নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার গল্প

০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪



[৩]
বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ বেশ ভারী। এখন রাস্তা ধরে হাটছি। খিদে ভাবটা নেই।আমি আবার খাবারের কষ্ট সহ্য করতে পারি না।বিকাল গড়িয়ে গেছে ।গাছের নিচে সিটি করর্পোরেশনের বেঞ্চ দেখে বসে পড়লাম।চটি খুলে দিব্যি বাচ্চা মতো পা দুলাতে লাগলাম।মজা লাগছে।গাড়ির প্যাঁ প্যোঁ আওয়াজ। অচেনা সব লোকজন।অদ্ভুদ সব আওয়াজ।
-কিরে কী খবর ?
আমি ঘাড় বেকিয়ে তাকালাম।খুব একটা চেনা মনে হলোনা।আবার মনে হলো চিনি।
-ভালো।শুকনো মুখে বললাম।
-চিনতে পারছিস।মনে তো হচ্ছেনা।মুখ দেখে মনে হচ্ছে পেট কামড়াচ্ছে।মেয়ে মানুষে তোর এলার্জি আছে নাকি?
আমি মাথা নাড়লাম।
-নাহ।
-চিনবি কী করে? এখন তো আমি অনেক সুন্দর হয়ে গেছি।পার্লার আছেনা।জীমে যাই।ফেসিয়াল....। সে যাই হোক।তোর খবর বল?
_আমি আসলে এখনো আপনাকে..।
-চিনতে পারিনি তাই তো।
-ঠিক।
-আরে ব্যাটা ফাজিল আমি সেই আটার বস্তাজলি।
ভিমরি খাবার মতো অবস্থা আবার জলি? এক জলিকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরছি ।এ যে দেখি আরেক জলি।চারিদিকে এতো জলি আসছে কোথা থেকে।
আমি দাঁত বের করে নকল হাসি হাসলাম।হ্যাঁ হ্যাঁ চিনেছি চিনেছি কেমন আছো?
-দোস্ত এটা কিন্তু ঠিক হচ্ছেনা।
-কি ঠিক হচ্ছেনা?
-এই যে তুই তুমি তুমি করে বলছিস।তোর আমার সম্পর্ক তুই তাকারির।তুই করে বল।
-না মানে তুই.
-কেমন ম্যাদা মার্কা হয়ে গেছিস রে তুই।বিয়ে করেছিস?
-হু।
-হু কিরে? আর রাস্তার বেঞ্চে বসে কী করছিস ? চাকরি গেছে? না বউ বকেছে?
আমি দীর্ঘ শ্বাস ছাড়লাম।-না না সেরকম কিছু না।
-বউ দেখাবি না? চল তোর বাড়িতে যাই ।রাস্তায় এভাবে দাড়িয়ে কথা বলা যায় নাকি?আমার সাথে গাড়ি আছে। চল চল।
আমি কি করবো বুঝতে পারছি না ।ভয় লাগছে ।অদ্ভুদ একটা সিরসিরানি অনুভূতি।এর পর কি হবে ?আজ এসব কী হচ্ছে?
জলি আমার হাত ধরলো ।আমি যন্ত্রের মতো হাটতে লাগলাম।
....চলবে....।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চলতে থাকুন। পরের পর্বে দেখা হয়েও যেতে পারে।

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৬

ইসিয়াক বলেছেন: সরি ।অনেক দুঃখিত । আপনার কমেন্টের উত্তর দেওয়া হয়নি । আমি আসলে খেয়াল ই করিনি ।
নিশ্চয় ভালো আছেন। ঈদের দিনগুলি ভালোভাবে কাটুক।
ইদ মোবারক।

২| ০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
নিজেই গল্পকার সেজন্যই নাকি জানি না, ব্লগের সব গল্পকারদের জন্য আমার হৃদয়ে সফট কর্নার আছে। যেহেতু আপনি গল্প লেখা শুরু করেছে এখন অটোমেটিক এটা আপনার জন্য বরাদ্দ হবে। তবে কিছু কিছু ব্লগার গল্পের নামে প্রেম পিড়ীতি অতিরিক্ত দেখায় যেটা আমি অপছন্দ করি। এই পৃথিবীতে প্রেম ভালোবাসায় ছাড়াও অনেক বিষয়ে প্লট বানিয়ে গল্প লেখা যায়, সেইগুলির উপর লিখতে থাকুন। চোখে পড়লেই আমি এসে পড়ে যাব। চোখে না পড়লে জানাবেন আমি যেয়ে পড়ে আসব।

