|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত ।
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।।
গলির ধারের ওই ছেলেটি সদা হাস্যময় 
এতো রূপের বাহার দেখে অবাক চেয়ে রয় ।। 
যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা
জগতের হিসাবটাই তার কাছে এক ধাঁধা ।।
তার ঘরে জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে 
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে কি দিয়ে ।।
হাজার টাকার বাজি পোড়ে ,লক্ষ টাকার তেল 
বড় বড় ঘরবাড়িগুলোও সাজে ! হায় বিধাতার খেল ।।
একলা বসে আপনমনে , ছেলেটি শুধু ভাবে
কি হবে আর এসব ভেবে ! কেইবা তাকে দেবে । 
জীবন যখন এমন করে খেলে নিঠুর খেলা
কোথাও রঙিন কোথাওআবার সম্পূর্ণ একেলা ।
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৫৩
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৫৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ কবিকে ।
ঈদ মুবারাক
২|  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৫০
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৫০
অভি চৌধুরী বলেছেন: ভালো হয়েছে 
ঈদ মুবারাক
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৫৩
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:৫৩
ইসিয়াক বলেছেন: ঈদ মুবারাক
৩|  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:০১
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর ভাবনার সুখপাঠ্য কবিতা। 
ভালোলাগা রইলো। 
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:২২
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:২২
ইসিয়াক বলেছেন: তাইতো বলি ব্লগে আছেন অথচ কিছুতো বলছেন না। তাহলে কি লেখাটা ভালো হয়নি ?
এইটুকু লিখতেই বিদ্যুত চলে গেল...এই নিয়ে চারবার।
যাহোক মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ঈদ মুবারাক
৪|  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৪২
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই শিরোনামে ডক্টর আশরাফ সিদ্দিকী এর একটি ছোট গল্প রয়েছে।
  ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৫৪
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১১:৫৪
ইসিয়াক বলেছেন:  
   
     
ধন্যবাদ ।ঈদমোবারক
৫|  ১১ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৫
১১ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা পড়ে মনটা বেশ খারাপ হয়েছে।
  ১১ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৭
১১ ই আগস্ট, ২০১৯  বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: আপনার ভালো লাগেনি ? প্লিজ জানাবেন।
৬|  ১২ ই আগস্ট, ২০১৯  রাত ১:২৯
১২ ই আগস্ট, ২০১৯  রাত ১:২৯
কানিজ রিনা বলেছেন: ছবির শিশু ছেলেটি মনে হচ্ছিল ওকে
পেলে কোলে তুলে নিয়ে বলতাম,
চন্দ্রযে তুই সুর্যযে তুই আমার আখিঁর
তারাযে তুই। অনেকক্ষন শিশুটিকে
দেখলাম। অনেক মহানুভতার কবিতা।
  ১২ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৪৪
১২ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৪৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
ঈদ মুবারাক
৭|  ১২ ই আগস্ট, ২০১৯  ভোর ৫:৫৪
১২ ই আগস্ট, ২০১৯  ভোর ৫:৫৪
ল বলেছেন: মানবিক কাব্যের জয় হোক। +++
  ১২ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৪৫
১২ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
ঈদ মুবারাক
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১৩
১১ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১৩
স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ কাব্য। ভালো লিখেন্তো আপনি।