যায় স্যার একটা লুল মেশিন ! লুলের ভান্ডার ! লুলের পাহাড় !

আর ,একজন বিনদোন প্রিয় মানুষ হিসাবে আমি আবুল স্যারকেই সবচেয়ে বেশী পছন্দ করি !



আল্লাহই জানে খাতা দেয়ায় সময় কপালে কি আছে ! :o



সবাই একটু দোয়া কৈরেন । :D

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

চিমা মস্তকে হুল হুল বলেছেন: শকড

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

লাবনী আক্তার বলেছেন: :D :D :D :D

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

বাংলার এয়ানা বলেছেন: :) :) :)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

বরফ গলা পািন বলেছেন: =p~ =p~ =p~ =p~

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নাহিদ সৈকত বলেছেন: স্যার মুখ থেকে লালা পড়ার ঘটনা ব্যখা করতে গিয়ে অনেকেই বলেন যে, এটা বেশী লোভী হওয়ার লক্ষণ !

আমার কিন্তু তা মনে হয় না ! অর্থ গোনার জন্য প্রচুর লালার প্রয়োজন হয় !
স্যারের লালা বেশী তাই সে বেশী অর্থ গুনতে পারেন



মাইরালা আম্রে মাইরালা =p~

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

রেদওয়ান রাফি বলেছেন: আমাকে এখনও ব্লগে পোস্ট করতে দেয় না । ব্যান মেরে দিছে আমাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.