১। লাইন আর প্যারাগ্রাফ ফরম্যাট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আলাদা আলাদা প্যারার মধ্যে নূন্যতম এক লাইন গ্যাপ দিবেন।
২। পারলে প্রতিটা কথপোকথন আলাদা আলাদ লাইনে সামনে - হাইফেন দিয়ে লেখার চেস্টা করবেন। এতে প্রেজেন্টেশন ভাল হয়।
৩। বানান ভুল গুলি শুধরানোর জন্য পোস্ট দেয়ার আগে প্রিভিউতে একবার মনোযোগ দিতে পড়ে নিবেন।
৪। শেষে এসে আলাদা করে শেষ/চলবে বলার দরকার নেই। পাঠক পড়ার পরেই নিজেই বুঝে নেবে লেখা শেষ নাকি চলবে।
৫। পর্ব ভিত্তিক লেখা দিলে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব () এর মধ্য দিয়ে গল্পের হেডিং এর পর দিয়ে দেবেন। তবে প্রতিটা পর্বের শেষে একটা দুর্দান্ত ট্যুইস্ট দিয়ে রাখবেন যেন পরের পড়ার জন্য সবার আগ্রহ থাকে। আর পর্ব হলে খুব তাড়াতাড়ি পোস্ট দিয়ে দিবেন। পরের পর্বের শুরুতেই আগের পর্বেই লিং দিয়ে রাখবেন যেন কেউ চাইলেই পড়ে আসতে পারে।
৬। গল্পের থীম, স্টার্ট আর ফিনিস কেমন হবে সেটা আগেই ঠিক করে নিবেন। ফিনিস অবশ্যই ড্যাসিং হতে হবে।
৭। যেহেতু নতুন লিখছেন, ভাষা একদম নিজেরটা স্বাভাবিক ভাবে ব্যবহার করুন। কৃত্রিম কোন ভাষা ভালোভাবে আপনি বেশিক্ষন লিখতে পারবেন না। টেনে শুধু গল্প বড় করতে যাবেন না। পাঠক বিরক্ত হয়ে যাবে।
৮। স্থান, সময় কিংবা প্রেক্ষাপট চেঞ্জ হলে সম্পূর্ন আলাদা ভাবে প্যারাগ্রাফ ব্যবহার করুন, যেন পাঠক বুঝতে পারে এটার সাব টপিক ভিন্ন। গোলমাল যেন না পাঁকিয়ে যায়! পারলে সময়ের ক্রমানুসার হিসেবে লিখবেন।
৯। একটানা কারও চারটা বা বেশি লাইন কথোপকথন পর পর লাইনে না দিয়ে মাঝখানে ব্রেক দিয়ে অপর জনের এক্সপ্রেশন কিছু একটা দেখান। দেখতে ভাল লাগবে।
১০। ফাইনাল পোষ্ট দেবার আগে অবশ্যই প্রিভিউ ভাল করে দেখে নিবেন। যেন কথোপকথন সুন্দর ভাবে দেখা যায় আর বুঝা
যায়। ফরম্যাট এই সময় দেখে নিন ভেঙগে নষ্ট হয়ে গেছে নাকি!!
১১। আলাদা আলাদা ব্যাক্তির সাথে কথা বলার সময় আলাদা প্যারাগ্রাফ ব্যবহার করুন।
১২। অনুরাগের বা ভাবের কথা লেখার সময় সহজ ভাষায় ছোট ছোট করে কথোপকথন দিবেন। পড়তে ভালো লাগবে।
১৩। পড়ুন, বেশি করে পড়ুন। গল্পের থীম ফাইনাল করার পর, কাছাকাছি বিষয়ের যেকোন লেখকের কোন লেখা পড়ে আসুন। কিছুটা ধারনা পাবেন।

অবশ্য মনে রাখবেনঃ -
১। ফিনিসটা ভালো করে দিতেই হবে। ট্যুইস্টও যদি দিতে চান ভালো করে দিবেন। চমক রাখবেন। কারন পাঠকের ফিনিসটাই দিন শেষে মনে থাকে!
২। নামকরন নিয়ে ভাল ভাবে কাজ করবেন। পাঠক কিন্তু সারাগল্পেই আপনার গল্পের নামকরনের সার্থকতা খুজে বেড়াবে।
৩। ছবি যেন মানাসই হয়। আমার শেষ গল্পে আমার ছবির কারন হাসান ভাইকে বলেছি। পড়ে দেখুন।

* ছোট গল্প লেখার জন্য ব্লগার শ্রদ্ধেয় কাওসার ভাইয়ের একটা পোষ্ট আছে সেটা খুব ভালো করে পড়ে নিবেন।
আরও লিখুন, লিখতে লিখতেই হাত খুলে যাবে। কেউ মায়ের পেট থেকে গল্প লেখা শিখে আসে না। আর চেস্টার উপর কিছুই নেই।

* লেখার সময় বা ব্লগে যেকোন বিপদের সময় কোন সাহায্য লাগলে আমার কাছে চলে আসবেন। আমি যতটুকু পারি চেস্টা করে যাবে।

ধন্যবাদ আর শুভ কামনা রইল!

০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ জানিয়ে ছোট করবো না । শুভ সন্ধ্যা

৩| ০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২২

নীল আকাশ বলেছেন: গল্পটা পড়ার পর এই গল্প নিয়ে বাকি মন্তব্য করব।
ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্য অনেক মূল্যবান । ধন্যবাদ জানিয়ে ছোট করবো না । শুভ সন্ধ্যা

৪| ১২ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৫

নীল আকাশ বলেছেন: এটাও শেষ! পরের পর্বে যাচ্ছি।
ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৬

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ?
ঈদ মোবারক।
ধন্যবাদ

৫| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৭

মাহের ইসলাম বলেছেন: আমি কিন্তু ছোট গল্প লেখার টিপস পেতেই এই লিংকে এসেছিলাম।
এখন বাড়তি হিসেবে গল্পটাও পড়া হয়ে গেল।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।
ঈদ মোবারক।

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৩

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.