|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

বিদ্যাহীন ! সেতো চোখ থাকিতেও অন্ধ
অন্ধকারে তার বসবাস আলোর দুয়ার বন্ধ ।।
সব ধনসম্পদ, টাকা কড়ি , চুরি হবার , হয় ।
বিদ্যা বড় ধন সে কখনো , চুরি হবার নয় ।।
দিন থাকতে পথিকজন বিদ্যা অর্জনে হও ব্রতী
হেলায় হারিয়ে সময়, করোনা নিজের ক্ষতি ।।
মানবজন্ম দুদিনের হলেও বিদ্যার মূল্য অতি 
বিদ্যা তোমার দূর্দিনে হবে একমাত্র সাথী ।।
পার্থিব ধন খরচ করিলে, নিত্য সে যায় কমে
বিদ্যার ধন খরচ করিলে,কমে না বরং জমে ।।
দিনে দিনে শাণিত হয়, হবে , তোমার বুদ্ধির ধার
হাজার মূর্খ তোমার কাছে নিত্য মানিবে হার ।।
সম্পদশালী যতই হোক শিক্ষা বিনে মূল্য কি তার ,
মূর্খের আবার কিসের গর্ব , কিসের অহংকার ।।
বিদ্যা কেউ কাড়তে পারেনা , নিতে পারেনা ছিনিয়ে
বিদ্যাই শক্তি , শিক্ষাই বল ,ভেবেছো কি তা নিয়ে ?
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৩
০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ
২|  ০৯ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
০৯ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর ভাবনার কবিতা। শুভেচ্ছা...
  ০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৭
০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৭
ইসিয়াক বলেছেন: জুনায়েদ ভাই আপনাকে ও শুভেচ্ছা ।
শুভসন্ধ্যা
৩|  ০৯ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
০৯ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী একটা দামী কথা বলেছেন, সম্পদহীনদের শিক্ষাই সম্পদ।
  ০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৬
০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:০৬
ইসিয়াক বলেছেন: লিখতে লিখতে সেই ভাবনাও কিছুটা কাজ করেছে ।
শ্রদ্ধেয় চাদগাঁজী প্রতি কৃতজ্ঞতা জানাই ।
শুভসন্ধ্যা
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৪১
০৯ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: বিদ্যা কেউ কাড়তে পারেনা, নিতে পারেনা ছিনিয়ে
বিদ্যাই শক্তি, শিক্ষাই বল,