|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

চাঁদের পাশে শুকতারাটি,আনমোনা আজ কেন ?
মেঘের ছায়ায় তার অভিমান আছে লুকানো ।
পুব আকাশে হালকা মেঘের আঁকিবুকি খেলা
নারকেলের ওই পাতার ফাঁকে হাজার রঙের মেলা ।
ঝিরিঝিরি মাতাল হাওয়া বইছে শনশন
নিঝুম রাতে একলা হতে চাইছে বড্ড মন ।
শুনশানশান নীরবতা ,দীঘির রূপালী জল 
বাতাসে তার ঢেউয়ের খেলা ,নেইকো কোলাহল ।
ঝিঁঝিঁ ডাকে , ডাকে কোথাও রাত জাগা এক পাখি
তাঁর বিরহে এখনও আমি একলা একা থাকি ।
বাতাসে সুর নুপূর বাজায় জোছনা মাখা হাতে 
মন কেমন করা ভালো লাগা ,সুখ আছেগো তাতে । 
ঝিরিঝিরি ঝরে কুয়াশা আজি এ শারদ রাতে 
ঘাসের ডগায় শিশির বিন্দু, চিক ধরে জোছনাতে । 
ভাবছি বসে একলা আমি জোড়া দীঘির পাড়ে 
হেথায় আমি কোথায় তুমি , রয়েছো কত দূরে ।।
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:২৭
১০ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:২৭
ইসিয়াক বলেছেন: স্যার,
আপনার অনুভবে ভালো লাগা ,আমার অনেক পাওয়া ।
আরো ভালো যেন লিখতে পারি , চাইছি তাই দোয়া ।।
২|  ১০ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:১৮
১০ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৬:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের গ্রামের বাড়ীতে বড় দিঘী আছে একসময় সাতরে এপার ওপার যেতাম এখন যখন তখন বাড়ীতেই যেতে পারিনা দিঘীতে নামা তো দুরের কথা।
  ১০ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:২৮
১০ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:২৮
ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা
৩|  ১০ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০৭
১০ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০২
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০২
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।
৪|  ১০ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১০
১০ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১০
জগতারন বলেছেন: 
প্রিয় কবিসাহেব:
কবিতা পড়িয়া অতীতকালের কথা মনে পরিয়াছিল। 
এখানে আরেক নাম না জানা কবির মনের কথা উদৃতি নাদিলেই নয়ঃ
"আতীত কালের কষ্টময় স্মৃতি নিয়া বাঁচার চেয়ে
আগামী দিনের স্বপন নিয়া বর্তমান সময় বাঁচা অনেক ভালো।" 
ভালো থাকিবেন প্রত্যাশা রহিল।
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।
৫|  ১১ ই আগস্ট, ২০১৯  রাত ২:৪৩
১১ ই আগস্ট, ২০১৯  রাত ২:৪৩
ওমেরা বলেছেন: সুন্দর হয়েছে কবিতা।
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।
৬|  ১১ ই আগস্ট, ২০১৯  ভোর ৪:০৫
১১ ই আগস্ট, ২০১৯  ভোর ৪:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে কবিতা।
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।
৭|  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৫৪
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৫৪
নতুন নকিব বলেছেন: 
সুন্দর কবিতা। 
ঈদ মোবারক।
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক।
৮|  ১১ ই আগস্ট, ২০১৯  দুপুর ২:৪৩
১১ ই আগস্ট, ২০১৯  দুপুর ২:৪৩
জাহিদ অনিক বলেছেন: দুঃখ বিলাসী উপকরণ ভালো লাগলো।
  ১১ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৪
১১ ই আগস্ট, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
ঈদ মোবারক ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৪৯
১০ ই আগস্ট, ২০১৯  বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
চাঁদনী রাতে দীঘির পাড়, অনুভবে ভালোই লাগছে